নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

এই আকামডা ক্যামনে হইল?

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯


গত রাইতেই দেহি আমি সেফ হইয়া গেছি। সত্যি কিনা চোখ দুইডারে কসলায়ে কসলায়ে দেখি সত্তই। বুকটা ধরাপ ধরাপ করে উঠল। আমার আর গিনিস বুকে লাম লেহা হইলো না। মনে মনে ভাবছিলাম বছলেল পর বছল আনসেফ থাকুম। হের লাইগা একটা চিডিও লিখছিলাম।সামু বরাবর এক্কান উরাধুরা চিডি (সুচিল ছমাজ দূরে থাকুন) তারপরেও এক বছর চার মাস পরে এই আকামডা ক্যামনে হইল? মনে হচ্ছে মাথায় খড়ির বোঝা চেপে বসল। বিয়া করা আর সেফ হওয়া আমার কাছে সমানই মনে হয়। সে যাই হোক, কাউকে এখন মিষ্টি খাওয়াইতে পারুম না।

মন্তব্য ৮৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

জোকস বলেছেন: এই পোস্টের পর সত্যি সত্যি ব্যান খাওনের ১০০% গ্যারান্টি।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫

জোকস বলেছেন: :-B

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সেফ হওয়ার আনন্দে ইফতার পার্টি দিন। আমরা রেডি।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জোকস বলেছেন: বুঝছি, আপনাগের গুতাগুইতে সেফ হইয়া গেছি। কামডা ভালা করলান না কইলাম।





আপাতত যে কোন একটা চেয়ারে বসে পরুন।

৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি!!B:-)
আমার শত্রুর তো দাঁড়ি গোঁফই বের হয়নি?
কোন অর্বাচীন তাকে সেফ করালো??:P

ইফতারির পর মিষ্টি মুখ করবেনঃ:)

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জোকস বলেছেন: আমার দাঁতও উঠে নাই, মিস্টি খামু ক্যামতে।





ধন্যবাদ এভাবেই পাশে চাই সব সময়।

৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বি. দ্রঃ সেফ মানে সেপকরা,
মানে দাঁড়ি, কমা(দাড়ি-গোঁফ) কামানো/কেটে ফেলা!!:P


লেখক কত বড় জোকার সেটা খেলার মাঠেই প্রমান হবে?;)

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

জোকস বলেছেন: আফনে মিয়া লুকটা ভালু না। :(
আপনার লগে খেলুম না। :-P




রাশিয়ার মাঠে খেলা হপে, ব্রাজিল।

৫| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাওসার চৌধুরী বলেছেন:
যাক, এতদিনের ধৈর্যের বাঁধ ভাংলো। মডুদের এজন্য সাধুবাদ প্রাপ্য। শুভ কামনা আপনার জন্য।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

জোকস বলেছেন: মানি না, মানব না, এইটা সবার ষড়যন্ত্র ;)





ধন্যবাদ @কাওসার চৌধুরী ভাই, আপনার উপস্থিতি ভালো লাগলো।
অবশ্যই মডুদের এজন্য সাধুবাদ প্রাপ্য। আপনার জন্যও শুভ কামনা।

৬| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

উদাস মাঝি বলেছেন: ধুর মিয়া, দিনটাই মাটি দিলেন :-&

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

জোকস বলেছেন: ওরে মাটিই খাটি, মাটিই সোনা। তা এতো কি চিন্তা করছেন মাঝি ভাউ?

৭| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি জানি কেমনে হইসে, =p~ =p~ =p~

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জোকস বলেছেন: তাই তো বলি, হেনা ভাইয়ের লগে এতো পিরিত ক্যান! কামডা ঠিক করলেন না মিয়া ভাই।

৮| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই বেশি বেশি জোকস দেন।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

জোকস বলেছেন: সে আর বলতে হয় ( মোল্লার দৌর মসজিদ পর্যন্ত) :P

৯| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

অচেনা হৃদি বলেছেন: OMG! এক বছর চার মাস ? ৩ দিন নাকি পর্যবেক্ষণে রাখা হয়, বাকি দিনগুলোতে কি করা হয় ? এরকম হলে তো আমি সেফ হবার আশা ত্যাগ করব ।

