![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১)
মেঘভাঙা জলের সাথে চক্ষুর একুয়াস হিউমারের কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই,তবে আকাশে দুটো মোটাসোটা মেঘের ফাঁক দিয়ে পতনরত জলকণার ওপর সূর্যের আলোকসম্পাত দেখে আমার কান্না পাচ্ছে। তবে আমি নিশ্চিত নই যে আমার কান্নার কারণ আদৌ বৃষ্টি কিনা…কিংবা বৃষ্টি অতীতে কখনো আমাকে কাঁদিয়েছিলো কিনা এবং সে কারণে আমি এখন নস্টালজিক হয়ে কাঁদতে উদ্যত হয়েছি; কে জানে,আমি এর কিছুই জানিনা…আমার নাম লায়রা; লায়রা ফার্নান্দেজ।
এটি আমার ডায়েরী,আমি আমার অস্তিত্ব নিয়ে অসম্ভব সুখ অনুভব করি…একারণে ডায়েরীর প্রতিটি পাতার নিচে আমার নাম লিখে নোট দেই " আমার নাম লায়রা; লায়রা ফার্নান্দেজ"
২)
ইভান আমার নাম্বার তার মোবাইলে সেইভ করেছে 'লাফালাফি' নাম দিয়ে,লায়রা'র লা এবং ফার্নান্দেজের ফা দিয়ে ট্রল করছে বদমাশটা। মেজাজটা খারাপ হয় কিনা বলুন তো? ওহ,আমি 'বলুন তো' কাকে বলছি,কথা তো বলছি নিজের সাথেই; ডায়েরীতে। ওহ হ্যাঁ,তারপর ওর মোবাইল কেড়ে নিয়ে দিলেম একটা আছাড়। গর্দভটা দাত কেলিয়ে ফ্যালফ্যালিয়ে হাসে আমার কাণ্ড দেখে…আমি কি এতোই হাস্যোদ্রেককারীনি?
........
চিঠির খামেতে প্রাপকের জায়গায় আমার নাম লেখা,খুলে কোন এক ডায়েরী থেকে ছেঁড়া এদুটো পাতা পেলাম। কে পাঠিয়েছে তা লেখা নেই। আমাকে পাঠানোর কারণটাই বা কি? রহস্যের কোন কূলকিনারা করতে পারছিনা…
©somewhere in net ltd.