![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টার জলসা আর জলসা মুভিজ দেখে ফালতু সময় নষ্ট হয় বলে বাসায় ছোটদের অনেক বকাঝকা করতাম। আজ ওদের কাছে ক্ষমা চাইতে পারছি না। আমার বাসায় সকল বাংলা চ্যানেল (একাত্তর, ইনডেপেনডেন্ট, এটিএন, সময়, চ্যানেল আই সহ সবগুলো) রিমোট কন্ট্রোল করে অফ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু থাকবে ইনডিয়ান বিভিন্ন স্টার চ্যানেল। আমার সীমিত জ্ঞান নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাসায় বসে বাকশালী চ্যানেলে বাকশালীদের চেতনা ব্যবসার পাবলিসিটি দেখার চেয়ে স্টার জলসায় ইনডিয়ান সিনেমা দেখা অনেক ভালো এবং সময়ের দাবী।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: ভালো বলেছেন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
মৃধা জুয়েল বলেছেন: ki komo bhai?
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
বোধহীন স্বপ্ন বলেছেন: ব্রাদার, মাঝে মাঝে এইচবিও, স্টার মুভিসও মাইরেন। খারাপ লাগবে না, সময়টা অকাজে খরচও হবে না।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
সাইলেন্স বলেছেন: চরম ভাবে সহমত পোষন করছি।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
বাঁশ আর বাঁশ বলেছেন: সহমত
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
আল মামুনুর রশিদ বলেছেন: সহহহহহহহমত। আমি তো ডিস্কভারি তে পরে থাকি। বাকশাল না বালচাল ভাল্লাগেনা
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
পিচ্চি পোলা বলেছেন: স্টার জলসা দেখেন। সময়টা ভালো কাটবে।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
~*~নির্ঘুম~*~ বলেছেন: চ্যানেল গুলির দালালি দেখলে রীতিমত অবাক হই -চ্যানেল আই ,একাত্তর এদেরতো এখন পরনের কাপরটাও নাই ,নগ্ন। খবরের নামে ছ্যাবলামি করে। পেইট্যা সাগর নিজেরে মহাসুশীল মনে করে কিন্তু আসলে একটা ছুপা দালাল।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
সাইফুল আজীম বলেছেন: হিস্ট্রী আর ডিসকভারীতে চলে আসেন। সময় ভালো কাটবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১
মহিদুল বেস্ট বলেছেন: আমিও তাই বলি