নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশ (৬)

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

জানেন নাকি, হবুর দেশে আছেন যে এক মস্ত সাংবাদিক
প্রকৌশলী, বলেই তিনি নাচেন এদিক সেদিক
খালেদা বিবির উপদেষ্টা, হয়েই যেন স্বর্গবাসী ঠিক;
পদটি যখন গেলই চলে সখ জেগেছে ভৌতিক
সম্পাদক যে হতেই হবে লিখতে হবে দৃক
পত্রিকাটি আমার দেশ, জালতে হবে দ্বীপ;
সত্য মিথ্যা লিখেই যেন গড়তে হবে দিব
এমন সময় আসল ধেয়ে, অন্ধকারে, অত্যাচারীর ছিপ।।

নামটি তাহার চেনাজানা রাজনীতিরই মঞ্চে
তাই বলে কি, রসের ভাণ্ড জীবন ভরে সিঞ্চে
সভা করেন সচিব দলের নিজের ঘরের ইঞ্চে
তাই বলেকি অসাড় হবে রাজনীতিরই ইচ্ছে?
দুর্নিতিরই মামলা করেন হাসান মশহুদ বিচ্ছে
সারাদেশে রটেই চলে নানান রকম কিচ্ছে
মনের মধ্যে সাহস নিয়ে এগিয়ে চলেন ছন্দে
হাসিনা বুবু স্বপ্ন দেখেন দেবেন তাকে বিদ্যে।।

হবু রাজার দেশ
রাজার ইচ্ছে বড়ই ক্রান্তি, মনের মধ্যে ক্লেশ;
মাহমুদ ভায়ার শ্লেষ
মনের মধ্যে কতই ভ্রান্তি, দিবারাত্রি ছাপাখানায় পেশ;
হাতকড়াতে অথৈ শ্রান্তি, হন্যে হয়ে ঘুরছে জুজু দেশ
জেলখানাতে মিলিয়ে দেবে দৈব ক্লান্তি, করবে পর্ব শেষ;
দিনেক বাদে মঞ্চ নাটক মৌন শান্তি, ধরল তাকে পাকে ফেলে রেশ
দিন যে গেল, মাসও গেল বছরের পর বছর গেল বেশ
জেলের মধ্যে কাটান বসে, জীবন যুদ্ধ, ভাবেন শুধুই দেশ
কয়েক শত মামলা, জামিন হল হাজার, দিনে দিনে পাকে তাহার সকল কালো কেশ
জেলের গেটে ঝুলেই থাকে, হতাকড়াটি মস্ত দীর্ঘ মেষ
লক্ষ্য জীবন শেষ।।

হবুর দেশের বিচার, বিশ্বে আছে নাম ডাক তার আচার
দেশের মানুষ হাসছে সুখে, জীবন যুদ্ধে লা-চার
সকাল বিকাল নাচছে ভুকে, দিচ্ছে সবাই আছাড়
কি যে করে ভেবে ভেবে, ইচ্ছে এবার ছেড়েই দেবে আহার।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.