৩১ শে মে, ২০১৮ রাত ৮:০০

জোকস বলেছেন: টাস্কি খাইলেন মনে কয়! বাকি দিনগুলোতে জোকসকে রিমান্ডে রাখা হইছিলো :(





আপনার লেখার হাত ভালো, আশা করি অতি তারাতারিই আমনি সেফ হইবেন।

১০| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: আফনে মিয়া লুকটা ভালু না।আপনার লগে খেলুম না।"(
-- আপনি কি মেয়ে? নাকি মহিলা??:P



রাখ ব্যাটা ব্রা.জিল!X(
রাখ তোর রাশিয়া!
পড়েছিস আমার হাতে
প্রথম পেজে আসিয়া!:D

৩১ শে মে, ২০১৮ রাত ৮:১০

জোকস বলেছেন: মেয়ে কি জিনিস? কায় না মাখে? টেস্ট করিতে হইবেক :P




ইয়ে, মানে ও মনু আমার দলে আহেন চকলেট দিবানি :D

১১| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

হাঙ্গামা বলেছেন: সেফ কি জিনিস ভাই? :D

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪১

জোকস বলেছেন: আজকে হাতে পাইলাম, খাইয়া দেখি পরে বলবানি। :P





ধন্যবাদ আপনাকে।

১২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগার 'কাল্পনিক ভালোবাসাকে' ধন্যবাদ।
আপনিও উনাকে একটা ধন্যবাদ দিয়েন, প্লীজ। ব্লগ নিয়েদের উনাদের নিজস্ব পলিসি আছে, প্ল্যান আছে।

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

জোকস বলেছেন: হুম, অবশ্যই কা ভা ভাইকে ধন্যবাদ জানাই। আমি ভেবে ছিলাম কা ভা ভাই সেফ করে একটা মন্তব্য দিবেন। "আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে" তখন স্পেশাল ভাবে ধন্যবাদ জানাবো।
আমার দেরিতে সেফ হওয়া নিয়ে কোন ক্ষোভ নেই।

ধন্যবাদ আপনাকে।

১৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:

টাইপো থাকায় ২য় লাইনটি আবার দিলাম:

আপনিও উনাকে একটা ধন্যবাদ দেবেন, প্লীজ। ব্লগ নিয়ে উনাদের নিজস্ব পলিসি আছে, প্ল্যান আছে।

১৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

যে বিষয়টি আপনি ভালোবাসেন, সেই বিষয়ে পোষ্ট দেবেন। পোষ্টে, বিষয়বস্তুর সাথে মিল রেখে আকর্ষণীয় একটি ছবি দেবেন। প্রকাশ করার আগে বারবার পড়ে দেখবেন।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:১১

জোকস বলেছেন: আপনার পরামর্শ মাথায় থাকবে।




আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:০২

জুন বলেছেন: আপনার জন্য আমার মেলাডি দুক্ক লাগতেছে জোকস :(
এই কি ছিল আপনার ভাগ্যে :((
:P

৩১ শে মে, ২০১৮ রাত ৯:১৭

জোকস বলেছেন: কপাল :( আমার কপাল :(( এই কতাডাই কেউ বুজবার পারল না X( । এই দুস্ক কুতাই রাখি। /:)
অন্তত একজন আমার দুক্কু বুঝছে। এতেই আমার বুকটা হালকা লাগতিছে। :P





আপনাদের অবদান, ধন্যবাদ আপু।

১৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:১২

মৌরি হক দোলা বলেছেন: এ কি! সেফ হলে সবাই খুশি হয়, আর আপনার এই অবস্থা কেন ??? রাগ আছে না কি কোনো ?

