নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

একটা ঐকিক গণিত

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা তসরুপের শাস্তি যদি ৫-১০ বছরেরে সাজা হয়। হাজার হাজার কোটি টাকার জালিয়াতি ও এসবে প্রশ্রয়দানের বিচার কি হবে? তার সাঁজা কতো বছরের হতে পারে?

যে কোন অন্যায়ের শাস্তি হোক। আমি ন্যায় বিচারের পক্ষে। বিচারগুলো সুন্দর মতো সম্পন্ন হয় যেন, নয়তো যুগের পর যুগ অপেক্ষাই করতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার ১ টা বিচার হতে ১০ বছর লেগেছে; এতেই বিএনপি বলছে যে, তাড়াহুড়া হয়ে গেছে; এখন আপনার অংক কি বলে দেখেন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। সকল অপরাধের বিচার হোক। কোন যুগে কেউ যেন অপরাধ করে বিচারের আওতার বাইরে না থাকে। দেশের জনগণ আফিম খেয়ে ঘুমায় না। অনেক কিছুই বুঝে, হিসেবও জানে। একচোখে তেল, আর এক চোখে নুন বেঁচে না। রাজনীতিবিদরা যা করে থাকে। এরশাদ কি নির্দোষ? আওয়ামী লীগে রাঘব বোয়ালরা?
সময় সবকিছুর সমাধান দিবে। একসময় ইনডেমনিটি অধ্যাদেশ জারী হয়েছিল বঙ্গবন্ধুর খুনীদের রক্ষা করতে। শেষ রক্ষা হয়নি। সামান্য হলেও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ন্যায়দণ্ড দৃঢ় থেকে সুদৃঢ় হবে। আমরা এটাই আশা করি, বিশ্বাস রাখি।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ''৮ ফেব্রুয়ারী''

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী ভাই, ৮ ফেব্রুয়ারি, নতুন ইতিহাস। কলুষমুক্ত হোক সকল রাজনীতি। সকল অপরাধীদের বিচার হোক। তাহলেই জয় হবে জনতার।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে টাকা চোরে অভাব নাই।
সবার যদি বিচার হত তবে জেল খানায় জায়গা ধরত না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মাথা থেকে ১০০র বিচার করেলে, নাকে খত দিয়ে সাধু হয়ে যাবে বাকি সব চোর। ১/১১র সময়টায় দেখেছেন তো?

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাজার কোটি টাকা চুরির শাস্তি প্রধান মন্ত্রীর উপদেষ্টা :P হা হাহা

অংক সুজা ;) সোজা নয় ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অনেক চোরই রয়েছে।
বিচার যখন শুরু হয়েছে, আমরা আশাবাদী এই প্রক্রিয়া চলমান থাকবে।
ধাপে ধাপে, প্রত্যেক সরকারের সময়ই।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার সাথে আমি একমত পোষণ করছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ, বিএম বরকতউল্লাহ ভাই। :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

কানিজ রিনা বলেছেন: সুষ্ঠ ভোট হলে এবার বিএনপি আসত। আর
আওয়ামী দুর্নীতির ঝটপট বিচার হোত।
তাই ঝটপট খালেদার দূর্নীতির বিচার হোল।
ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চলমান ধারায় বিএনপি, আওয়ামী লীগ হলো বুর্জোয়া রাজনীতির এপিঠ ওপিঠ। এদের কারো কাছেই সুশাসন পাবার আশা ক্ষীণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.