নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জোকস গুলোকে সংগ্রহ করে একত্রিত করা। মাঝে মধ্যে দু-একটা ঘসা-মাজা করে নিকিল তুলে নিজের নামেও চালিয়ে দিতে পারি।

জোকস

মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।

জোকস › বিস্তারিত পোস্টঃ

কাষ্টমার কেয়ার বনাম কোরবানীর গরু কেনা

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯






১ম বন্ধু - আরে দোস্ত.......তো......... কই যাও?
২য় বন্ধু - দোস্ত আমি খুব ব্যস্ত আছি, কোরবানীর জন্য এখনও কিছুই কিনতে পারি নাই। তাই শেষহাটে যাচ্ছি।
১ম বন্ধু - ওহ! এটা কোন কাজ হল নাকি?
২য় বন্ধু - মানে!!!! আগামীকার ঈদ, এখনও কোরবানী কেনা হয় নাই, আর তুই বলছিস কাজ না।
১ম বন্ধু - আরে আমরাতো গরুর দোকান দিয়েছি। চল.... এক সেকেন্ডে তোর গরু কিনা হবে।
২য় বন্ধু - কি বলিস !!! গরুর আবার দোকান হয় নাকি? আজব কথা তা চল দেখি।
এই বলে দুই বন্ধু মিলে দোকানে গিয়ে বসল।
২য় বন্ধু - কই রে তোদের দোকানে গরু কই ? একটাও তো দেখতাছি না।
১ম বন্ধু - দোস্ত তোমার মোবাইল টা একটু দাওতো । আমার এই মুহুর্তে ব্যালেন্স শেষ হয়ে গেল।
২য় বন্ধু - এই নে ধর। আমারও কিন্তু বেশি টাকা নেই।
এবার গরু কেনার পালা....................
১ম বন্ধু - হ্যালো.......ও.....ও.. সেন্টু,
সেন্টু - জ্বি বস
১ম বন্ধু - আমার দোস্ত আইছে গরু কিনতে । ভাল একটা গরু নিয়ে আয়। ২ মিনিটের মধ্যে।
সেন্টু - জ্বি বস, এক মিনিট লাগব। তয় কোনটা আনুম, লাল, কালো, সাদা, হলুদ, নীল, আকাশী ইত্যাদি ইত্যাদি। (গরু আবার নীল রং এর হয় নাকি?????) এদেশে হতেও পারে!!!!
১ম বন্ধু - দোস্ত কোনটা রং পছন্দ কালা না ধলা, নাকি রেড কাউ।
২য় বন্ধু - লাল রং এর দোস্ত । লাল আমার প্রিয় রং ।
১ম বন্ধু - হ্যালো ........ও.....ও সেন্টু
সেন্টু - জ্বি বস
১ম বন্ধু - লাল রং এর টা নিয়া আয়, জলদি কর।
সেন্টু - বস, লাল টা আনুম, কিন্তু কোনটা আনুম, দেশী টা নাকি বিদেশী টা ।
১ম বন্ধু - দোস্ত লাল রং এর তো আনব, কিন্তু দেশী কিনবা নাকি বিদেশী কিনবা।
২য় বন্ধু - অবশ্যই দেশী গরু কিনুম। তুমি দেশীটারে আনতে কও।
১ম বন্ধু - হ্যালো ............সেন্টু.............., দেশী টা লইয়া আয়।
সেন্টু - বস, দেশী টাতো আনুম কিন্তু ইউরিয়া খাওয়াইয়া যেটা মোটা করছি সেটা নাকি রহিম উদ্দিনের একবারে ঘরের আড়িয়াটা আনুম।
১ম বন্ধু - দোস্ত, দেশী লাল পাইছি, তবে কারখানার মানে ফার্মের মানে মোলাসেস খাওয়াইয়া যেটা মোটা করা ওটা নিবা নাকি রহিম উদ্দিনের গৃহস্থালী গরু টা নিবা?
২য় বন্ধু - ঘরের টা নিমু। রহিম ভাইয়ের টা।
১ম বন্ধু - হ্যালো.........................
১ম বন্ধু - হ্যালো......................
১ম বন্ধু - হ্যালো...........................................
১ম বন্ধু - দোস্ত, তোর মোবাইলের টাকা তো শেষ হলো মনে হয়।
২য় বন্ধু - ধ্যাৎ তোর এই দোকানের আমার দরকার নাই। এতক্ষণে হাটে গিয়া শত শত গরু দেখতে পারতাম। তারপরও আবার মোবাইলের টাকা শেষ করে দিলি। এই তোর দোকান।
আসলে মুল কথা হচ্ছে। কাষ্টমার কেয়ারে সকল মোবাইল অপারেটর, ব্যাংক, বীমা, অফিস, নেট চ্যাটিং (লাইভ) সবখানেই কাষ্টমার কেয়ার সদা সচেষ্ট থাকেন। কিন্ত কল করলেই.....
১ চাপুন, ২ চাপুন, রাজি আছেন, নাকি অন্য কিছু...... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি শেষে কাষ্টমার ম্যানেজার যখন কলটা ধরল তখন আপনার ব্যালেন্স শেষ অথবা সংযোগ বিচ্ছিন্ন।

