![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ তুহিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ইমরান তুহিন মসজিদের দিকে এগোলে কিছু টুপি পরা জাসি তাদের মারধর ক্যামেরা ভাংচুর করে।
জু’মার নামাজের পর তাদের শাহবাগ অভিমুখী জঙ্গি মিছিলে পুলিশ বাধা দিয়ে তারা বায়তুল মোকাররমের উত্তর দিকের সিঁড়ি সংলগ্ন এলাকায় পাতা নামাজের গালিচায় আগুন ধরিয়ে দেয়। তবে মসজিদের খাদেমরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর উদ্যোগ নেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে বড় ধরনের আগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় জাতীয় মসজিদ। এ সময় বেশ কিছু হামবোমা বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়
মিছিল বের করলেও পরে ছত্রভংগ হয়ে গলিতে গলিতে, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা ... মরিচের গুরা কই?
কাটাবনে ১০-১২ জন শিবির কর্মি মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় মসজিদে ঢুকে পরে, তবে পেছনের তিনজন কে ধরে ফেলে পুলিশ। আজিজ মার্কেটে অবস্থানরত একদল পোলাপান পুলিশের কাছ থেকে ছিনিয়ে এই তিনজন কে পিটানো শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে উদ্ধার করে সাহাবাগ থানায় নিয়ে গেল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
চট্টগ্রাম, খুলনা, রাজসাহী ও বিভিন্ন স্থানেও বিনা কারনে বিনা উষ্কানিতে সাংবাদিকের উপর হামলা করেছে।
একুশে টিভি ঠিকই বলেছে, সেটি অন্য একটি ঘটনা।
নামাজের পর একটি খন্ড মিছিলের কাভার করতে থাকা ৭১, ২১, ও প্রথমআলো সাংবাদিকরা পুলিসের দুইদিক থেকে শাড়াশি আক্রমনের মাঝে পরে যায়, তারা রাবার বুলেটে আহত হয়েছে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: এখানে যে দল গুলো এসেছে এরা জামাত বিরোধী। কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
এদের কারো কাছে পিস্তল বন্দুক নেই। কিন্তু সাত জন সাংবাদিক গুলিবিদ্ধ।
পত্রিকা প্রত্যক্ষ দর্শীরা বলছে সাধারণ মুসল্লিদের উদ্দেশে করা গুলি সাংবাদিকদের গায়ে লেগেছে। কেউ কেউ বলছেন যে মুসল্লিরা হামলা করেছেন। তাহলে প্রশ্ন হল মুসল্লিরা বন্দুকগুলি কোথায় পেল? পুলিশ সরবরাহ করেছে?
এখানে কার কথা উদ্দেশ্য প্রণোদিত?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কওমি মাদ্রাসা, চরমনাই পীর সাহেবের মুরিদ সহ অনেকগুলো দল। এরা জামাত শিবিরকে দেখতে পারে না।
ঠিক আছে, কিন্তু সাহাবাগের বিরুদ্ধে এরা এখন একাট্টা হয়েছে। গলির ভেতর থেকে তারা গুলি ও শক্তিসালি বোমা ছুড়ছে।
দুর্ভাজ্ঞজনক ভানে কিছু সাংবাদিক পুলিসের দুইদিক থেকে শাড়াশি আক্রমনের মাঝে পরে যায়, তারা রাবার বুলেটে আহত হয়েছে।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
মাফকরেবন বিচারপতি বলেছেন: নবী অবমাননার প্রতিবাদের মিছিল জঙ্গি মিছিল! এরা মানুষ রুপি শয়তান। আর দেখুন এই শয়তানের শিরোনামে কি আর ভিতরে কি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনি ঠিকই বলেছেন। এরা মানুষ রুপি শয়তান।
নামাজের নামে বাইতুলমোকারম মসজিদে নামাজের নিয়ত না করে মারামারি করার নিয়ত পাঠ করেছিল।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কিছু জংগি-জাসি বাইতুলমোকারম জাতীয় মসজিদ দখল করে রেখেছে, কাউকে নামাজও পড়তে দিচ্ছে না।
তারা চাচ্ছে পুলিশ মসজিদে ঢুকে তাদেরকে বের করুক, তাহলে বলতে পারবে মসজিদ অবমাননা হয়েছে, মারামারির নতুন খাদ্য পাওয়া যাবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
নিরপেক্ষ নামধারি মাদা োদ মাহামুদুরের গ্রেফতার চাই।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
টয় বয় বলেছেন:
-
মাহমুদুরের ঠেলা সমালাইতে পারতাছো না?? বাকশালীরা ঠেলা সইতে না পারলেই কয়, ওরে গ্রেফতার কর, আমারে বাচা!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
অসভ্য, বর্বর, মাদার োদ মাহামুদুরের গ্রেফতার চাই
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
আমি বীরবল বলেছেন: সকল সন্ত্রাসের নিন্দা জানাই। তবে বরাবরের মতই আজও পুলিশের উস্কানেতেই পরিস্থিতি খারাপ হয়েছে। কদিন আগেই জামাত-পুলিশ ফুল বিনিময় করলো-এখন আবার যুদ্ধাংদেহী ভাব-বুঝিনা রাজনীতি!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বাইতুলমোকারম জাতীয় মসজিদ দখল করে কাউকে আছর নামাজও পড়তে দিচ্ছে না।
এইটা কিসের ইসলাম?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
লিন্কল্ন বলেছেন: একুশে টিভিতে শুনলাম সাংবাদিকের উপর হামলা করেছে পুলিশ। পুলিশের গুলিতে তারা আহত। অন্য চ্যানেল গুলি বলছে গুলি আসছে বায়তুল মোকাররমের দিক থেকে। সত্য আমরা জানি। আমি জানি না একুশে টিভি কেন এই ভুমিকা নিল।