![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাফিন দু'দিন ধরে বেশ চিন্তাভাবনা করে যাচ্ছে,মা দিবসে হৃদয় ছুয়েঁ যাওয়া একটি গল্প পোস্ট করতে হবে ফেসবুকে। সাফিন সারাদিনই গল্পের প্লট,চরিত্র এসব নিয়ে ভাবছে যাতে সম্ভাব্য গল্পটি আরো প্রাণবন্ত হয়,পাঠকের নজর কাড়ে,চিন্তাভাবনা কে আবিষ্ট করে রাখে।
আর সময় নেই,একটু পর ১২টা বাজলেই মা দিবস…
সে ইন্টারনেটে সার্চ করে মা নিয়ে লেখা গল্পগুলো থেকে কিছুটা অবলম্বন খুঁজতে। সার্চ রেজাল্টে অমি পিয়াল আর রসময় গুপ্তদের মা নিয়ে লেখা চটির ফাঁক গলিয়ে কয়েকটা দেশী-বিদেশী গল্প পড়ে নেয় সে।
এবার একটি গল্পের আইডিয়া এলো তার মাথায়। সাফিন পুরো গল্পটির কাহিনীপরম্পরা নিজে নিজে কল্পনা করে নেয় একবার। ল্যাপটপ সামনে নিয়ে টাইপ করছে সাফিন।
গল্পের শিরোনাম "প্রথম আশ্রয়"…
লম্বা গল্প,রাত ৯টায় শুরু করেছিলো লেখা,শেষ হতে হতে ১১টা ৩০ বেজে এসেছে। গল্পের শেষে আবেগঘন একটি ক্লাইম্যাক্স আছে,গল্পের নায়ক জানতে পারে যে যাকে সে মা বলে জেনে এসেছে ছোটকাল থেকে সে আসলে তার কেও নয়। সাফিন গল্পের মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে 'মা' কেবল রক্তের সম্পর্কের ভিত্তিতে হয়না।
সাড়ে এগারোটার দিকে গল্পটি সাফিন পোস্ট করে তার বিখ্যাত আইডি 'হিরাক্লিয়াস' থেকে। পাঁচ মিনিটেই ৭৯ টি লাইক পড়েছে গল্পে,সাফিনের আনন্দ দেখে কে,তার গল্প হিট হয়েছে! সে বসে বসে কমেন্টের রিপ্লাই দিচ্ছে,তার মুখে তৃপ্তির হাসি।
সাফিনের দরজায় হাতের আঘাত পড়ছে,তার মা রাজিয়া খেতে ডাকছেন "আব্বু,খেয়ে নাও…অনেক রাত হয়েছে"
-আম্মু,যাও তো…আমি নিজে খেয়ে নেবো
ফেসবুক ছেড়ে উঠতে মন চাইছে না সাফিনের,এক একটা কি সুন্দর সুন্দর কমেন্ট পড়ছে! এর ওপর মায়ের খেতে জোরাজুরী অসহ্য লাগছে তার
-আব্বু,খেয়ে নাহয় আবার বসো ফেসবুকে…গ্যাস্ট্রিকের সমস্যা করবে তো সময়মতো না খেলে
-আম্মু প্লীজ ঘ্যান ঘ্যান করোনা,আমি গল্প লিখছি…তুমি ঘুমিয়ে পড়ো
পাঁচ মিনিট পর রাজিয়া আবার দরজায় নক করেন,দরজা খুলতে বলেন সাফিনকে। সাফিন রাজ্যের বিরক্তি নিয়ে দরজা খুলে। মা রাজিয়া খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছেন।
-তোমাকে না বললাম আমি খেয়ে নেবো? এসব ঢং করতে কে বলছে?
-আব্বু,তুমি না খেয়ে আছো…আমি জানি আমি দিয়ে না গেলে তুমি খাবেনা আর
-ওহ হলি কাউ,হাউ ডিজগাস্টিং…মাঝে মাঝে তোমার এসব ন্যাকামো দেখলে আমার গলায় দড়ি দিতে ইচ্ছে হয়…গেট দ্যা হেল আউট অফ মাই রুম,রাইট নাউ
-ছি আব্বু,এসব কথা মুখে আনতে নেই…কিসব বলছো
-আই সে গেট লস্ট
সাফিনের টেবিলে খাবারের প্লেট রেখে বেরিয়ে এলেন রাজিয়া। মা দিবসের প্রথম মুহুর্তেই ছেলের কাছ থেকে চোখের জল উপহার পেয়েছেন,এমন সৌভাগ্যবতী মা আর ক'জন আছে পৃথিবীতে!
©somewhere in net ltd.