নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলধারা বয়ে যায়, জলঝিরি রয়ে যায়

জলঝিরি

জীবনের শেষদিন পর্যন্ত জেনে যাব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ।

জলঝিরি › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম উপাখ্যান

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

ব্লগার থাবা-বাবাকে নিয়ে আমি এই মুহূর্তে নতুন কোন মন্তব্য করতে চাই না , কারন সে এখন মৃত । আর আমার ধর্ম মতে মৃত ব্যাক্তির নামে খারাপ মন্তব্য করা ঠিক না।

সে যে একটা ঘোরতর নাস্তিক ( এন্টি ইস্লামিস্ট বললে আর স্পষ্ট হয় কারন দুটো এক ব্যাপার না) তা অনেকেই নতুন করে জানছেন এখন । কিন্তু সেটা এতদিনে এইপ্রসঙ্গে কেন উঠে আসছে ??? আর সেটার সাথে এই আন্দোলনের-ই বা সম্পর্ক কি ????



কথা হল - তাকে নাস্তিকতার জন্য মারা হয় নি , মারা হয়েছে আন্দোলনকারীদের একজন হওয়ার জন্য । আর নাস্তিক হলেই যে এভাবে নৃশংস ভাবে হত্যা করতে হবে এটা ইসলামে তো নেই-ই অন্য কোন ধর্মেও নেই বলেই জানি ।



মুল ব্যাপার থেকে সরে না এসে রাজাকারগুলোর ফাসির দাবি আরও জোরালো হউক ,থাবা- হত্যাকারীদের কঠিন বিচার হউক । আর নাস্তিকেরাও তাদের প্রাপ্য ঠিক বুঝে নিক পরকালে - এটাই কাম্য ।



তবে একটা কথা স্বীকার করতেই হয় - এই জাশি হায়েনা গুলো নিজেদের মানবিকতাকে বুদ্ধিতে কনভার্ট করেছে নিয়েছে । আর এই অতিরিক্ত বুদ্ধি দিয়ে এরা বেছে বেছে এমন একজনকে হত্যা করেছে -আন্দোলন ভুলে গিয়ে যাকে নিয়ে জনগণ টানাহ্যাঁচড়া শুরু করবে , নিজেদের মধ্যে দন্দ শুরু করবে ।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
আমরা আসলে অনেক বোকা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

জলঝিরি বলেছেন: তাতে কোন সন্দেহ নেই । শক্ত মেরুদন্ডের বড় অভাব আমাদের , যে যা বলে তাই শুনে কিছু বিবেচনা না করেই নাচতে থাকি । এটাই সমস্যা ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

একজন আরমান বলেছেন:
আমাদের মগজ আছে, কিন্তু আমরা তা ব্যাবহার করতে চাই না !

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জলঝিরি, ডাক্তারদের একটা গ্রুপের ব্যাপারে তোমার সহযোগীতা চাইছি। ব্লগে কারা ডাক্তার আছে অনেককেই জানি না। একজন এডমিন দরকার। টেকনিক্যাল দিকগুলো ভাল বুঝি না। তাই এমন কাউকে বের কর যাকে এডমিন করা যাবে। আর ডাক্তারদের মাঝে এই গ্রুপের কথাটা জানিয়ে দাও প্লীজ (তুমি যাদের চেন)। নীতিমালার কিছু কথা দিয়ে দিলাম নীচেঃ
"আপাতত যেকোন ব্লগার কর্তৃক নতুন গ্রুপ তৈরি করার ব্যবস্থা আমরা রাখছি না। যারা নতুন গ্রুপ তৈরী করতে ইচ্ছুক তারা গ্রুপের বিস্তারিত তথ্য ( গ্রুপের নাম, গ্রুপের url, গ্রুপটি কি বিষয়ে তার বিবরণ, গ্রুপের নীতিমালা ও ছবি (যদি থাকে), এডমিনের নাম এবং এডমিনের ব্লগ url) জানিয়ে সামহোয়্যার ইন... ব্লগ টিমের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। ইমেইল করার ঠিকানা : [email protected] । আপনার গ্রুপের আবেদনটি গ্রহনযোগ্য হলে,আমরা গ্রুপটি তৈরি করে আপনাকে জানাবো।"
অনেক অনেক ভাল থেক। ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.