নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
যে দেশে জ্ঞানী লোকের কদর নেই, সে দেশে জ্ঞানী জন্মায় না। তারপরও কিছু মানুষ জন্মায়, যারা বিবেকের তাগিদে যুক্তিতে কথা বলেন। জ্ঞান পিপাসায় আকুল। তাঁরা সময়ে প্রতিবাদ করতে জানেন। আর এখানেই যত্তো সমস্যা। সরকার (যদি জনগণের স্বার্থের সরকার না হয়) এঁদের সহ্য করতে পারেন না। মৌলবাদীরাও বরদাস্ত করতে পারেন না। দুর্নীতিবাজরা তো না-ই। তবু তাঁরা ঋজু হয়ে চলেন।
নাজিম উদ্দিন এমনই একজন। বিবেকের তাড়নায় কথা বলতেন। ইতোপূর্বে যারা এরূপ কথা বলতেন, তাঁদের হত্যা করা হয়েছে। কাউকে নাস্তিক ব্লগার, কাউকে অন্য কিছু নাম দিয়ে। আইন তাহলে আজ কাদের হাতে? সরকারের কাছে নিরাপত্তা চেয়েও পাওয়া যায় না। স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার!
গনমানুষের মুক্তির যে স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু। হ্যামিলনের বাশিওয়ালার মতো মুক্তি মন্ত্রে দীক্ষিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পরে যে বীর বাঙ্গালী স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল, তা কি এই বর্বরতার জন্য? কে দিবে জবাব? ক্ষমা কর জননী।
নাজিম উদ্দিনের ভাই শামিম একটা কথা বলেছেন, “ ....... ইসলাম তো নষ্ট হয় না, নষ্ট হয় মানুষ”। আমরা আজ প্রায় ষোলকোটি মানুষ অল্প কিছু নষ্ট মানুষের কাছে কি জিম্মি থাকবো সারা জীবন! মহানবী (সা) এর আদর্শ বিচ্যুত জঙ্গি উন্মাদনায় উন্মত্ত মুষ্টিমেয় কতিপয় মানুষের চাপাতির কাছে সমর্পণ করবো নিজেদের?
বিদেশী নাগরিক খুন হবার পর সরকার বলেছেন, দেশে কোন জঙ্গি নেই, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে। এই যে নাজিম উদ্দিন খুন হলেন। এটা কি সরকার নিয়ন্ত্রিত খুন? ক্ষমা কর জননী। এর উত্তর জানা নেই। মুক্তমনা মানুষগুলো যে ধারাবাহিকভাবে খুন হচ্ছে। এর কি কোন সমাধান নাই? নাকি সমাধানের কোন সদিচ্ছা নাই?
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে অপমানিত, হতে হবে তাঁদের সমান। আজ যারা সৎ পথে থেকে, অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলে, দুষ্কৃতিকারীদের হাতে এভাবে প্রাণ দিয়ে যাচ্ছে, একদিন আসবে দুঃশাসনের পৃষ্ঠপোষকদেরও অনেক কঠিন জবাবের জন্য তৈরী হতে হবে। আমরা পারছি না, জননী। আমাদের ক্ষমা কর। তবে আশাবাদী, সেই দিনটি আসবে, অবশ্যই আসবে। যেদিন সকল হত্যার প্রশ্রয়দানকারী নির্লিপ্ত বিচারপতির বিচার করবার জনতা জেগে উঠবে।
©somewhere in net ltd.