নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেফ, ধন্যবাদ মডু।

সবুজ লালের চেতনায়..

জোকার৬৬৬

সেফ, ধন্যবাদ মডু।

জোকার৬৬৬ › বিস্তারিত পোস্টঃ

মহিলারা তেঁতুলের মতো- আহমেদ শফি [হাটহাজারী]

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলান মোহাম্মদ শফীর বক্তব্যের চুম্বক অংশ নিচে তুলে ধরা হল। নারীদের ব্যাপারে উনাদের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে উনার বক্তব্যে।



আল্লামা শফীর বক্তব্যঃ



“ আপনারা মহিলারা মার্কেট করতে যাবেন না। স্বামী আছে সন্তান আছে তাদের যাইতে বলবেন। আপনি কেন যাবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা উনার আসবাব পত্র এগুলার হেফাজত করবেন। ছেলে সন্তান লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনি বাইরে কেন যাবেন?



আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে কাজ করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনি নিজে করতেসেন, আপনার বউ করতেসে,মেয়েরা করতেসে। কিন্তু কুলাইতে তো পারতেসেন না। খালি অভাব আর অভাব। আগের যুগে রোজগার করত একজন, স্বামী। সবাই মিইলা খাইত। এখন বরকত নাই। সবাই মিইলা এতো টাকা কামাইয়াও তো কুলাইতে পারতেসেন না। গার্মেন্টসে কেন দিচ্ছেন আপনার মেয়েকে? সকাল ৭/৮ টায় যায়, রাত ১০/১২ টায়ও আসেনা। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করে তুমি তো জান না। কতজনের সাথে মত্তলা হচ্ছে আপনার মেয়ে তা তো জানেন না। জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?



আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। বেশি বেশি আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেসেন,লক্ষ লক্ষ টাকা খরচ করতেসেন। কিছুদিন পর আপনার মেয়ে, স্বামী একটা নিজে নিজে জোগাড় কইরা লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কইরা চইলা যাবে। আপনার কথা স্মরণ করবে না। মহিলাদের ক্লাসের সামনে বসানো হয়। পুরুষরা কি লেখাপড়া করবে? মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে, তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে। বিবাহ করতে মন চায়। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে মন চায়। দিনরাত মেয়েদের সাথে পড়ালেখা করতেসেন, আপনারা দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে মেয়েদের সাথে চলাফেরা করতেসেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না। "



(এর পরের অংশ চাটগাইয়া ভাষায়। মূল অংশটি তুলে ধরা হল)



"জন্মনিয়ন্ত্রণ কেন করেন? বার্থ কন্ট্রোল কেন করেন? বার্থ কন্ট্রোল হল পুরুষদের মরদ থাইকা খাসী কইরা ফেলা। মহিলাদের জন্মদানী সেলাই কইরা দেয়া। এরই নাম বার্থ কন্ট্রোল। বার্থ কন্ট্রোল করলেও ডেথ তো কন্ট্রোল করতে পারবা না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। খাওয়াইবো তো উনি। তুমি কেন বার্থ কন্ট্রোল করবা? বড় গুনাহের কাজ এইটা। পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা। খাওয়াইবো তো আল্লাহ। বার্থ কন্ট্রোল করবা না। এইটা বড় গুনাহের কাজ।”



ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY





এইবার আপনারা স্বীদ্ধান্ত নেন। হেফাজতে ইসলাম দেশ কতবছর পিছাইবো। আর ইসলাম হেফাজত করতে যাইয়া যারা কুরআন শরীফ আগুনে পুরায়, তাগো থেকে আর বেশী কিছু আশা করাও যায় না। তারপরও যদি মনে হয় হেফাজত আর তার পিছে ঘুটি নাড়ানো হোমড়া চোমড়া রা সঠিক, তবে আপনারা থাকেন এই অন্ধকারে। আমরা আলো ফুটা না পর্যন্ত যুদ্ধ করবো, কিবোর্ডে হোক, রাজপথে হোক। সেই সৎ সাহস, ইচ্ছা বুকে ধারন করি। মাথা গরম করে হুট হাট কাজ করি না, যা বলি তা অনেক ভাইবা মুখ দিয়া বাইর করি। হেফাজত রে বয়কট কেন করছে তার প্রমান মাত্র পাওয়া শুরু হইছে। বাকি টা আপনার বিবেকের উপর ছাড়লাম। দেখেন, পড়েন, ভাবেন।



কার্টেসী- সিডাটিভ হিপ্নোটিকস

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

জগ বলেছেন: আবার জিংগায়,......মহিলারা যে আসলেই তেতুলের মত, সেইটা আবার কইতে হয় নাকি? এইটা তো ইউনিভার্সাল ট্রুথ। কত বড় বড় যুদ্ধ পর্যন্ত হইয়া গেল এই তেতুলের লাইগা......

