নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

মাষ্টার পরীক্ষার জন্য এমন এক প্রশ্নপত্র বানিয়েছে,
যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়ে গেছে...........!!
কি ছিলো প্রশ্ন...........??




প্রশ্নগুলো হলো নিম্নরুপ

১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত.............??
২/ ১৫ এপ্রিল কোন তারিখেআসে............??
৩/ সবুজ রং কোন কালারের হয়............??
৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়..............??
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে............??
।।।।।
এই প্রশ্নের উত্তর ক্লাসের কোন ছাত্র ছাত্রি পারছেনা.........!!
ক্লাসের সব থেকে বেশি দুষ্টু ছাত্র বল্টুর উত্তর:-

উত্তর নং-
১/ বাংলাদেশ ভারতের দ্বারা ঘেরা যে দেশ সে দেশে অবস্থিত।
২/ ১৫ই এপ্রিল ১৪ ও ১৬ এপ্রিল এর মাঝখানের তারিখে আসে।
৩/ বাংলাদেশের পতাকার গোল অংশ বাদে বাকি অংশের কালার কে সবুজ রং বলে।
৪/ বাংলা ভাষায় চোর কে বিভিন্ন নামে ডাকা হয় । যেমন:- তস্কর, চোরা,অপহর্তা ইত্যাদি।
৫/ কবি নজরুলের কবরে বাংলাদেশের
জাতীয় কবি কে দাফন করা হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

টুনটুনি০৪ বলেছেন: হা হা হা................. এতো ভালোই উত্তর দিয়েছে। :#)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উত্তর একশ ভাগ সঠিক হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.