নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ, \nচোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

মনের এলোমেলো ভাবনাগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার এক অপচেষ্টা।

জলমেঘ

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ,চোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

জলমেঘ › বিস্তারিত পোস্টঃ

কষ্টকন্যা

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭



মেয়েটার একটা ফুল গাছ ছিলো । খুব সুন্দর ফুল ফোঁটার কথা ছিলো সেই গাছে। সেই ফুলের নাম জানা নাই, জাত জানা নাই। সেই ফুলের চেহারাও কেউ কোনদিন দেখেনাই। কিন্তু তারপরও মেয়েটা নিয়ম করে গাছে পানি দিতো। গাছটা আস্তে আস্তে বড় হয়, ডাল পালা মেলতে থাকে। কিন্তু ফুলের দেখা মেলেনা। তারপরেও মেয়েটা গাছে পানি দিতে ভুল করেনা। গাছটাই এখন তার খুব প্রিয়। ফুলের কথা মনেই থাকেনা। যে জিনিস কখনো ছিলোনা, সেতো নাই হতে পারেনা, তাকে খোঁজা হয়না, তাকে আর পাওয়াও যায়না। যে নাই, সে নাই ই থেকে যায়। কিন্তু গাছটাও বড় পাজি। দিক্বিদিক জ্ঞ্যানশূন্য হয়ে সে কেবল বাড়তেই থাকে। সে মেয়েটার উঠান দখল করে নেয়। সে মেয়েটার ঘর ভেঙ্গে দেয়। কিন্তু তারপরেও গাছটা তার খুব প্রিয়। কে আছে আর তার এই গাছটা ছাড়া। কে আর তাকে এই গাছের মতো আগলে রাখবে। কে তার বন্ধু হবে। গাছটাই যে তার বড় আপন। কিন্তু তারপরেও কি জানি একটা নাই। বুকের ভেতর নিখোঁজ একটা হাহাকার। গাছটা তর তর করে বাড়ে। মেয়েটা গাছের বাড়ন্ত ঝুরির মধ্যে নতুন আশ্রয় খুঁজে নেয় আর মাঝে মাঝে আকাশ দেখে। আকাশ তার বড় প্রিয়। সে যেখানে যায় আকাশ তার সাথে সাথে যায়। আকাশ কখনো তাকে একা ফেলে রাখেনা। মাঝে মাঝে তার মেঘ হতে ইচ্ছে করে আকাশের বুকে উড়ে বেরাতে ইচ্ছে করে। কিন্তু গাছটাও যে তার বড় প্রিয়। এই গাছ ছেড়ে সে কোথাও যাবেনা। কিন্তু গাছটা একদিন একটা কান্ড করলো। সে মেয়েটার আকাশ ঢেকে দিলো। মেয়েটা হতবাক। সেতো কখনো এভাবে ভাবেনি। সে আকাশ দেখতে চায়। সে গাছটাকে সাথে নিয়ে আকাশ দেখতে চায়। কিন্তু সেটা হবার নয়। এই পৃথিবী সব পাবার পৃথিবী না। এই পৃথিবী একটা পাওয়া দিয়ে অনেকগুলো না পাওয়ার কষ্ট ভুলে থাকার পৃথিবী। মেয়েটা কি তবে আকাশ দেখতে বেরুবে, নাকি গাছের কাছে থেকে আকাশের নীল রঙ ভুলে যাবে। কষ্ট ভীষণ কষ্ট। সব না পাওয়ার কষ্ট। না পাওয়ার কষ্ট কি এতোই শক্তিশালী যে পাওয়ার আনন্দ ভুলিয়ে দেয়? মেয়েটা বুঝেনা। সে শুধু কষ্ট পায়। গাছ বুঝতে চায়না। আকাশ বুঝতে চায়না। সে বুঝতে চায় কিন্তু সে বুঝতে পারেনা। সে শুধু কষ্ট পায়। পৃথিবীতে কষ্ট পাওয়া সবচেয়ে সহজ পাওয়া। মেয়েটার হঠাৎ সেই ফুলের কথা মনে পড়ে। নাম না জানা ফুল। যে ফুলের জন্য এতো যত্ন করে গাছটাকে বড় করেছে। সেই ফুল আজো ফুটলোনা। তবে কি আর ফুটবেনা? সবই কি ভুল ছিলো। ফুলটা কি সত্যি সত্যি মিথ্যে ছিলো? মেয়েটা ভিভ্রান্ত হয়। তার হৃদপিণ্ড যেন শুদ্ধ রক্তের সাথে সাথে হাজার কোটি কষ্টের হুল ফুটিয়ে দেয় তার সারা গায়ে। কি হবে যদি সে চলে যায় আর ঠিক তখনি ফুলটা ফোটে। যদি অন্য কেউ নিয়ে যায় তার ফুল। কিংবা আকাশ যদি তার কাছ থেকে হারিয়ে যায় চিরদিনের জন্য। আকাশের নীল যে তার বড় পছন্দ। ঠিক এই কথা না রাখা গাছের মতো পছন্দ, সেই না দেখা ফুলের মতো পছন্দ। সে কার কাছে যাবে। মেয়েটা কষ্ট পায়। ভীষণ কষ্ট। পৃথিবীতে কষ্ট পাওয়া সবচেয়ে সহজ পাওয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখনি

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

জলমেঘ বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:




বিষাদময় লিখা +

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

জলমেঘ বলেছেন: কিছুটা বিষাদ থেকে লেখা বটে :)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

জন কার্টার বলেছেন: কেউ বুঝেনা ! !

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

জলমেঘ বলেছেন: কেউ বুঝেনা, কেউ বুঝতে চায়না, তকউ বুঝেও না বোঝার ভান করে :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

ডি মুন বলেছেন: মোটামুটি ভালো লেগেছে। তবে আশা করব আপনি আরো চমৎকার চমৎকার লেখা উপহার দেবেন আমাদেরকে।

শুভেচ্ছা।

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

জলমেঘ বলেছেন: আমি চমৎকার করে লিখতে পারিনা যে, সবসময় পচা লেখাই হয় :(

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ++

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

জলমেঘ বলেছেন: :)

৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

রঙ তুলি ক্যানভাস বলেছেন: লিখার মধ্যে ডুবে গিয়েছিলাম!সাধারণ ভাবনা হয়েও অসাধারণ লাগল পড়তে,হয়ত মেয়েটার মধ্যে নিজেকে দেখতে পেয়েছি বলে!
" সে শুধু কষ্ট পায়। গাছ বুঝতে চায়না। আকাশ বুঝতে চায়না। সে বুঝতে চায় কিন্তু সে বুঝতে পারেনা। সে শুধু কষ্ট পায়। পৃথিবীতে কষ্ট পাওয়া সবচেয়ে সহজ পাওয়া।"

পোস্টে প্লাস++

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

জলমেঘ বলেছেন: অনেক ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস

৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ,
চোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ" কথাটা সুন্দর, কার লিখা?

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

জলমেঘ বলেছেন: হা!হা! বলবোনা। আপনার জন্য ধাঁধা রইলো। বের করেন দেখি লেখাটা কার! :)

৮| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ধাঁধাঁর উত্তর পারলে পুরস্কার কি? :P

আপনার লিখা :-B

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

জলমেঘ বলেছেন: হুম! হয়েছে। পুরস্কার হিসেবে আমার অন্য লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.