নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ, \nচোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

মনের এলোমেলো ভাবনাগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার এক অপচেষ্টা।

জলমেঘ

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ,চোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

জলমেঘ › বিস্তারিত পোস্টঃ

কুমড়ো লতা আর কুঁড়ে ঘর

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

এক ছিলো এক কুমড়ো লতা। ছোট্ট একটা আধ ভাঙা আধচালা কুঁড়ে ঘরের পাশে তার জন্ম। যত দিন যায়, বেচারা নিজের ভেতর ততই কুকড়ে যায়। কেউ আগ বাড়িয়ে হাত না দিলে যে সমুহ বিপদ। বেচারা এক কুমড়ো লতা, আঁকড়ে ধরে বাঁচার জন্যই তার জন্ম।

এক আধ ভাঙা আধচালা কুঁড়ে ঘরের ঘটনা দেখে বড় মায়া হয়। সে বললো, “নাও আমায় ধরো, বেঁচে থাকো, বড় হও, দুনিয়া দেখো”। কুমড়ো লতা তাই করে। ধীরে ধীরে বড় হয়। দেয়াল বেয়ে, কড়ি কাঠ বেয়ে এক সময় ভাঙা চালেও উঠে যায়। তারপর সে দেখে আকাশ। আকাশ দেখে তো সে হতবাক। এত্ত বড়। তারমাঝে আবার সাদা সাদা কি যেন। “এই কুঁড়ে ঐ সাদা সাদা কি সব ভেসে বেড়াচ্ছে ঐগুলা কি?”

আধচালা কুঁড়ে মুচকি হেসে বলে, “অইগুলো মেঘ”

কুমড়ো লতার অবাক প্রশ্ন, “আমি কি কখনো মেঘ হতে পারবো?”

বোকা কুমড়ো লতার বোকা প্রশ্নে কুঁড়ে ঘরের ভীষণ হাসি পায়। কিন্তু কুমড়ো লতার মনে কষ্ট দিতে তার ভালো লাগেনা। সেই দিনের এক পুঁচকে কুমড়ো লতা। সে বোকামি করবেনা তো কি তার মত বুড়ো ভাম করবে। সে প্রশয়ের হাসি হাসে, “বলা তো মুশকিল, তবে চাইতে তো দোষ নাই, মেঘ হওয়াই যায়। কি আর এমন আহামরি, একটু ওজন টা কমাতে হবে, একটু ফুরফুরা হতে হবে। আর শেষে এই বুড়ো কুঁড়ের কাঁধ ছাড়তে হবে”।

কুমড়ো লতা হেসেই খুন। কিন্তু মেঘ যে চোখ থেকে সরেনা। দিন যায়, রাত আসে। পূর্ণিমা যায়, আমাবস্যা আসে। কিন্তু মেঘ হওয়ার স্বাদ কুমড়োলতার মাথা থেকে সরেনা। তার খুব সাধ মেঘ হবার। নীল আকাশের বুকটা এফোড় ওফোঁড় করে দেয়ার। এই ধাড়ি কুঁড়ের কাধে চেপে আর চলছেনা। এভাবে আরো অনেক দিন গেলো। আধ চালা কুঁড়ে ঘরের আরো আধখান খসে পড়লো। কড়িকাঠগুলো খেলো ঘুণে। কুঁড়ে ঘর ক্ষীণস্বরে ডাকে, “ও কুমি, ও কুমি”।

কুমড়ো লতার অত শত শোনার টাইম আছে। সে তো মেঘ হতে বিভোর। একদিন এলো ঝড়, ভীষণ ঝড়। বোকা কুমড়ো লতা ভাবল এইতো সুযোগ, মেঘের মত পাখনা মেলে ওড়ার। আকাশ যত কালো হয়, বাতাস যত ধারালো হয়, কুমড়ো লতার আহ্লাদ ততো বাড়ে। সে বলে, দেখো, মেঘই এলো আমার কাছে।আমার তো যাওয়াই লাগ্লোনা। এ সব সম্ভবের দুনিয়া। শুধু চাইতে জানতে হয়। ও কুঁড়ে দেখলে, মেঘের কত কাছাকাছি। তুমি তো গোয়ারের মত আজীবন মাটি কামড়েই রইলে।

আধা আধ চালা কুঁড়ে, তখন সত্যিই মাটি কামড়ে ছিলো। জীবনে বহু ঝড় সে পার করেছে। ঝড় ঝাপ্টার জাত তার ভালই চেনা। এ ঝড়ের সাথে পারবেনা সে। এ সর্বনাশী ঝড়,এ সর্বগ্রাসী ঝড়। তারপরেও নিজের সবটুকু দিয়ে মাটি আঁকড়ে পড়ে থাকে। সেদিনের এক বোকা কুমড়ো লতা, সে চলে গেলে, কাকে আঁকড়ে ধরে থাকবে। আঁকড়ে ধরে বাঁচার জন্যই তার জন্ম। সে গেলে যাক, কিন্তু কুমড়ো লতা বেঁচে থাক। বেচারার বড়ো মেঘ হওয়ার শখ।

