![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজেশ বলছি।আমি থাকি চট্টগ্রাম কিন্তু আমার হোম টাউন কক্সবাজার। হিসাববিজ্ঞান নিয়ে মাষ্টার্স শেষ করেছি চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে এবং পাশাপাশি একটি প্রাইভেট শিপিং কোম্পানিতে চাকুরী করি।১ ভাই এবং ১ বোন আমরা। আমার মা-বাবাই হচ্ছে আমার জীবনের চলার আদর্শ। আমি বেড়াতে এবং লিখতে খুব ভালবাসি । আমি আমার লেখার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাই। আমি চাই আমার লেখার মাধ্যমে একটা সফেদ সমাজ উপহার দিতে এবং তার জন্য আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে লিখতেও ভয় করিনা। কারণ আমার লেখাটা পড়ে যদি সমাজের কোনো উপকার করতে পারি তবেই আমার লেখার সার্থকতা। তার জন্য আমি সবার কাছে দোয়া চাই।
জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়,
এদেশের মানুষের নেই কোনো ভয়,
সংগ্রাম করে তারা লড়তে পারে
জীবন যুদ্ধে তারা জিততওে পারে,
রক্ত দিয়েছে কত বীর যোদ্ধা
রয়েছে তাদের প্রতি মোদের অসীম শ্রদ্ধা
যাদের কথা স্মরণ করি বারে বারে
জীবন যুদ্ধে তারা জিততেও পারে...
কত শত মায়ের বুক করেছে খালি
কত না অত্যাচার সইয়েছে বাঙালি
বিজয় ছিনিয়ে আনল যারা সেই একাত্তরে
জীবন যুদ্ধে তারা জিততেও পারে
জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়...........
©somewhere in net ltd.