নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন ড. আতিউর রহমান !

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

ভীরু কাপুরুষেরা মরে বার বার। বীরেরা একবারই মরে।
অভিনন্দন ড. আতিউর রহমান! আপনি একজন বীর। আপনার বীরত্বে আমিও গর্বিত এবং আনন্দিত।
বরাবরই প্রতিকূল জীবন আর পারিপার্শ্বিকতাকে জয় করেছেন নিজের কঠিন মনোবল দিয়ে। তা যদি আপনার না থাকতো, আপনি পারতেন না সাফল্যময় জীবনে আসতে। আজ আপনার যে পদত্যাগ তাও আপনার আত্মমর্যাদাপূর্ণ নির্লোভ আর সাহসী ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ। তাই স্যালুট আপনাকে।
কথিত রাজনীতির নয়, জাতীয় দায়িত্ব পালন করতেই আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যথাসাধ্য চেষ্টাও আপনি করেছেন। এটাই আপনার কাল হয়ে দাঁড়িয়েছে। যদি নিষ্ঠা আর সততার সাথে কাজ না করে রাজনীতির তোষামোদি করে বেড়াতেন, দালালী করতেন, দালাল পোষতেন, অর্থ কামানোর ধান্দায় থাকতেন, তাহলে আজ এই দশ কোটি ডলার কোন বিষয় হতো না, সব হজম হয়ে যেত। জালিয়াতি করে এ টাকা তো আপনি নেননি। শিক্ষিত সচেতন মানুষ জানে, হ্যাকিং কিভাবে হয়, প্রযুক্তির উৎকর্ষতার সাথে অপকর্ষতাও থাকে। যেখানে আপনার হাত না থাকারই কথা। আপনি দায়িত্বে থাকলে এর সুষ্ঠু তদন্ত করে চোর ধরে ছাড়বেন। এটাও ক্ষমতাসীনদের অজানা নয়। চোর ধরে জনসমূক্ষে তুলে ধরবেন। এটা তো তেনারা চান না। এরকম হলে তো তেনাদের কোন কমিশন থাকবে না। তাই আপনাকে সরানোই এই মুহূর্তে তেনাদের মূখ্য দায়িত্ব। আপনার মতো ব্যক্তিত্ববান মানুষের জন্যই এ কাজটি তাদের সহজ হয়েছে। সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মাল মুহিতদের কাছে তেমন টাকাই না, জাতীয় সংসদে তুড়ি মেরে উড়িয়ে দেন। বেসিক ব্যাংক ফতুর করে ফেলল তেনাদের লুটেরা দালাল দোস্তরা, তেনাদের ঘুমই ভাঙ্গে না। জামাই আদর পান লুটেরার দল।
আপনি তো ওদের দলের না। আপনি কিভাবে টিকে থাকবেন সততা নিয়ে? বরং আপনি বহাল থাকলে তদন্ত পরবর্তী সময়ে সমূহ চাপে পড়তে হতো আপনাকে। সময়ের সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন। সকল লোভ আর নোংরামি থেকে দূরে সরে নিজেকে পরিচ্ছন্ন রেখেছেন। অভিনন্দন আপনাকে।
ক্ষমতার মসনদে পরজীবীদের জঞ্জাল। গ্রামবাংলার দামাল ছেলে আপনি, আপনার মতো সংগ্রামী মানুষের ওসব দালালীপনা থেকে দুরে থাকাই শ্রেয়। এবং একাজটিই আপনি করলেন পদত্যাগের মাধ্যমে। পদত্যাগ মানে যে পরাজয় নয়, মাথা উচু করে বাঁচা, এ দৃষ্টান্তই আপনি রাখলেন। যুগে যুগে নির্ভীক মানুষ আপনাকে অনুসরণ করবে।
আপনি একজন শিক্ষক, পরিচ্ছন্নতাই আপনার কাছে কাম্য, আবর্জনা থেকে সরে তাই দেখালেন আপনি। বেঁচে থাকুন দীর্ঘদিন। আপনার কাছে অনেক শিখার আছে আমাদের। আপনার কদমে হাজার সালাম।

(লোভী চাটুকার মানুষের অভাব নেই এই বাংলায়। মীরজাফর থেকে খন্দকার মোস্তাক .......... লোভী, ষড়যন্ত্রকারী দালালদের অভাব কখনো হয়নি। নয়তো যে পরিস্থিতিতে ড. আতিউর রহমানের পদত্যাগ, অন্তত নির্লোভ কোন মানুষ নুতন করে এই দায়িত্বে আসতেন না, প্রস্তাব পাওয়া সকলেই বরং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ড. আতিউর রহমানকেই বহাল রাখার পরামর্শ দিতেন। সত্যি সেলুকাস!!!!!!!!!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.