![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।
মুলত ১৮ দলের ছদ্দাবরনে এটা জামাত-শিবিরেরই সমাবেশ ছিল। দাবি জামাতি, আন্দোলন জামাতি, এজেন্ডা জামাতি ...
কোরান তেলয়াতের পর সমাবেশের শুরুটাও হয়েছিল শিবির নেতা ইয়াসিনের বক্তৃতা দিয়েই।
শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। পুলিশ আজকে আগবাড়িয়ে কিছু করবেনা বলেছিল, এজন্য তারা অন্যান্ন দিনের চেয়ে বেশ দূরেই দাড়িয়ে ছিল।
উপস্থিত সাংবাদিকরা দেখেছেন পুরোটাই। নাইটেঙ্গেল মোড়ে দীর্ঘ সময় ধরে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল, ইট-পাটকেল ছুঁড়ছিল (মানে কেন পুলিশ আক্রমনে যাচ্ছে না?)
এর কিছু সময় পর সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। নাইটেঙ্গেল মোড়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে ছুড়তে অধর্য হয়ে?
আশ্চর্যজনিক ভাবে এবার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় দীর্ঘসময় ধরে ধৈর্য্যের পরিচয় দিয়েছে। পুলিশ মনে হচ্ছিল বদ্ধপরিককর ' নো একশান'। গনমাধম কর্মি যারা সেখানে ছিল সবাই দেখেছে।
হরতাল হবে আজ সারাদিনই গুজব ছিল, হরতালের স্ক্রিপ্ট মনে হয় লেখাই ছিল, ককটেলের বিস্ফোরণ ঘটানোর অল্পকিছু পরই ঘোষনা হরতাল। বিষ্ফোরনে কেউ আহত হয়নি। পুলিশ তখনো অনেক দূরে।
হরতাল ঘোষনার কিছু পরই পুলিশের একশান শুরু হয়ে যায়, নেতারা হুরমুর করে বিএনপি অফিসে ঢুকে যেতে দেখা যায়। তবে এবার কাঊকে পিটুনি দিতে দেখা যায় নি।
পত্রিকা সবগুলো পড়িনি, তবে 'আমারদেশ' ও মানবজমিন পড়লে মনে হবে পুলিশ পার্টি অফিসে ঢুকে নেতাদের গ্রেফতার করেছে বলেই হরতাল দেয়া হল।
পুলিশ যখন কার্যালয়ে প্রবেশ করে তখন পুলিশের সাথে সাথে সাংবাদিক এবং টিভি ক্যামেরাগুলোকে প্রবেশ করতে দেখেছি, সময় সহ কয়েকটি চ্যানেল সরাসরি সম্প্রচার করছিল, শতাধিক গনমাধ্যম কর্মি ও ক্যামেরার ভিড়েই তল্লাসি চলছিল।
দেখলাম পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান ওয়ারলেসে বোমা নিস্ক্রিয় দলকে ওখানে আসার জন্য খবর দিচ্ছে এবং অন্য একটি কক্ষের দরজা খুলে আরো কযেকটি বোমার সন্ধান পায় যা টিভির দর্শকরা সরাসরি দেখেছে নিশ্চই।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ককটেল ১০ না ৫ এটার কোন গুরুত্ব নাই।
হরতাল হবে আজ সারাদিনই গুজব ছিল, হরতালের স্ক্রিপ্ট মনে হয় লেখাই ছিল, ককটেলের বিস্ফোরণ ঘটানোর পরই ঘোষনা হরতাল। বিষ্ফোরনে কেউ আহত হয়নি। পুলিশ তখনো অনেক দূরে।
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০০
স্বাধীন শোয়েব বলেছেন: শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর পুলিশ শেষমেষ ৪২ বছরের রেকর্ড ভেঙ্গে কোন রাজনৈতিক দলের প্রধান কার্যালয় লন্দ ণ্ড করল।
আপনি কি বিশ্বাস করেন এই আওয়ামী লীগ ই স্বাধীন বাংলাদেশ এর শেষ সরকার?
১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ফকরুলরা আগেও গ্রেফতার হয়েছে, হাসিনা খালেদাকেও গ্রেফতার করেছিল এরশাদরা।
ধরছে .... কিছুদিন পর ছাইড়া দিবে।
আমার মুল বক্তব্য এই সব না। যেটা বলতে চাইছি -
হরতালের স্ক্রিপ্ট (for jamat-Shibir) আগেই লেখা ছিল, এত নাটক না করলেও হইতো ..
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০১
স্বাধীন শোয়েব বলেছেন: ভাগ্য ভালো রসময়ের চটি দেখান নাই।
৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: বোমা নিয়ে অফিসে ঘুমায়, চার্জ করলেই দোষ। জনগন সরাসরি দেখেছে বোমাবাজদের কাহিনী। সেদিন আর নাই !
১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এরা এজাবৎ 'সবই সাজানো' বলে থাকে।
আজ কমপক্ষে ৫০ সাংবাদিক সেখানে নিজের চোখে দেখেছে।
৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮
আমি মোঃ চয়ন বলেছেন: হরতাল ঘোষনার কিছু পরই পুলিশের একশান শুরু হয়ে যায়, নেতারা হুরমুর করে বিএনপি অফিসে ঢুকে যেতে দেখা যায়।
এইটাও কিন্তু স্ক্রিপ্টে ছিল। আগের রাতেই বিএনপি ম.খা আলম্গীরকে ঘুষ দিছিল। যেন সবাইরে গ্রেফতার করা। আলামত রাখার জন্য সব বোম ফাটায়নাই।
১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
"হরতালের স্ক্রিপ্ট (for jamat-Shibir) আগেই লেখা ছিল"
এইটুকু মানছেন এটাই যতেষ্ট।
ম.খার ঘুশের ব্যাপারটা পরে দেখুম নে ..
৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩
কালো স্বপ্ন বলেছেন: পুলিশ ভালো করছে কি খারাপ করছে আমি ওই বিতর্কে যাবো না তবে এতটুকু বলতে পারি আজকের এই ঘটনাটা যদি আওয়ামী লীগের সঙ্গে হত তাহলে দেশ এতক্ষনে তিনবার ওলট পালট হয়ে যেত।
১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনের সাথে ১০০% একমত।
৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: এখন যে পরিস্থিতি, তাতে হরতালের জন্য কোন অজুহাত লাগে না। তাই সাজানো, পরিকল্পিত হলেও কি এসে যায় এতে? আজকে যদি কিছুই না হতো, অথচ বিএনপি হরতাল ডেকে বসলো, আপনার আমার কিছু করার থাকবে?
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কিছুই করার থাকবে না
৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
রাজীবসাদ্দাম বলেছেন: আওয়ামীলীগ হচ্ছে ক্যডার দল আর বিএনপি হচ্ছে বিলাই এর দল । বিএনপির শক্তি জামাতের থেকেও কম । তাই আওয়ামিলীগ ও সুযোগ নিছে যে করেই হোক বিএনপি থেকে জামাত কে সরাতে হবে, কারন জামাত দেখে আওয়ামী কর্মী বাহিনী ভয়ে সিসি করে দেয়
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
বিএনপিকে সুধু বিলাই এর দল বললে কম বলা হয়ে যায়।
'জামাতের বিষ্ঠা খোড় দল' বললেও ভুল বলা হবে না। দেউলিয়া রাজনীতির শেষ পর্যায়ে পৌছেছে দলটি
৯| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬
সিলেটি জামান বলেছেন:
বাংলাদেশে গনতন্ত্রের সংজ্ঞা : গণতন্ত্র হলো কোন জাতি বা রাষ্ট্রের এমন একটি শাসনব্যবস্থা যেখানে নির্বাচিত সরকার নিয়মিত সাধারণ জনগণকে বাঁশ মারে এবং জনগন বাঁশ মারা খেয়ে পরবর্তীতে আবার তাদের ই বিরোধী দলকে পালাক্রমে নির্বাচিত করে একটু কম বাঁশ খাওয়ার আশায়। কিন্তু আশা হতাশায় রুপ নেয় বাঁশের সাইজ দিন কে দিন খালি বাড়েই, জনগনের বাঁশ খাওয়া আর শেষ হয়না
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এটা ৭ বছর আগের বাংলাদেশে গনতন্ত্রের সংজ্ঞা।
এখন অনলাইনের যুগ, টিভি চ্যানেল ২৫টা, পত্রিকা একশ, ১০ বছর আগের নিয়ম নাও চলতে পারে!
১০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
হ্যারিয়ার টু বলেছেন:
হরতাল হবে গুজব সারাদিন ছিল।
কিছু পেপারে লিখেছে - পুলিশ পার্টি অফিসে ঢুকে নেতাদের গ্রেফতারের কারনেই হরতাল দেয়া হল।
নষ্ট সাংবাদিকতা
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
নিজেরা ককটেলের বিস্ফোরণ ঘটানোর পরই ঘোষনা - হরতাল
১১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
হ্যারিয়ার টু বলেছেন:
পুলিশের ভয়ে দরজা বন্ধ কেনো?
পুলিশ দেখলে চোরের মত লুকানোর দরকার কি?
সামনাসামনি মোকাবেলার সাহস নাই?
এর আগে তো দেখছিলাম পুলিশ দেইখা ভয়ে বোরখা পিন্দা লুকাইছিল!
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনি ঠিকই বলেছেন।
ফকরুল গতবছর গ্রেফতারের ভয়ে আগাম জামিন নিতে গেটে পুলিশ দেখে ভয় পেয়ে যায়। পরদিন শেষ রাতে বোরখা পরে ভাসমান যৌনকর্মির ছদ্দবেশে হাইকোর্টের পেছনের দেয়াল টপকে ভেতরে ঢুকেছিল। পত্রপত্রীকায় ও টকশোতে এটা নিয়ে এখনো হাসাহাসি হয়।
১২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০
স্পাইসিস্পাই001 বলেছেন: সাজানো হরতাল তো বুঝাই গেলো.....
বিএনপির এত বড় মহাসমাবেশে অন্য দলের কেউ ককটেল মেরে জিন্দা ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না.....কার এত বড় সাহস যে এত লোকের মাঝে ককটেল মারবে....
বিএনপির নেতারা কিন্তু পুলিশরে দোষ দিছে অথচ ঐখানে কোন পুলিশ ছিল না .... অন্য দলের কোন দোষ দেয় নাই কারন জানে অন্য দলের কারও এত্ত সাহস নাই যে জীবন ভয় না করে এত বিরোধী মতের লোকের মাঝে ককটেল ফুটাবে ....যদি ফুটাত তাহলে আর বেচে ফিরতো না...।
পুরাই ধরা খাইছে.....সবাইরে বুঝাইয়া দেন ....।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
স্বাধীন শোয়েব বলেছেন: মাত্র ১০ কক-টেল। কম অহ্যা গেলনা?
আইচ্ছা ভাই জামাত যে গত এক মাস দেশে এইরকম তণ্ডব চালাইসে সেইতার জন্য কয়টা নেতা ধরসে? জামাতের কাজালয়ের থিকানা কি পুলিশের কাছে নাই। নাকি ডরায়।
জামাত আওয়ামী লীগের মিলন হয় গোপনে। বিলের কোনে বাঁস তলায়। বাঁশ পাতা দিয়া এঁকে অপরের চুটকি পুল্কায়।