| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা আর স্বাধীনতার গল্প শুনে,
ছোট,তাই বুঝিনা আমি,শুধু ভাবি মনে মনে।
দাদু গল্প বলেন,
যুদ্ধ মানে মানুষে-মানুষে হানাহানি আর মানুষ মারা,
যা করেছিল পাকিস্তানী দুষ্টুদের সাথে,আমার দাদুরা।
ঐ দুষ্টুরাই ছিল এদেশের রাজা,
বিনা দোষে কষ্ট দিত,বিনা বিচারে সাজা!
কেঁড়ে নিয়ে যেত মুখের আহার
আর যা ছিল এদেশের ভালো,
মায়ের ভাষা কেঁড়ে নিয়ে,নিভাতে চেয়েছিল
আমাদের জ্ঞানের আলো!
তাই একদিন এক দরদী দাদু,
যার বুকে ছিল বল আর মুখে ছিল কথার জাদু!
তিনি ডেকে বললেন সব দাদুদের,
চলো,যুদ্ধ করে তাঁড়িয়ে দেবো ঐ দুষ্টুদের।
তবেই পাবো শান্তি,হবে মুক্তি!
এদেশের মানুষের।
যুদ্ধ হয়েছে ওদের সাথে,
দাদুরা জিতেছে! দুষ্টরা ভেগেছে।
অনেক দাদু শহীদ হয়েছে দিনে ও রাতে,
দিয়ে গেছে লাল-সবুজের পতাকা এদেশের মানুষের হাতে।
ঐ পতাকার পত-পত শব্দ,কি বলে জানো?
বলে তুমি মুক্ত,নেই তোমার কোন পরাধীনতা,
দাদু বলেছে,"আজ তুমি স্বাধীন,আর কোন দুষ্ট আসবেনা তোমাকে কষ্ট দিতে,
ওটাই তোমার স্বাধীনতা,আমার স্বাধীনতা"!
তুমি শুনবে,কে ঐ জাদুওয়ালা দাদু?
এদেশে সবার উপর যার মান,
তিনিই হলেন বাঙালি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: তিনিই হলেন বাঙালি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
++++