নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
ব্লগারের খাতায় নাম লিখিয়েছি দেখে একজন বলল, খামাখা কেন ঝামেলায় যাও? আমিও ভাবি, উইয়ের পাখা উঠে মরিবার তরে। তবু নিজের কাছে দুটো শর্ত রেখেই শুরু করতে চেয়েছিলাম লিখা। শর্ত হলো, রাজনীতি আর ধর্ম নিয়ে কিছু লিখবো না।
চারপাশে যা ঘটছে তাতে, চোখ কান খোলা একজন নাগরিক কি করে চুপ করে থাকি?
নিজের কাছে নিজের দেয়া শর্তই হয়তো ভাংতে হচ্ছে নিজেকে। আমি তো একজন মানুষ। তেলাপোকার জীবন নিয়ে কি করে বাঁচি?
কোন শর্ত নয়, জীবন একটাই, অসহ্য পরিবেশে চুপচাপ থেকে একে দীর্ঘ করার চেয়ে, নির্ভীক কথা বলে যদি কারো কোপানলে পড়তে হয় পড়বো। যদি অমানুষের রামদা, চাপাতির আঘাতে আত্মাহুতি দিতে হয় দিবো। শুরু তো হয়ে গেছে অনেক আগেই, মানবতার মুক্তি না হয়া পর্যন্ত তো সংগ্রাম চলবেই।
অনেকেই আক্ষেপ করেন ৭১এর আগে জন্ম হলে যুদ্ধে যেতাম, মুক্তিযোদ্ধা হয়ে দেশের জন্য সংগ্রাম করতাম। মানবতার সংগ্রামের কোন সাল তারিখ নেই। এটা চলছে চলবে নিরন্তর নিরবধি। যারা নির্লোভ নির্ভীক জীবনকে বাজি রেখে কিছু করতে চায়, তাঁরাই আসুক একটা প্লাটফরমে, সব অসুর জানোয়ারদের বিরোদ্ধে দাঁড়াতে। সব ধরনের দুর্নীতি অপশাসন, কপটতা ভণ্ডামির বিরোদ্ধে সোচ্চার হোক।
এগিয়ে যাক সংগ্রাম মানুষ আর মানবতার জন্য।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
জহিরুল ইসলাম সেতু বলেছেন:
২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: কলম থামালে হবে না।
ভয় পেলে চলবে না।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভয় কি মরনে . . . . . . .
অনেকেই তো মরছে।
আমি সবে শুরু করলাম। সঙ্গে থাকুন। আমরা একে একে বহু হবো, একক হবো। পারি দিতে হবে অনেক পথ, থামি কি করে?
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: এগিয়ে যাক সংগ্রাম মানুষ আর মানবতার জন্য।
সহমত।
লিখুন।