নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাম্যবাদী,আমি যে মুসলমান..!

মো:জহুরুল ইসলাম

আমি সাম্যবাদী,আমি যে মুসলমান!

মো:জহুরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুসলিম সাম্যবাদ (পর্ব তিন)

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

মানুষ

আমি সাম্যবাদী,আমি যে মুসলমান,
নবজাগরণে গাহি বিজয়ের গান।
আজীবন এ জগত মোর রণক্ষেত্র,
আমি যে রণবীর স্রষ্টার শ্রেষ্ঠ পাত্র।
সব সৃষ্টিকুল যার ইচ্ছার অধীন,
রণসাঁজে রণাস্ত্র তাঁর প্রেরিত দ্বীন।
দ্বীন মানব সাফল্যে স্রষ্টার বিধান,
জীবন যুদ্ধে মানবে আলোর নিশান।
অন্ধ যত যুদ্ধা'হত পরাজিত সেনা,
আত্মার আত্মীয় সবে চেনা ও অচেনা।
বাবা আদম(আঃ) হতেই মানবের চাষ,
জগত জুড়িয়া আজ গড়িছে আবাস।
পরিবেশ ভেদে যা আছে বাহ্যিক ভেদ,
সবার রক্ত লাল ও ভিতরে অভেদ।
চাল-চলা,আচার-আচরণ ও ভাষা,
স্রষ্টাকৃত আর পরিবেশ থেকে আসা।
অজ্ঞাত নহে কেহ একই মূলে ঝরা,
কুমন্ত্র গড়েছে ভেদ তাই এত ধারা।
দেশ-কাল,পাত্র ভেদে যত ব্যবধান,
মানবের কল্যাণে গাহি সাম্যের গান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.