নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনো মোর মেঘের সংগে!

জিন্নুরাইন

আমি গান লিখি আপনার সুখে তুমি কেন আসি দাঁড়াও সুমুখে?

জিন্নুরাইন › বিস্তারিত পোস্টঃ

হবুর দেশ (৮)

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

এবার এলেন দেশে, মার্কিনীদের বিদেশ মন্ত্রী, আধেক
নিশা দেশাই নামটি তাহার বয়স গোটা ত্রিশেক
লম্বা লম্বা বক্তিমা দেন, বাংলার, ভীষণ আশেক
শুনেই যেন রাষ্ট্রমন্ত্রীর ভিমরি খেলো বিবেক।।

হাঁটু কাঁপে থরথরিয়ে বুকে বাজে ঢোলক
মন্ত্রী মশাই ভাবছে নিশি, চোখে ফেলে পলক
নিশা দিদির নাকে আছে মস্ত বড় নোলক
কথা বলেন কল কলিয়ে মুখে পড়ে ঝলক।।

রাষ্ট্রমন্ত্রীর মনের ভিতর কথা আছে বিশেষ
দেশাই বিবি ভেবেই বলেন, শুনতে হবে অশেষ

বিশ্বাস করে চলতে হবে, মানতে হবে আদেশ
স্বাধীন দেশের এমন রঙ্গ, স্বপ্ন আমার স্বদেশ।।

নিশা দেশাই বলেই চলেন
আলকায়েদার জঙ্গিরা সব হাত করেছে পিশাচ
বাংলাদেশে ওরা নিচ্ছে লম্বা লম্বা নিঃশ্বাস;

তাইত ওরা সকাল বিকাল মারছে, মার্কিনীদের ভীষণ প্রিয়, জুলহাস।। 


পণ করেছেন এবার তারা দেবেন দীর্ঘ আশ্বাস
বইবে এবার সুখের স্বর্গ, দেশে নেইকো বিশ্বাস
নিশাদিদির আদেশ শুনে মিলবে স্বর্গ সুবাস
দেশটি আমার এবার তবে সত্যি হবে নিকাশ?
দিনে রাতে মানুষ মরে রক্তিমাভ আকাশ।।

নিশা দেশাই হলপ করে জানে যদি এসব

কোথায় আছে জঙ্গিরা সব, কোথায় তাদের প্রসব
দিচ্ছেনা কেন হাত ধরিয়ে জঙ্গিবাদের কেশর?
জানেই যদি সকল কথা, হচ্ছে কেন বিষম ব্যাথার হাশর?
তাহলে কি নিশা দেশাই ভাবছে মনে আফগান কিংবা মিশর?

তাইরে নাইরে ভাইরে ভাই, এবার বুঝি রক্ষা নাই
মার্কিনীদের ঠ্যেং ধরেই কি বাঁচতে হবে এবার ছাই!
লিখতে গিয়ে ভীমরী খেয়ে মরণ কষ্ট ভীষণ পাই
হবুর দেশে জীবন রাখা সত্যি ভীষণ কঠিন তাই!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ঘটক কাজী সাহেব বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.