যাই হোক, অভিনন্দন ও শুভেচ্ছা :)

৩১ শে মে, ২০১৮ রাত ৯:২১

জোকস বলেছেন: হিসাব নিকাশ তো আছেই একটা, এবার একটা হেনস্থা হপেই হপে :D





আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: এমন আনন্দে ভান্ড হাতাইয়া একখান সনেট পাইলাম। সেইটা পোষ্ট দিয়া দিলাম। উপরে তাকাইলেই দেখবেন।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩০

জোকস বলেছেন: এ কি করছেন! আমাকে তো যাতে তুলে ফেলেছেন :-B আপনি তো দেখছি কাউকে ছারবেন না।




আপনার অনুপ্রেরণায় আমাকে উৎসাহ যোগাবে। অনেক অনেক ধন্যবাদ।

১৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানা পারেন না ভাইয়ু?;)
গানাঃ
ওরে বাংলাদেশের মেয়ে রে তুই
হেইলা দুইলা যাস?
‌একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাস;)
আটা, ময়দা, ভূষি মাইখা
রূপখানা কি চকচকে বানাস??:P

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৫

জোকস বলেছেন: গানা শুইনা আরাম পাইলাম মন্ডল ভাই।
প্রতিদিন এক্কান কইরা গান শুনাইবেন।

ধইন্না

১৯| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আরে ভাই জোকস যাক শেষ পর্যন্ত সেফ হলেন, আমিও জানি আপনি কিভাবে সেফ হয়েছেন। চাঁদগাজী ভাই এবং কাভাকে ধন্যবাদ দিয়েন।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৩

জোকস বলেছেন: শুভেচ্ছা নিয়েন তারেক ভাই।

চাঁদগাজী ভাই এবং কাভাকে অসংখ্য ধন্যবাদ।

২০| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:২১

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: গুড

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৭

জোকস বলেছেন: টেকনিক্যাল ভালো :)

২১| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: আপনি বেজাড় হইলেও আমার অভিনন্দন।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩১

জোকস বলেছেন: স্বাদরে গৃহীত হইলো।





অনেক অনেক ধন্যবাদ।

২২| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: জোকস ,




স্বাগতম একজন নিরাপদ ব্লগারকে ।
নির্বিঘ্নে লিখুন, নিরাপদ লেখা ।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৩

জোকস বলেছেন: উৎসাহ পেলাম।



২৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১:২৭

অক্পটে বলেছেন: আপনারতো আকামডা হইছে, আমার তো তাও হয়নাই।





সু-স্বাগতম ভাইয়া, এবার জোকস এর ঝাপিটা একটু খুলুন। আমরা নড়ে চড়ে বসলাম।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৫

জোকস বলেছেন: হপে হপে আপনারও হপে। সামুতে যদি নিয়ম থাকতো, তাহলে আমার টা আপনাকে দিয়ে দিতাম।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩২

জোকস বলেছেন: আপনি পোস্ট করেন নাই, নাকি পোস্ট গুলো ড্রাফট রাখছেন।

২৪| ০১ লা জুন, ২০১৮ রাত ৩:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্লগারদেরকে আপনার জোকস শোনানো সামু কর্তৃপক্ষ খুব গুরুত্বের সহিত বিবেচনা করিয়াছিল বলিয়া আপনাকে সেফ কইরা দিছে। এখন খালি জোকস লেখবেন জোকস ভাই।

পারলে আমার বযে কোন পোষ্টে যাইয়াও দুই একটা জোকস লিখে আসতে পারেন। আগাম ধন্যবাদ। :P

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৭

জোকস বলেছেন: আমারও তাই বলিয়া মনে হইছে।

আপনার দাওয়াত গৃহীত হইলো।

ধন্যবাদ আপনাকে।

২৫| ০১ লা জুন, ২০১৮ সকাল ৮:০৪

পুলক ঢালী বলেছেন: অভিনন্দন মিনিয়ন ভাই :D ইন্দুরের দাতের লাহান দাতগুলার কথা আর কইলামনা!! জম্পেস ব্লগিং এ ঝাপাইয়া পড়ুন। ১ বছর ৪ মাসের অমানিশা কেটে গেল ভাল লাগলো।
ভাল থাকুন।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

জোকস বলেছেন: ধন্যবাদ।

২৬| ০১ লা জুন, ২০১৮ সকাল ১১:০৬

উম্মে সায়মা বলেছেন: নিরাপদ না হয়েও এতদিন যে আপনি ধৈর্য ধরে ব্লগিং করেছেন সেজন্য সাধুবাদ জানাই!
সেফ হওয়ায় অভিনন্দন! সুন্দর হোক ব্লগীয় পথ চলা :)

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪১

জোকস বলেছেন: ধৈর্যের দেখলেন কি, আমরণ থাকতে চেয়েছিলাম :P




ধন্যবাদ উম্মে সায়মা।

২৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম পাতায় আবার স্বাগতম! ব্লগিং জীবন আনন্দময় হোক! শুভকামনা রইল!