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

জোকার৬৬৬ বলেছেন: আপনের মায়েরে দেখলে কি আপনের তেঁতুল মনে হয়? :)

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: আপনের মায়েরে দেখলে কি আপনের তেঁতুল মনে হয়?

যখন বলা হয় বিয়ের জন্য মেয়ে দেখছে তখন ঐ মেয়ের তালিকায় কি মা-বোন থাকে?

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

জোকার৬৬৬ বলেছেন: হুজুর তো বিয়ার কথা কন নাই। হুজুর কইছেন মহিলা। আপনের মা কি মহিলা, না পুরুষ? :)

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জাহিদ হাসান বলেছেন: শফিটারে খাচায় ভরা উচিত ।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

জোকার৬৬৬ বলেছেন: আস্তে, ম্যাঠাম মাইন্ড খাপে।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নষ্ট ছেলে বলেছেন: সব কিছু ভাংগা কইতে হয় না। যাদের ঘিলু আছে বুইঝা নেয়।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

জোকার৬৬৬ বলেছেন: আপনের মাথায় মেলা ঘিলু! :)

কেজি কত করে? জমিতে দিমু। B-))

৫| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

জগ বলেছেন: শাহবাগের হনুজাগরন মঞ্চ ভেঙ্গে যাওয়ার পরেও বানর নাচ দেখতে ভালই লাগে।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

জোকার৬৬৬ বলেছেন: অপ্রাসঙ্গিক

শফি কথা শুইনা কি মাতা হ্যাং কর্ছে ভাই? হুজুরের পানি পড়া দিমু? :)

৬| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: ইনি মহিলাদের চার দেয়ালের ভিতরে থাকতে বললেন- কোরআনা,হাদীস অনুসারে। খুব ভালো কথা। কিন্তু ইনারা আবার দেখি খালেদা জিয়ার সাথে মিটিং করেন । আলাপ আলোচনা করেন।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

জোকার৬৬৬ বলেছেন: খামোস! X( উহাই সহিহ ইসলাম!

৭| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মিতক্ষরা বলেছেন: হেফাজতীদের বিশ্বাস আমার পছন্দ নয়, কিন্তু তাদের উপরে নৃশংসতা সমর্থন করি না। হুজুরদের কাছ থেকে এ সমস্ত কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তারা যা বিশ্বাস করেন তাই বলে থাকেন। তাদের বিশ্বাসে সমস্যা থাকলেও অপারেশন শাপলা সমর্থন করা যায় না।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জোকার৬৬৬ বলেছেন: কই চকিরতলা, কই আগরতলা!

পোস্ট শফির বক্তব্য নিয়ে। শাপলা নিয়ে নয় হে হেফু।

৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০

রাখালছেলে বলেছেন: এটা গ্রাম্য আবেগ ও উপদেশ । এই ধরনের কথা গ্রামে অনেক আগ থেকেই প্রচলিত । আর এই বৃদ্ধ লোকটি তার সময়ের কথা বারংবার বলে যাচ্ছে । এটা ততটা সিরিয়াসলি না নিলেই হয়। যেমন আমাদের দাদী ও নানীরা এই ধরনের কথা হরহামেশাই বলে যা শোনে আমরা মিচকি মিচকি হাসি ।

ধন্যবাদ । ভাল থাকবেন । B-)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫

জোকার৬৬৬ বলেছেন: জ্বি ভাই, অনেক মিচকি হাসি দিলাম। :)

এবার একটু তালেবান স্ট্যাইলে মিচকি হাসি দেন তো দেখি। :)

৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

১০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মিতক্ষরা,

সম্প্রতি দেশের ঈমানদারেরা!! নাস্তিক হটাও দাবিতে ব্লগে ফেসবুকে মাথা খারাপ করে আসছিল। কিন্তু হেফাজতের সমাবেশে ধ্বংস যজ্ঞের পাশাপাশি কোরান পোড়ানোর ঘটনা নিয়ে এই চুদির ভাইদের কোনো মাথাব্যাথা নেই। কেও মাঠে নামলো না কোরানকে হেফাজত করতে। শেষ পর্যন্ত মাঠে নামলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে প্রকৃত তৌহিদী জনতা কারা??
নিঃসন্দেহে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মূলত হাজার হাজার মাদ্রাসার এতিম মাদ্রাসার ছেলেদের লাশ চেয়েছিল বিরোধী দলগুলো। লাশ পাওয়ার জন্য হেফাজতের মধ্যে ঢুকে নাশকতা চালায় তারা। কিন্তু নাশকতার মাত্রা বেশি এবং লাশের পরিমাণ কম হওয়ায় রাজনীতিতে হিসাবটা পাল্টে গেলো। ধর্ম নিয়ে রাজনীতির ফল এদেশে কখনোই ভালো হয়নি। লাশ দিয়ে নয়, মানবিক বোধ দিয়ে রাজনীতি করুন। জনগণ আপনাদের সাথে থাকবে। ধর্মের নামে এতিম বাচ্চাদের বলির পাঠা বানানো কোন ধরনের ধর্ম ? সুস্থভাবে ক্ষমতায় যাওয়ার জন্য সুস্থ পথ বেছে নিন। তা নাহলে আগামি টার্মেও জনগণ লুটপাটের জন্য আপনাদের মনোনীত করবে না। হেফাজতের সরলসোজা এতিম বাচ্চাদের মূলত বলির পাঠা বানানো হলো। কারা বানিয়েছে? ইসলামী লেবাসধারী ব্যক্তিরাই বানিয়েছে। আর এখন এই মোনাফেকরা ফটোশপ দিয়ে এবং ২০০৭ সালের ছবি দিয়ে অসত্য প্রচার করছে।
জনসমাবেশে গুলিতে নিহত ব্যক্তির সংখ্যা যদি দুজন হয় তবে তবে আহতের সংখ্যা হয় শতাধিক। সবারই কি জায়গা মতো গুলি হান্দায়??
নিহতের সংখ্যা 100 হলে আহতের সংখ্যা দাড়াবে কমপক্ষে দেড় হাজার। আড়াই হাজার মারা গেলে কত মানুষ আহত হবে?? তারা কই? মনে হয় কোরান পোড়ানোর ঘটনায় সৃষ্টিকর্তা সরকারের তৌহিদি বাহিনীকে অলৌকিক শক্তি দিয়ে পাঠিয়েছে!!। তাই তারা এতো বড় লুকোচুরি করতে পারলো। হা..হা..হা..

এতো মানুষ মারা গেলে ওলিতে গলিতেও লাশ পড়ে থাকতো পরের দিন সকালে। কমন সেন্সের বিষয়।
বুঝলাম বাংলাদেশের সব মিডিয়া মিথ্যা বলছে। কিন্তু বিবিসির তো মিথ্যা বলার কথা না। কারন ইউনূসের অপসারণের পর পাশ্চাত্যের মিডিয়াগুলো সরকারের বিপক্ষে

১১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মিতক্ষরা, বিবিসির এই রিপোর্টটা পড়ুন। ঘটনাস্থলে সাংবাদিক ছিলেন। আর ওই অপারেশন করতে সরকার বাধ্য হয়েছে। আমি আপনি ক্ষমতায় থাকলেও একই সিদ্ধান্ত নিতে হতো। মতিঝিলের মতো বানিজ্যিক এলাকায় আরও বড় ধরনের সহিংসতা ঘটলে তার ক্ষতিপূরণ যুগ যুগ ধরে পুরো জাতিকে বহন করতে হতো। কাজেই মগজ দিয়ে বিচার করুন। আর ঘটনার পর বিবিসি যে প্রতিবেদন দিয়েছে সেটা পড়ুন। লিঙ্ক দিলাম।

Click This Link

১২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮

জহির উদদীন বলেছেন: জোকারের একটি জোকার মার্কা পোষ্ট.....

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

জোকার৬৬৬ বলেছেন: জ্বি জনাব, সফিরে জোকারই মনে হয়। :)

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: সফি সাহেবের বক্তব্যের উল্লেখযোগ্য অংশ:

* আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা উনার আসবাব পত্র এগুলার হেফাজত করবেন।

* জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?

* আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে।

* যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না।

* "জন্মনিয়ন্ত্রণ কেন করেন? বার্থ কন্ট্রোল কেন করেন? বার্থ কন্ট্রোল হল পুরুষদের মরদ থাইকা খাসী কইরা ফেলা।

* পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা। খাওয়াইবো তো আল্লাহ। বার্থ কন্ট্রোল করবা না। এইটা বড় গুনাহের কাজ।”

-Rajib Hasan

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

মিতক্ষরা বলেছেন: @ পরাজিত মধ্যবিত্তের একজন,

পোস্ট দাতা চাইছেন না শাপলা চত্ত্বরের কথা আনতে। তাই এ প্রসংগে আর কথা বেশী বাড়ালাম না।

