নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
পহেলা ফাল্গুন আজ। আবহাওয়ায় ফুরফুরে মেজাজ পাওয়া যাচ্ছে। পথে ঘাটে মানুষজনও বেশ ফুরফুরে মেজাজে হলুদ শাড়ী, পাঞ্জাবীতে। বাঙ্গালীয়ানার ষোলআনা প্রকাশ। সার্বজনীন উৎসবের আনন্দে ভরপুর। আজকাল প্রায়শঃ বাঙ্গালীর উৎসবকে ধর্মীয় বাত্যাবরণে সাম্প্রদায়িক ব্যাখ্যায় নিষিদ্ধ করার একটা প্রবণতা লক্ষ্যনীয়। পহেলা বৈশাখ নিয়েও ফতোয়া জারির অন্ত নেই। বাঙ্গালী যতোই তার শেকড়ের অন্বেষণে এগিয়ে এসেছে, একশ্রেণির মানুষ ততোই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। সুশিক্ষিত সচেতন মানুষ কখনোই ওদের পাত্তা দেয়নি, অসাম্প্রদায়িক মনোভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে এসেছে সার্বজনীন বাঙ্গালীর উৎসবে। এ ব্যাপারটা সত্যিই উৎসাহব্যাঞ্জক। সম্প্রীতির আশাজাগানিয়া রূপ। এ রূপ ছড়িয়ে পড়ুক তারুণ্যে, দেশটাও হয়ে উঠুক আজকের মতো প্রতিদিনের অসাম্প্রদায়িক বাংলাদেশ।
(নেট থেকে সংগৃহীত ছবি)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ, প্রিয় রাজীব নুর ভাই।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
প্রচন্ড শীতের পর, ও আগামী উৎকট গরমের আগে, মানুষ প্রকৃতির পরশে প্রশান্তিতে থাকুক কিছুটা সময়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বসন্তের পহেলা দিনের অসাম্প্রদায়িক উৎসবের মতো আমোদিত সম্প্রীতি বজায় থাকুক ছয় ঋতুর সারাটি বছর।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেরিতে হলে বসন্তের শুভেচ্ছা জানবেন।
সুন্দর লিখেছেন, ভালো লাগলো পড়ে।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা জানাই নয়ন ভাই।
শুভ কামনা আপনার প্রতিও। বসন্ত বিরাজিত হোক দেহে ও মনে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।