| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রাণ
আমি সাম্যবাদী,আমি যে মুসলমান,
জগতের কল্যাণে মাগী, স্রষ্টার ত্রাণ।
দুর্ভাগ্য জগত হতে এ্যায় দয়াময়,
দূর করে দাও আজ যত অন্যায়।
হাজারো অপশক্তির চালে বারংবার,
মনুষ্য মর্যাদাগর্ব হয় পরিহার।
কেন এত অবমান লাঞ্ছনা পীড়ন,
সফলতা অর্জনে এ কেমন ধরণ?
শোষকের দ্বারে যেথা শোষিতের প্রাণ,
অপঘাতে অসহায়ের চির প্রস্থান।
মানুষের মত হবে মানুষ যে জন,
সেই জানে এ জীবন,কিসের কারণ।
মনুষ্যত্বে গড়া যাদের সুস্থ জীবন,
অপরের কষ্টে হবে,অন্তর দহন।
সকলের জ্ঞানে আছে প্রদীপ্ত প্রতিভা,
সাফল্য অর্জনে করি,মানবের সেবা।
স্বার্থ-ভীত হওয়া যে,পশুর স্বভাব,
ত্যাগীর জ্ঞানে,মানবে 'ভাব' এর অভাব।
ভাব-ভেদী অজ্ঞরা সমাজের কু'জন,
সাম্যতার বল দানে,করিও দমন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪
নোমান প্রধান বলেছেন: লেখা চলুক এভাবেই