নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ। প্রবলভাবে আশাবাদী। স্বপ্ন দেখি শান্তিময় সমৃদ্ধ পৃথিবীর।

জহিরুল ইসলাম সেতু

আলোর দিশারী

জহিরুল ইসলাম সেতু › বিস্তারিত পোস্টঃ

আবু হেনা ভাই এবং আমার ব্যাক্তিগত অতৃপ্তি

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২

আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আর নেই, খবরটা অনেকের মতো আমাকেও শোকাহত করেছে। ২ এপ্রিল ২০২১ (শুক্রবার) রাত সাড়ে আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করি।



হেনা ভাইএর সাথে আমার সখ্যতা গড়ে ওঠেছিল বেশ ক'বছর আগে। সামুতে নিয়মিত তাঁর লেখা পড়তাম, আমার বরাবরই ভাল লাগতো, পড়ে মন্তব্য করতাম। "স্বপ্ন বাসর" নামে আত্মজীবনীমূলক একটি উপন্যাস লিখেছিলেন হেনা ভাই, যার একটি কপি সৌভাগ্যক্রমে উপহার হিসেবে আমি পেয়েছিলাম। পড়তে পড়তে একাত্ম হয়ে গিয়েছিলাম লেখার সাথে। উপন্যাসটি পড়ে ফোন করে হেনা ভাইকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরম ভক্ত ছিলেন তিনি। উপন্যাসের প্রতিটি অনুচ্ছেদে কবিগুরুর কবিতার অমিয় পঙতি ব্যবহার করেছেন। এ ব্যাপারে অবশ্য ভুমিকায় উল্লেখ করেছেন। সামুতে এই উপন্যাসটি রিভিউ লিখবো বলেছিলাম। কিন্তু সময়-সুযোগের অভাবে সেটি আর হয়ে ওঠেনি। প্রিয় হেনা ভাইয়ের সাথে দেখা করবো, তাঁর মাতৃতূল্য বড় চাচিমার কবর দেখতে যাবো, শৈশবের স্মৃতিমাখা রাজশাহীর প্রত্যন্ত মধুপুর গ্রামের আলপথে হাঁটবো হেনা ভাইয়ের সাথে, এমনই কথা ছিল। কিছুই হলো না। এ আক্ষেপ আমার সারা জীবন থাকবে।
হেনা ভাইয়ের সাথে কখনো দেখা হয়নি আমার। তিনি ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং শুভাকাঙ্খী। ফোনে বেশ কয়েকবার দীর্ঘ সময় নিয়ে কথা হয়েছিল। স্নেহময় কোমল কণ্ঠস্বরটি আর কখনো শুনতে পাবো না। স্মৃতির কোঠায় সুহৃদ হেনা ভাই শ্রদ্ধার আসনে থাকবে আজীবন।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

এ আক্ষেপ অন্তহীন।
রয়ে গেল কেবলই এক বুক দীর্ঘশ্বাস....
আর হেনা ভাইর জন্য দোয়া


১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সত্যিই বিদ্রোহী ভৃগু ভাই। আমার এ আক্ষেপ অন্তহীন।
অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: "ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহে রাজেউন" - মহান আল্লাহপাক আবুহেনা ভাইয়ের বিদেহী আত্মার শান্তি প্রদান করুন এবং উনাকে
জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমিন

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: হেনা ভাই আকাশের তারা হয়ে জ্বলবে আমাদের হৃদয়ে

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ঠিক তাই নেওয়াজ আলি ভাই।
আন্তরিক ধন্যবাদ জানাই।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমিন

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

আমি সাজিদ বলেছেন: চমৎকার মানুষের চমৎকার মুক্তোর মতোন লেখা। শুভ্র ও স্বচ্ছ। আল্লাহ উনার পরিবারকে শোক বইবার শক্তি দিন৷ আমিন।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সহমত।
আমিন

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



উনার আনুমানিক বয়স কত হয়েছিলো?

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ১৯৫৪ বা ১৯৫৫ সালে হেনা ভাইয়ের জন্ম। সে' হিসেবে ওনার বয়স হয়েছিল ৬৬ বা ৬৭ বছর।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহে রাজেউন"
আমরা একজন সত্যিকারের সুহৃদকে হারালাম।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক
সইবার শক্তি দিন। আমিন

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমিন

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমরা একজন ভালো ব্লগার হারালাম।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, সহমত জানাচ্ছি।

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের স্মৃতি ভুলে যাওয়ার মত নয়।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সহমত জানাই প্রামানিক ভাই।

১০| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর লিখেছেন। +
ওনার লেখা যেমন পরিচ্ছন্ন এবং ঝরঝরে ছিল, হস্তলিপিও তেমনি মুক্তোর মত সুন্দর ছিল।

১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অনুপ্রাণিত হলাম খায়রুল আহসান ভাই। আন্তরিক ধন্যবাদ জানাই।
"ওনার লেখা যেমন পরিচ্ছন্ন এবং ঝরঝরে ছিল, হস্তলিপিও তেমনি মুক্তোর মত সুন্দর ছিল।" সহমত। হেনাভাইয়ের ব্লগের লেখার মতোই উপন্যাসটি পরিচ্ছন্ন, ঝরঝরে এবং সুপাঠ্য।

১১| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩২

অর্ক বলেছেন: শ্রদ্ধেয় হেনা ভাইয়ের এ চলে যাওয়া ব্লগের জন্য নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। বেশ কিছু লেখায় তাঁর গঠনমূলক মন্তব্য পেয়েছি। চিন্তাশীল মানুষ ছিলেন। নতুন নতুন বিষয় জানার বোঝার আগ্রহ ছিলো প্রবল। একজন আলোকোজ্জ্বল মানুষ চলে গেছেন আামাদের ছেড়ে। শুধু ব্লগই কেন, এই দেশের জন্যেও এটা এক বড়সড় ক্ষতি। অত্যন্ত দুঃখজনক এই মৃত্যু। ওরকম সৃষ্টিশীল উন্নত চিন্তাভাবনার মানুষের বেঁচে থাকা বড়ো প্রয়োজন এখানে। আমার মন্তব্যটি পড়লে নিঃসন্দেহে খুশি হতেন তিনি।

তাঁর আত্মার শান্তি কামনা করছি। লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অর্ক ভাই।
হেনা ভাইয়ের চলে যাওয়াটা খুবই বেদনাদায়ক। এ ক্ষতি পূরণ হবার নয়।
করোনার ক্রান্তিকালে অত্যন্ত সাবধানে থাকবেন। সুস্থ থাকুন। অনেক অনেক ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.