শুধু একটি কথাই বলছি।

হেফাজতের যেমন অধিকার রয়েছে তাদের উপর হয়ে যাওয়া নৃশংসতাকে জনগনের সামনে তুলে ধরা, তেমনি আওয়ামী লীগেরও অধিকার রয়েছে হেফাজতীদের বিশ্বাস ও অন্যান্য বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরা। জবাবদিহিতা সব পক্ষের জন্য প্রযোজ্য। আপনি যেসব কথা বলছেন সেগুলো সত্ত্বেও আমি মনে করি সরকার অত্যন্ত জঘন্য নৃশংস আচরন করেছে হেফাজতীদের সাথে। একজন নাগরিক সন্ত্রাসী কিংবা মৌলবাদী হলেও তাকে নাগরিক অধিকার প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে সে দায়িত্ব রাষ্ট্র পালন করে নি। এছাড়া শাহবাগ আর শাপলা চত্ত্বরের প্রতি সরকারের দুই ধরনের দৃষ্টিভংগি পোষন সম্পর্কে যেসব অভিযোগ বিরোধীরা তুলেছেন তা বিশ্বাসযোগ্য।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

জোকার৬৬৬ বলেছেন: আপনি ব্লগে লিখতে পারেন, মানে আপনি শিক্ষিত একজন মানুষ।

খুব আফসোস হচ্ছে, বাংলাদেশের করের টাকার কি অপচয়! এতো পড়াশোনা করেও একজন মানুষ একটি ছাগলের সমর্থক হইতে পারে! :-&

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: এই ব্লগে অনেক নিক দেখেই বুঝা যায় বাংলাদেশে তালেবানি মাইন্ডেড লোক আশঙ্কাজনক হারে বাড়ছে

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

জোকার৬৬৬ বলেছেন: ইতর জাতীয় প্রাণীর জন্মহার চিরকালই বেশি।

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

গারো হিল বলেছেন: মন্তব্য বিপক্ষে গেলেই গালাগালিজ করতে হপে :> ভুলে গেলেন নাকি ;)
নাকি মালিকানা চেন্জ হয়েছে :P

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

জোকার৬৬৬ বলেছেন: ঊঁ!

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

হৃদয় বাংলাদেশ বলেছেন: শ্লা চোট্টা মৌলভী।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

জোকার৬৬৬ বলেছেন: হু

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

লিঙ্কনহুসাইন বলেছেন: আমার মনে হয় প্রতিটি ছাগুর উচিৎ আগে ভিডিও টা দেখা তার পর কমেন্ট করার , নাইলে কট খাইবো

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

জোকার৬৬৬ বলেছেন: হা হা হা =p~

১৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মিতক্ষরা, মাদ্রাসার নিরীহ ছাত্রদের জন্য আমার মধ্যেও খারাপ লাগা রয়েছে অনেক। কিন্তু এর দায়ভার পুরোপুরি সরকারকে আমি দেই না। কিন্তু আপনি দিচ্ছেন । এর দায়ভার কিন্তু অন্য দলের ওপরই বেশি বর্তায়। কিন্তু আপনি এক পাক্ষিক দোষ চাপাচ্ছেন।
আর ওই দিন অপারেশনে বেশি সংখ্যক মানুষের নিহত হওযার গুজব ঠিক নয়। সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। বিবিসির রিপোর্টটা দেখেছেন কি?

২০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: শফি হুজুর আসলেই একডা বুদ্ধু :-B :-B :-B

হেরে কেউ কি খাসি বানাইয়া দিছে নি? অহনে মাইয়া মানুষ দেখলে লোল ঝরে আর খাসি হৈবার কারনে মেশিন চলে না! ছাগুদের আগামি কয়েকদিন খারাপই যাবে মনে হচ্ছে। এইরাম সাংঘাতিক ভিডু দেইখ্যা কাডোল পাতা খাওয়া না ভুইল্যা যার ছাগুগুলা =p~ =p~ =p~

২১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

জাহিদ হাসান বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন , জহির উদ্দিন , আবিদা, এইসব গুলোর কেপি পজেটিভ :D :D

ছাগুগুলোকে গদামের উপরে রাখা হোক ।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

জোকার৬৬৬ বলেছেন: তুমি একটা ছাগু।

২২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

ধূসর পানিপোকা বলেছেন: হুজুরের যদি এই অবস্থা হয় তবে পোলাপানের কি অবস্থা !
তেতুল ফোবিয়ায় আক্রান্ত ।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

জোকার৬৬৬ বলেছেন: ফিলিং তে৬তুল তেঁতুল =p~ =p~

২৩| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মরুবিজয় বলেছেন: পাকি দালাল + সুধ খোর + হেফাজত মিলিয়ে একটা ঘুটা .... ঘুটা .... ঘুটা
হয়ে গেল জাতীয়তাবাদি গোলাপী ইসলামী ছাগুতন্ত্র - কামিং সুন - তেতুল তেতুল সাধ - ডিলিসাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.