সংগ্রহ

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। এইটা একটা বড় সমস্যা। অপেক্ষা করাইতে করাইতে সব শেষ।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

জোকস বলেছেন: ভালো কিছু পেতে হলে তো অপেক্ষা করতেই হবে। (মেড বাই কথার ফুলঝুরি! )




ঈদ মোবারক।
ধন্যবাদ।

২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো কিছু পেতে হলে তো অপেক্ষা করতেই হবে :P

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

জোকস বলেছেন: ভালো কিছু পেতে হলে ব্যালেন্স করতেই হবে। :P





ধন্যবাদ, ঈদ মোবারক।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে সেফ করার পর আপনি কি সব জোকস ভুলে গেছেন?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

জোকস বলেছেন: নারে ভাই, দাবুরের উপরে আছি :(


আপনার জন্য একটা জোকস।
এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা: কিছু মনে করবেন না, ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!


ঈদ মোবারক।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কাস্টমার কেয়ারের গুল্লি মারি! ;)

ঈদ মোবারক :)

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

জোকস বলেছেন: সুরেলা কন্ঠ দিয়ে পেট ভরে না, মোবাইলের পেট খালি হয় X((





ঈদ মোবারক।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

ফেনা বলেছেন: সুন্দর বলেছেন। ভাল লাগল।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

জোকস বলেছেন: ধন্যবাদ ব্রো ।




ঈদ মোবারক।

৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

আরণ্যক রাখাল বলেছেন: বেশ মজার৷
কোথা থেকে সংগ্রহ করা লিখলেন না কেন? যে কষ্ট করে মাথা খাটিয়ে লিখেছে, তাকে কার্টেসি দিতে হবে না?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

জোকস বলেছেন: ধন্যবাদ।
নেট সার্চ করলে অনেক আসে, কারটা দিবো। তবে কিছু কাটপিস করা হয়েছে।




ঈদ মোবারক।

৭| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

নীল আকাশ বলেছেন: সংগ্রহ করা লেখা হলে সূত্র উল্লেখ করবেন। আসল লেখক কেও ধন্যবাদ দেয়া দরকার।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

জোকস বলেছেন: আপনার হয়ে ধন্যবাদ দিবানি :P





ঈদ মোবারক।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না কেন?
আমি খিল খিল করে হাসতে চাই।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

জোকস বলেছেন: ব্লগে আপনি কম হাসেন।





ঈদ মোবারক।

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

জোকস বলেছেন: ঈদ মোবারক।


দাদা এবারের পুজোয় নিমন্ত্রন পাবো তো?

১০| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

স্রাঞ্জি সে বলেছেন:


ঈদ মোবারক।

২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২১

জোকস বলেছেন: ঈদ মোবারক।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: ভাল লাগল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

জোকস বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হে হে হে :D

ঈদ শেষ হয়ে গেল, আর আপ্নের গরু বিক্রি শেষ হল না!!!!
নতুন জোকস দ্যান....;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

জোকস বলেছেন: পস্টু মারতে আর ভাল্লাগেনা। বিয়া করবার মুনচাই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.