নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
কাল সে ভিক্ষা চায় . . . . ।
ক্ষমতাও চিরদিন কারোর হাতে কুক্ষিগত থাকে না। সময়ের পরিবর্তনে তা পরিবর্তিত হয়। এ কথাটাই আমাদের অনেক সময় মনে থাকে না, বিশেষ করে রাজনীতিবিদদের তো না-ই। এখানে দেশ গড়ার প্রত্যয়ে পারষ্পরিক সম্প্রীতির চেয়ে প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতির প্রবণতা প্রকটভাবে লক্ষণীয়। এর উলটোটা হলেই মঙ্গলময় হতে পারে।
মানুষের ভুলভ্রান্তি থাকেই, কেউ এর উর্ধ্বে নয়। তাই বলে সকল সময় সব বিষয় মনে ধরে রাখতে নেই। কেউ ক্ষমা চাওয়ার আগে যদি তাঁকে ক্ষমা করে পাশে টেনে নেওয়া হয়, তাতে তাঁর সম্মান কমে না, বরং মহত্বের মর্যাদা বাড়ে। প্রতিশোধ প্রবণতা কখনোই আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না, উলটো ক্ষতিই করে। সে ক্ষতিটা অনুধাবন করা যায় যখন সময় পরিবর্তন হয়।
এক সময়ের গৃহিনী খালেদা জিয়া রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেন। দুর্নীতি আর রাজনীতির মারপ্যাচে কারান্তরীণ হয়ে অনেকদিন জেলবন্দী ছিলেন। তারপর গৃহবন্দী। অসুস্থতার পর দেশবন্দী। আইনের বেড়াজালে সুচিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি নেই। দুটো সাধারণ নির্বাচনে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর এই করুণ হাল খুবই দুঃখজনক। আমি মনে করি, সব বিষয়ই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনি সদয় ইচ্ছে করলেই বিদেশে তাঁর চিকিৎসার সুব্যবস্থা করে একটি মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, একই সাথে সাধারণ মানুষের আস্থা এবং সহানুভূতিও অর্জন করতে পারেন। খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় সহমর্মিতার মনোভাব নিয়ে তাঁর পাশে দাঁড়ালে শেখ হাসিনার কোন ক্ষতি হবে না, বরং রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠবে। দেশ-বিদেশে একজন সত্যিকারের মানবিক রাষ্ট্রনায়কের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারবেন।
আজকের প্রতাপশালী প্রধানমন্ত্রীও নিশ্চয়ই অবগত আছেন, চিরদিন কাহারও সমান নাহি যায় . . . . .
(ছবি নেট থেকে সংগৃহীত)
২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার রাজনীতি বিলোপ হোক। রাজনীতি হোক মানবিক, কল্যানের আর উন্নয়নের জন্য।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলমগীর সরকার লিটন ভাই।
২| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: একবার ভেবে দেখুন তো ১৯৭৫ এর ১৫ই আগস্ট অথবা ২০০৪ এর ২১শে আগস্ট এ কার দিন কেমন ছিল ???
২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সেইই তো বললাম ভাই, চিরদিন কারোরই সমান যায় না। যে'দিন গেছে, তা তো গেছেই। এখনো কি আমাদের শুভবুদ্ধির উদয় হবে না, প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতি থেকে বের হতে পারি না?
৩| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
৩৮ বছর বিএনপি'র সভাপতি থাকা, ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি থাকা, এগুলো স্বাভাবিক মানুষের কাজ নয়; এদের কোন কাজই স্বাভাবিক নয়।
২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সঠিক বলেছেন চাঁদগাজী ভাই, ওটা স্বাভাবিক নয়। গণতন্ত্রের চর্চা হলে এমনটি কখনোই হবার কথা না।
৪| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪
স্প্যানকড বলেছেন: আওয়ামীলীগের দিক থেকে ঠিক আছে। বি এন পির দিক থেকে নাই। আচ্ছা, শেখ হাদিনা ক্ষমা করবে কিন্তু কেন ? তারেক শেখ হাসিনাকে ফোন করতে পারে না। কিসের এত অহংকার বা লজ্জা ? তারেক জানে সে কি করছে আর এ ও জানে শেখ হাসিনা তার ফোন উঠাবে না যে নাকি তাঁর প্রাণ হরণ করতে চেয়েছিল। ২১ আগস্টে তারেক গং সফল হলে আজ কি হতো হিসেব করেন। যেমন করছে তেমন পাচ্ছে আবার এরা যেমন করবে তেমন পাবে। জনতা আবালের মতন লাফিয়ে যাবে চিরকাল ! এত শুভবুদ্ধির দরকার নাই। আপনে আমার চেয়ে এরা কম বুঝে না ১৮/২০ কোটি মাইনষেরে বলদ বানাইয়া চলে। ভালো থাকবেন।
২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সেই আবার প্রতিহিংসা আর প্রতিশোধের কীর্তনই গেয়ে গেলেন ভাই!
"তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?" আমি উত্তম হইলে দোষের কি কিছু আছে?
আপনার আমার ব্লগ পড়ে ওরা রাজনীতি করে না তা জানি, আরো জানি বর্তমান রাজনীতিকরা রাজনীতির করার জন্য পড়াশোনা করে না। আর আবাল কারা, আপনার-আমার মতো জনতারাই আবাল, আমাদের বাইরের বা ভিন গ্রহের কেউ তো নয়। সময় এবং সুযোগ এলে এই আবালরাই আবার গণেশ উল্টায়। যাক, মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ভাই, আপনিও ভাল থাকবেন।
৫| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪
ঢাবিয়ান বলেছেন: গনতন্ত্রবীহিন সরকার টিকিয়ে রাখার একমাত্র উপায় হছে দয়ামায়াহীন চরম নিষ্ঠুরতা প্রদর্শন। ইতিহাস তাই সাক্ষ্য দেয়।
২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অশিক্ষার হার যেখানে বেশি, সেখানে গণতন্ত্রের বুলি মূল্যহীন। একজন অগণতান্ত্রিক মহান একনায়কের অপেক্ষায় রয়েছি বললে কথাটা হয়তো আমাদের প্রচলিত আইনে বেআইনী দেখায়। নয়তো আমি তাঁরই অপেক্ষা করছি বলতাম।
মানসিক অবস্থার পরিবর্তন হোক আমাদের রাজনীতিবিদদের। রাজনীতিতে মানবিক বিষয়টি গুরুত্ব পাক - এই কামনা করি।
শুভেচ্ছা আপনাকে।
৬| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর একটা গানের প্রথম কলি ব্যবহার করেছেন।
২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জ্বী ভাই, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ গানের প্রথম কলি। আমি প্রায়ই শুনি।
৭| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫১
নেওয়াজ আলি বলেছেন: সুখের পর দুঃখ । দুঃখের পরে সুখ। সব কিছুরই শেষ আছে
২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর বলেছেন নেওয়াজ আলি ভাই। সব কিছুরই শেষ আছে। আমরা যবনিকার কথাটা বেমালুম ভুলে যাই বলেই পরিণতি করুণ হয়। শুভেচ্ছা রইল।
৮| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: এরা আওয়ামী লিগের অনন্তকাল ধরে অন্যায় ভাবে দেশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে এমন করছে মনে হচ্ছে। এরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বংগবন্ধু, চেতনা শুনতে শুনতে কান পচিয়ে ফেলেছে। এদের কাছে এগুলো হচ্ছে ফকিন্নিদের জন্য শিক্ষা এবং চাকুরি কোটা, মাস্তানদের জন্য লুটেপুটে খাওয়া।
একটি ভালো জিনিস কিভাবে অত্যাচারীর হাতে পরে উপহাসের বস্তু হয়ে যায়, কিভাবে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা তার প্রমান।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: একটি ভালো জিনিস কিভাবে অত্যাচারীর হাতে পরে উপহাসের বস্তু হয়ে যায়, কিভাবে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা তার প্রমান। - সুন্দর বলেছেন রাজীব নুর ভাই।
দিন তো ভাই বদলায়, চিরদিন কাহারও সমান নাহি যায়।
৯| ২৩ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চিরদিন কারো সমান যায় না।
আর
ইতিহাস যতই নির্মম হোক না কেন, কেহই ইতিহাস হতে শিক্ষা নেয় না।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ইতিহাস যতই নির্মম হোক না কেন, কেহই ইতিহাস হতে শিক্ষা নেয় না। -এটাই কঠিন সত্য। ভাল থাকবেন। শুভেচ্ছা।