তারপর সাই সাই বাতাস, ভীষণ ঝড়। কড়াত কড়াত বাজ। ঝড় ফুরালে দেখা গেলো, কোন কুঁড়ে ঘর নেই। কোন কুমড়ো লতাও নেই। নিচে বিরান ভুমি আর উপরে আকাশে ভেসে বেড়াচ্ছে টুকরা টুকরা মেঘ। যেই শুন্য থেকে শুরু, সেই শুন্যতেই শেষ। মাঝের সময় টুকু কেউ ভালোবাসা নিয়ে বাঁচে, কেউ ভালবাসা দিয়ে বাঁচে। কেউ চারপাশের ভালবাসাকে না বুঝে, না খুঁজে দূরের ভালবাসার লোভে বাঁচে। জীবন তো এমনই।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার উপলব্দির প্রকাশভঙ্গি ৷

ভাল লিখেছেন ৷

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

জলমেঘ বলেছেন: ধন্যবাদ আমার লেখাটিকে সময় দেয়ার জন্য :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়তে ভালো লেগেছে !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

জলমেঘ বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে আমারো ভালো লাগছে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

কলমের কালি শেষ বলেছেন: দারুন লেখনী । পড়ে ভাল লাগলো । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

জলমেঘ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

অসম্ভব সুন্দর জীবনধর্মী লেখা , ছুঁয়ে গেলো ।

ভালো থাকবেন সবসময় :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

জলমেঘ বলেছেন: জীবনধর্মী কিনা জানা নেই। এতোটা চিন্তা ভাবনা করে লেখা হয়নি। মনে আসলো লিখে ফেললাম। মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

টুম্পা মনি বলেছেন: যেই শুন্য থেকে শুরু, সেই শুন্যতেই শেষ। মাঝের সময় টুকু কেউ ভালোবাসা নিয়ে বাঁচে, কেউ ভালবাসা দিয়ে বাঁচে। কেউ চারপাশের ভালবাসাকে না বুঝে, না খুঁজে দূরের ভালবাসার লোভে বাঁচে। জীবন তো এমনই।

গভীর কথা। জীবন সত্যি খুব কঠিন! কখনো কখনো আমাদের চিন্তার বাহিরে।

চমৎকার লিখেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

জলমেঘ বলেছেন: জীবনটা কঠিন এবং মজার। কঠিন বলেই মজার। ধন্যবাদ, লেখাটা পড়ার জন্য। ভালো থাকবেন সবসময় :)

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৭

দুখাই রাজ বলেছেন: বেশ উপভোগ করলাম লেখাটি ।

শুভ সকাল ।

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জলমেঘ বলেছেন: ধন্যবাদ :)

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জলমেঘ বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ :)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

রাইসুল সাগর বলেছেন: চনৎকার কাব্যিক গল্প কথনে অনেক অনে ভালোলাগা। শুভকামনা নিরন্তর

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

জলমেঘ বলেছেন: এটা ঠিক গল্প না। কাব্য তো অবশ্যই না। এইটা একটা হাবি জাবি লেখা। ভালো লেগেছে তাতেই অনেক খুশি।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

অতিন্দ্রিলা বলেছেন: জীবন বুঝি এমনই হয় ! হায় !

০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

জলমেঘ বলেছেন: জীবন এমনই হয়

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: শেষটুকু ভালো লাগল।

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০০

জলমেঘ বলেছেন: পুরোটা পড়ে আসার জন্য ধন্যবাদ। শেষটুকু ভালো না লাগলে তো ভীষণ লজ্জায় পড়ে যেতাম।

১১| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২

রঙ তুলি ক্যানভাস বলেছেন: উপলব্ধিটা সুন্দর, গল্পে তার উপস্থাপনও ভাল লেগেছে, সুন্দর :)
"ই শুন্য থেকে শুরু, সেই শুন্যতেই শেষ। মাঝের সময় টুকু কেউ ভালোবাসা নিয়ে বাঁচে, কেউ ভালবাসা দিয়ে বাঁচে। কেউ চারপাশের ভালবাসাকে না বুঝে, না খুঁজে দূরের ভালবাসার লোভে বাঁচে। জীবন তো এমনই।"++

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০০

জলমেঘ বলেছেন: অনেক ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস

১২| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগলো।

ঈদের শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

জলমেঘ বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ফেসবুকেই পড়েছিলাম। এখানে দেখে খুব খুব ভালো লাগলো।

লেখাটা খুব খুব ভালো লেগেছে। এক কথায় চমৎকার!

আশা করি এখানে নিয়মিত হবেন।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

জলমেঘ বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা :)

১৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭

তুষার কাব্য বলেছেন: ভাল লিখেছেন....।

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০

জলমেঘ বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ :)

১৫| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৬

জাফরুল মবীন বলেছেন: অনুভূতির চমৎকার উপস্থাপনা!খুব ভাল লাগল :)

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৪

জলমেঘ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন :)

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: ++++

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

জলমেঘ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.