নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
(নেলসন ম্যান্ডেলা ও ডেসমন্ড টুটুর প্রতি শ্রদ্ধা)
তোমাকে বাসিয়াছি,
আমি তোমাকেই বাসিয়াছি ভালো,
জগতের সকল গড়ল করিয়া পান
করিয়াছো জগত আলো।
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
লোহিত শোণিত করিয়া ধারণ
তুমি লোহিত শোণিত করিয়া ধারণ
গাত্রাবরণে ধারিয়াছো কালো।
তোমাকে
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
বঞ্চনার গঞ্জনা সহিয়া
তুমি সকল বঞ্চনার গঞ্জনা সহিয়া
অপরকে দানিয়াছো আলো।
আমি তোমাকে,
তোমাকেই বাসিয়াছি ভালো।
বঞ্চিত হইয়া নিজে,
তুমি বঞ্চিত হইয়া নিজে রহিয়া চিরকালো।
অপরকে দর্শিতে পথ
দীপ্ত মশাল জ্বালো
তুমি দীপ্ত মশাল জ্বালো।
পরাণের গহীনে আমি স্মরি তোমায়,
যে তুমি করিয়াছো জগত আলো।
তোমাকে,
আমি তোমাকেই বাসিয়াছি ভালো।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: পৃথিবীতে আরো নেলসন ম্যান্ডেলা ও ডেসমন্ড টুটুর প্রয়োজন। আমি আশাবাদী, আসবে।
শুভেচ্ছা প্রিয় চাঁদগাজী ভাই।
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কি শুরু করেছেন? অপেক্ষায় রয়েছি।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
শুরু করেছিলাম, পরে সরায়ে নিয়েছি; ব্লগ ইহার জন্য ঠিক যায়গা নয়।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমার অধীর আগ্রহ, আপনার মতো একজন শানিত মুক্তিযোদ্ধার নিকট থেকে মুক্তিযুদ্ধের কথা শোনার। গল্প নয়, সত্য কাহিনী, যুদ্ধের সাফল্য, ত্রুটি-বিচ্যুতি, দ্বন্দ্ব সব। আমি তো জানি, আমি যা জানতে চাই, ব্লগের এই প্লাটফর্ম হয়তো তার জন্য উপযুক্ত না। কিন্তু জানতে যে চাই। যেখানেই হোক লেখা শুরু করেন ভাই। লিঙ্কটা দিয়েন শুধু।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা অতি মনোররম।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমি কবিতা লিখতে পারি না। গানও না।
নেলসন ম্যান্ডেলা, উইনি, ডেসমন্ড টুটু ওঁরা বর্ণবাদ বিরোধী আন্দোলনের পুরোধা ছিলেন। নেলসন মেন্ডেলা, উইনি মেন্ডেলা ছিলেন সরাসরি রাজনৈতিক, আর আর্চবিশপ ডেসমন্ড টুটু ছিলেন আদর্শগতভাবে বর্ণবাদ বিরোধী। অনেক জায়গায় তিনি এই আদর্শ ছড়িয়েছেন। ৯০এর পর একজন মানুষের বেঁচে থাকাটা খুব জরুরী না হলেও শ্রদ্ধেয় টুটুর প্রয়াণ আমাকে ব্যথিত করেছে, আবেগ তাড়িত হয়েই গানের ভাষায় পোস্টটি লেখার সাহস নিয়েছি।
আপনার প্রশংসা পেয়েছি, এটাই আমার বড় পাওয়া। আমি কৃতজ্ঞ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৩
রাজীব নুর বলেছেন: ডেসমন্ড টুটু সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না। সামুতে বিস্তারিত লিখে কেউ পোষ্টও দেয় নি। এদিকে আমি পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। টিভিতে সংবাদ দেখাও বন্ধ করে দিয়েছি।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ডেসমন্ড টুটু সম্পর্কে আমি যৎসামান্য জানি, লেখার সাহস করি না। তবু সুযোগ হলে কিছু লিখবো একবার।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য।
ভালো থাকুন সব সময়।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন:
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
ভালবাসা সঠিক হয়েছে ।
নব বর্ষের শুভেচ্ছা রইল
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হয়েছি।
নতুন বছর শান্তির বার্তা বয়ে আনুক।
৭| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩২
অরূপ রতন আচার্য্য বলেছেন: আহা কী সুন্দর কাব্যগীতি! মুগ্ধ হলাম। কবির ভাবোচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক অবহেলিতের ব্যাথিত প্রাণে, সঞ্চারিত হোক জাগরণের স্পৃহা। অভিবাদন আপনাকে। চালিয়ে যান।
১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:১৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। আবেগের বশবর্তী হয়ে এই প্রকাশ। কিছু হলো কিনা জানি না। যাই হোক, আপনার উচ্ছ্বাসিত মন্তব্যে প্রীত হয়েছি।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৭
চাঁদগাজী বলেছেন:
দ: আফ্রিকা বর্ণবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু মানুষের মাঝে বৈষম্য যেভাবে বেড়েছে ইহা গ্রহনযোগ্য নয়, ওরা আবার আফ্রিকান হয়ে গেছে।