নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

এই শহরে রাতে বৃষ্টি নামলেই ........

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২


আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি নামছে আজকাল। এখনো ঘন ঘোর মেঘের আয়োজন। ভাল লাগে, গরমে বৃষ্টিই স্বস্তি। বৃষ্টির রাত বড় রোমান্টিক লাগে। স্মৃতি জাগানিয়া দুঃখ বিলাসেও আক্রান্ত হই অনেকে,
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।

টিনের চালের ঝুম ঝুম বৃষ্টির ছন্দকেও শহরের অনেক অট্টালিকাবাসীরা মিস করি। রোমান্টিক কবিতা লিখতে বসি কেউ কেউ। কিন্তু এই ঢাকা শহরে কত মানুষ যে ফুটপাতে রাত কাটায়, তার হিসেব নেই। নেই তাদের অধিকারের দাবী। আমাদের রাজনীতিতে ওদের মূল্য নেই, ওরা যে ভাসমান মানুষ, ভোটার হিসেবে ওদের কোন মজবুত ভিত নেই। শীত আর বৃষ্টির রাত তাদের জন্য চরম বিপর্যয় নিয়ে আসে। বাস স্টপেজের সামান্য স্থানেও সংকুলান হয় এতো মানুষের। অথচ তার পাশেই বিশাল অট্টালিকা, দিনমান মুখর থাকে মানুষের পদচারণায়। নিরাপত্তার কারণে রাতে এই ফাঁকা অট্টালিকায়ও এদের ঠাই নেই।
আমাকে ভাবিত করে তোলে যখনই এমন ঝুম বৃষ্টি নামে রাতে। আমার সন্তানটি ঠান্ডায় জুবুথুবু হয়ে আসে, ওর গায়ে চাঁদর চাপাতে গিয়ে সেই কথাই মনে খুব ভাসে রাস্তার পাশে যে শিশুটি শুয়েছিল, এই রাতটা তার কিভাবে কাটছে?

কষ্ট হয় ফুটপাতবাসীদের জন্য। নিজের একার তো সামর্থও নেই যে কিছু করবো, উপায় কি কিছু আছে ওদের জন্য?
(ছবিগুলো নেট থেকে নেওয়া)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

নীল মনি বলেছেন: কিছু মনে করবেন না, এটা কি রিপোস্ট?

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী না, নীল মনি আপু। আজ ২০ এপ্রিল ২০১৮এর রাতে মেঘের ঘনঘটা দেখে শঙ্কায় লিখেছি মাত্র। গতকালও বেশ বৃষ্টি হয়েছে।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

নীল মনি বলেছেন: শুভ কামনা রইল।এমন ভাবনা আমার মনেও এসেছে।

:)

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এমন যারা ভাবি, চলুন, তারা মিলেই ওদের জন্য কিছু করার চেষ্টা করি। সুন্দর ভাবনার মানুষ কিন্তু কম নেই, কেবল সংগঠিত হবার ঘাটতি।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ঢাকায় বৃষ্টি না হলেই ভালো, চিন্নমুল মানুের জন্য বৃষ্টি হলো অভিশাপ

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই। শেখ হাসিনাদের ভোটের দরকার, ছিন্নমূলের ভোটের কোন নিশ্চয়তা নেই, তাই তাদের জন্য ওদের ভাবনাও নেই। কিন্তু ভাবতে হবে আমাদের মতো অতি সাধারণ মানুষদেরই, যারা বৃষ্টিতে কেবল রোমাঞ্চিতই হই না, ভিজে জুবুথুব হয়ে কষ্টও করি।

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

ওমেরা বলেছেন: কিছু করতে নি পারলেও সুন্দর ভাবনার জন্য আপনাকে ধন্যবাদ ।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: একদিন আমরাই ওদের জন্য কিছু করতে পারবো, যারা তাদের কাছাকাছিই থাকি। আমি আশাবাদী ওমেরা আপু।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: কেউ আজকাল ফুটপাতে ঘুমায় না।
দেশ উন্নয়নের মহাসড়কে।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: উন্নয়নের মহা সড়কের পাশেই ফুটপাত। স্ট্রিট লাইটগুলো চুরি হওয়াতে ওখানে যারা থাকে দ্রুতগতির গড়িতে বসে চলাচল করেন, দেখতে পান না হয়তো। কিন্তু আমরা যারা মাটির কাছেই থাকি, কঠিন সত্যটা কত প্রকট তা দেখতে পাই। একবার নেমে আসুন, আপনিও তা দেখবেন রাজীব নুর ভাই।
ওদের জন্য কিছু করা যায় কিনা, একটু ভাবুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.