নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ, \nচোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

মনের এলোমেলো ভাবনাগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার এক অপচেষ্টা।

জলমেঘ

মনের আড়ালে রুঁধিয়া রাখিতে পারি নাই যে আবেগ,চোখের কোনের বাষ্প হয়ে উড়ে যায় সে জলমেঘ

জলমেঘ › বিস্তারিত পোস্টঃ

একলা পাখি

১৪ ই মে, ২০১৫ রাত ৯:৪৬

একলা পাখি, ছটফটানি, ভাল্লাগেনা খাঁচার কোন,
চোখটি মুদে, স্বপ্ন দেখে, দূর পাহাড়ে গহীন বন।
পথ চেনেনা, ঘাট চেনেনা, মেলবে ডানা, তাও পারেনা,
বলবে কারে, খোলরে মোরে, মন যে আমার আর টিকেনা।
ইচ্ছে ডাকে, বুকটা ফাটে, স্বপ্ন তবু আকুল করে,
একলা পাখি, মন ভাঙ্গানি, মনের দুঃখে কেঁদে মরে।
খাঁচা শুধায়, ওরে পাখি, “বুদ্ধি ঘটে আছে নাকি?
স্বাদের ধামা, দেরে চাপা, মিথ্যে ওসব ছলাকলা,
মনরে যত, করবি বড়, মন পোড়াবে ততোরে,
সেই ক্ষত আর মিটবেনারে, দিন দুনিয়ার মলমে”।
পাখি হেসে বলল তারে, “ওরে খাঁচা, ওরে ওই
জান পুড়লে মরে যাব, মন পুড়লে যাব কই?
তুই তো গাধা, লোহার খাঁচা, ঝুলেই থাকলি আজীবন
অন্য হয়ে বাঁচার চেয়ে, নিজ হয়ে মরা উত্তম”।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময়তায় ভালো লাগা।

২| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর জলমেঘ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.