নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

তিন বন্ধু!!!

২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:২৭

৩ বাটপার বন্ধুর বহুদিন পর দেখা। তো তারা ৩ জন রেস্টুরেন্টে খেতে গেলো। ১ জন ওয়াশ রুমে গেলো। বাকি ২ জন আলাপ করছে।
বল্টু:- তারপর দোস্ত, বাচ্চা কাচ্চা কয়টা ?
পল্টু:- আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে। একবার বিয়ে হয়ে গেলে, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
বল্টু:- আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়োলোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্লাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গেলেই, মেয়ের বাপের সব প্রোপার্টি আমার। "এর মধ্যে তৃতীয় বন্ধু এলো" ২ বন্ধু তাকে জিগ্যাস করল দোস্ত তোমার ছেলে মেয়ে কয়টা ?
মতলব:- আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। ২ পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। ১জন দিছে গাড়ি আর ১জন দিছে ফ্লাট। আগামীতে আরো অনেক কিছু আদায় করার প্লান আছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: ভাল খুব ভাল !

২৬ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৯

জোকস বলেছেন: তাইলে দুইটা ট্যাকা দেন বাদাম কেনে খাই :)

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৮

ওমেরা বলেছেন: দুই টাকায় তো বাদাম দিবে না ! ৫ টাকার কিনে খান আমি পরে টাকা দিব ওঁকে ---------

২৬ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৩

জোকস বলেছেন: আপনি কি আবুল মাল আল মুহিত যে ১টাকার চকলেট পাওয়া যায়না।

টাকা লাগবে না, আমিই আপনাকে ২ টাকার বাদাম দিলাম

৩| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

ওমেরা বলেছেন: Thank you very much

২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

জোকস বলেছেন: নোটিফিকেশন আজকে পেলাম B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.