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪২

জোকস বলেছেন: আপনার জন্যও শুভকামনা অনেক।

২৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: দীর্ঘ এক বছর চার মাস পর একটা উরা ধুরা চিঠি দিয়ে কয়দিন পরেই সেফ হয়ে গেলেন ভাইয়া !:#P এক বছর চার মাস :(( আমি তো এখন ভাই সেফ হওয়ার আশা ছেড়েই দিব ভাবছি :(( নাকি আপনার মত একটা উরা ধুরা চিঠি লিখব :P

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৭

জোকস বলেছেন: হে হে ছাইরেন না, ইফতারের পর আইসেন এক গ্লাস পরা পানি দিমুনে, কাজ হইলোও হইতে পারে :P




ধন্যবাদ কথার ফুলঝুরি!

২৯| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: হুম।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫০

জোকস বলেছেন: তাইলে আপ্নেই কন, কামডা কি ঠিক হইলো? :||





ধন্যবাদ রাজীব নুর, আপনাকে দেখে ভালো লাগলো।

৩০| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২১

বিষাদ সময় বলেছেন: আপনার তাইলে ”জেনারেল ” থেকে “সেফ (chef)" ডিমোশন হইলো। কি দুক্কুর কতা................. :-0

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫৪

জোকস বলেছেন: এই দুক্কু সইতে না পারিয়া গলায় দরি দিমু খাটের তলায় :-P





ধন্যবাদ বিষাদ সময়, আমার ব্লগে স্বাগতম।

৩১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

আমি তুমি আমরা বলেছেন: সেফ হওয়ার জন্য অভিনন্দন। যদ্দূর মনে পড়ে ১৪ দিনে সেফ হয়েছিলাম আমি।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১২

জোকস বলেছেন: আপনারা এ গ্রেডের লেখক, তাই অল্প দিনেই সেফ হয়েছিলেন ।




অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

কাইকর বলেছেন: শুভ কামনা।

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫৯

জোকস বলেছেন: ধন্যবাদ কাইকর, ভালো থাকুন সব সময়।

৩৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

অলিভিয়া আভা বলেছেন: আপনাকে অভিনন্দন

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:০১

জোকস বলেছেন:





আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫২

মোস্তফা সোহেল বলেছেন: এই উপলক্ষে একখানা মজার জোকস শুনাইলেন না :((

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:১৭

জোকস বলেছেন: নারে ভাই, এই উপলক্ষ আমি চাইছিলাম না :(
তয় আপনার লাইগা একটা জোকস।


পচাদার ছেলে পচাদাকে বলল :
বাবা আমার গার্লফ্রেন্ড
প্রেগনেন্ট হয়ে গেছে, 5000
টাকা চাইছে মুখ বন্ধ করার
জন্য ।
পচাদা চুপচাপ দিয়ে দিল ।
দুমাস পর পচাদার দ্বিতীয়
ছেলে এসে বলল -বাবা আমার
গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে
গেছে, 8000 টাকা চাইছে মুখ বন্ধ
করার জন্য ।
পচাদা চুপচাপ দিয়ে দিল ।
ছয় মাস পর পচাদার মেয়ে ভয়ে
ভয়ে এসে বললো বাবা আমি
প্রেগনেন্ট হয়ে গেছি ।
এই শুনে পচাদা লাফিয়ে
বলল,"ভগবান আছেন, এবার
আমার টাকা নেওয়ার পালা । ;)

৩৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বিয়ে তো হলো । সুস্বাগতম।হ‍্যাপি ব্লগিং।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২০

জোকস বলেছেন: হ গলায় ঘন্টা বেঁধে দিয়েছে :P




আপনার কবিতা আমি খুব ভালো পাই।
ধন্যবাদ সেলিম ভাই।

৩৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ‌তো দিন বিজ্জনক ছি‌লেন। আজ থে‌কে নিরাপদ। অ‌ভিনন্দন ও শুভ কামনা। দেখা হ‌বে ব্ল‌গে ,কথা হ‌বে পোস্টে!