১০| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: "গনতন্ত্রের মাতা জীর্ন শীর্ন,
মানবতার মাতা চেয়ে হাসে
‘স্বৈরাচার নিপাত যাক্’
গেয়েছিল একদিন কোরাসে কোরাসে।
‘আজ দু’জনের দুটি পথ ওগো দুদিকে গিয়েছে বেঁকে’
একজন বসে ক্রুর হাসি দেয়, সে মরে ধুঁকে ধুঁকে।
Megalomaniac কাহাকে বলে, কে জানে তাহার মানে
চিরস্থায়ী বন্দোবস্ত দেখে দেবতারা ভ্রূকুটি দৃস্টি হানে।
ছড়িয়ে রেখেছে কত শত ভাত কাকের অভাব নাই
শকুনেরা ওঁত পেতে আছে প্রান বায়ু বের করা চাই।
সাঁকের করাত হাতে নিয়ে হয়ে গেছে বিশ্ব সেরা
কত গ্রাম নিয়ে বিশ্ব হয় ? বোঝে যে শুধুই তারা। গনতন্ত্রের মাতা জীর্ন শীর্ন,
মানবতার মাতা চেয়ে হাসে
‘স্বৈরাচার নিপাত যাক্’
গেয়েছিল একদিন কোরাসে কোরাসে।
‘আজ দু’জনের দুটি পথ ওগো দুদিকে গিয়েছে বেঁকে’
একজন বসে ক্রুর হাসি দেয়, সে মরে ধুঁকে ধুঁকে।
Megalomaniac কাহাকে বলে, কে জানে তাহার মানে
চিরস্থায়ী বন্দোবস্ত দেখে দেবতারা ভ্রূকুটি দৃস্টি হানে।
ছড়িয়ে রেখেছে কত শত ভাত কাকের অভাব নাই
শকুনেরা ওঁত পেতে আছে প্রান বায়ু বের করা চাই।
সাঁকের করাত হাতে নিয়ে হয়ে গেছে বিশ্ব সেরা
কত গ্রাম নিয়ে বিশ্ব হয় ? বোঝে যে শুধুই তারা।"
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার কাব্য জুল ভার্ন ভাই! সুন্দর বাস্তবতা তুলে ধরেছেন। ভুলক্রমে দু'বার পোস্ট হয়ে গেছে। সমস্যা নেই, সুন্দর জিনিস নাহয় দু'বারই পড়লাম। ভাল থাকবেন। শুভেচ্ছা।
১১| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কথা ঠিক আছে।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সনেট কবি ভাই। আপনাকে এখানে পেয়ে ভাল লাগছে। শুভেচ্ছা রইল।
১২| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে পোষ্ট টি সুন্দর লিখেছেন। আমার খুব ভালো লেগেছে।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আনন্দিত ও অনুপ্রাণিত হলাম রাজীব নুর ভাই। রাজনীতিকদের মধ্যে যদি মানবিক বোধ জাগতো, সুমতি হতো; তাহলে আরো আনন্দ লাগতো। ভাল থাকবেন।
১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যেমন কর্ম করবে, তার ফল তেমনই হবে।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: যে যেমন কর্ম করবে, তার ফল তেমনই হবে। ধ্রুব সত্য। কর্ম যেন মঙলময় হয় সেই প্রত্যাশা করি।
শুভেচ্ছা।
১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্টে ++
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন সামিউল ইসলাম বাবু ভাই।
১৫| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চিরদিন কারো সমান যায় না। আর ইতিহাস যতই নির্মম হোক না কেন, কেহই ইতিহাস হতে শিক্ষা নেয় না। - সত্য বচন।
০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:০৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন কিন্তু সময় ক্ষণ পরিবর্তন হয়েছে সামনে হয় তো আর হবে তবে সাধারণ নাগরিকদের অনেক সমস্যার মুখে হবে এবং হচ্ছে প্রতিহিংসা ক্ষমতার অপব্যবহার ইত্যাদি এটা আমাদের কাম্য নয় স্বাধীন দেশে----------