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২২

জোকস বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের অনুপ্রেরনায়।

৩৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কাছের-মানুষ বলেছেন: আপনাকে অভিনন্দন সেফ হবার জন্য। মনের আনন্দ নিয়ে এখন ব্লগিং করুণ। ব্লগকে প্রাণবন্ত করুণ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৫

জোকস বলেছেন: ধন্যবাদ কাছের-মানুষ।
সব সময় কাছে কছে থাকবেন।

৩৮| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! আপনি আসলেই মজার মানুষ। আপনার নিকনেমটি সার্থক। আর আপনার ধৈর্য্যেরও প্রশংসা করতে হয়। হাসি তামাশা করেই কাটিয়ে দিলেন কঠিন সময়টুকু। এখন থেকে শুরু হলো আপনার নিরাপদ যাত্রা! অনেক সুন্দর করে ব্লগিং করুন। অল দ্যা বেস্ট! :)

০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৮

জোকস বলেছেন: কে বলল নিরাপদ যাত্রা, ঘাম ছুটে যাচ্ছে X((





ধন্যবাদ আপু, আপনার উপস্থিতি সব সময় ভালো লাগে।

৩৯| ০২ রা জুন, ২০১৮ রাত ১০:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কামডা ভালো হইল না মিয়া !!!
আমাগো ফালাইয়া গাঙ্গ পার হইছেন , বিপদের সময় টের পাইবনে........
তাড়াতাড়ি ব্যবস্হা নেন''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩০

জোকস বলেছেন: ভুঁই পাইছি B:-)
আপনিও কি আমার মত রিমান্ডে? :P



ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।

৪০| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সিগন্যাস বলেছেন: অবশেষে :) :) :)
জোকাস শুনান দেখি।গ্রামীণফোন কম্পানীর যেন হয়

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১১

জোকস বলেছেন: ধন্যবাদ সিগন্যাস ।





এখন থেকে আপনি গ্রামীণফোনে ৫০টাকা রিচার্জ করে পাচ্ছেন ৯৯৯৯ টাকার টকটাইম, ২২বছরের আনলিমিটেড ইন্টারন্যাট প্যাকেজ, সব মোবাইলে কলচার্জ 0.0১ পয়সা/ প্রতিঘন্টা, ২লক্ষ SMS ফ্রি পেতে চান?
বিস্তারিত জানতে এখানে লগ ইন করুন,
.
.
.
WWW.ভাতিজা.তুই.নিজের.একটা.মোবাইল.কোম্পানী.খুলে.নে.Com :P

৪১| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৭

সিগন্যাস বলেছেন: =p~ =p~ =p~ সেফ হওয়ার আনন্দে কি ব্রেন স্টোক হয়ছিলো নাকি?আর লেখালেখি নাই

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

জোকস বলেছেন: ভাইরে দৌরের উপরে আছি! X(( আপনার ব্লগ তো মরুভূমির চেয়েও করুণ অবস্থা :P কিছু একটা লেখেন মিয়া, যাতে ঝাইরা কাশতে পারি :-*




ধন্যবাদ সিগন্যাস, ভালো থাকুন।

৪২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: অভিনন্দন!!!! শুভ কামনা!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

জোকস বলেছেন: ধন্যবাদ মোঃ জিদান খান (অয়ন) , ভালো থাকুন সব সময়।

৪৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে আপনাকে
সেফ করার জন্য যদিও একটু বিলম্বে !!
শুভকামনা আপনর জন্য।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

জোকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।

সেফ করার জন্য যদিও একটু বিলম্বে !! কি কন না মিয়া বাই, আমি চাইছিলাম এ ভাবেই ইতিহাসের ডিম পারাবো :P
দুক্কু, দুক্কুই থাইকা গেল :(



আপনাকে আবারো ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.