নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক লিংকঃ www.facebook.com/jongibiman

জঙ্গীবিমান

Twinkle twinkle little star!

জঙ্গীবিমান › বিস্তারিত পোস্টঃ

সহীহ উপদেশ নামা......

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

তোমাদের জন্যে বিনামূল্যে একগাদা উপদেশ,ভালো লাগলে মেনে চলবে----



* প্রতিপক্ষকে সবসময় নিজের চেয়ে শক্তিশালী বলে বিবেচনা করবে এবং চিন্তা করবে যে প্রতিপক্ষ তোমার চেয়ে এক কদম এগিয়ে আছে



* তুমি যখন কোন ব্যপারে দুর্বল হয়ে যাবে,তখন সবাইকে দেখিয়ে দেবে যে তুমি খুব স্বস্তিতে আছো



* কখনো ওয়াদার বরখেলাপ করবেনা



* অর্থনৈতিক লেনদেনের ব্যপারে সর্বদা স্বচ্ছ থাকবে। কারো কাছ থেকে হয়তো তুমি কিছু টাকা-পয়সা আত্মসাৎ করতে পারো,কিন্তু এর বিনিময়ে তোমার প্রতি অন্যের বিশ্বাস আজীবনের জন্যে হারাতে হবে



* কারো প্রতি ভালোবাসা সহজে প্রকাশ করবেনা,বিশেষত সে যদি তোমার ভালোবাসায় অন্য কোন মানে খুঁজে কিংবা ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে



* তুমি যে ব্যপারে দক্ষ সেটি কোন বিনিময় ছাড়া কাওকে করে দেবেনা



* মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে টাকা খরচ হয়না। ছোট-বড়,উর্ধ্বতন-অধঃস্তন সবার সাথে ভদ্র ব্যবহার করবে



* প্রচণ্ড রাগ উঠলে মাটির দিকে তাকিয়ে থাকবে কিংবা হাতের নখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবে,এটি রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে



* সময় যেখানে সীমিত,সময়ের ব্যবহার সেখানে করতে হবে টাকার মতো করে; পাই পাই হিসেব করে



* কারো চেহারা কিংবা ফর্মাল কথাবার্তা দেখে তার সম্পর্কে ভালো ধারণা করে নেবেনা



* কাওকে চোখ বুজে বিশ্বাস করবেনা,কাওকে সর্বদা সন্দেহ করবেনা। এক চোখ দিয়ে সন্দেহ,আরেক চোখে বিশ্বাস



* নিতান্ত প্রয়োজন নাহলে নিজের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করবেনা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: অসাধারণ সব উপদেশ, আমাদের সবারই মেনে চলা উচিত।


ফেবুতে আপনার ফ্যান ছিলাম, আশা করি সামুও মাতাবেন আপনি!!!!


:) :) :) :)

২| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:১০

জঙ্গীবিমান বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন সবসময়,এই আশা করি :)

৩| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৬

জঙ্গীবিমান বলেছেন: General now :)

৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৯

আজীব ০০৭ বলেছেন: +++

৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯

জঙ্গীবিমান বলেছেন: ধন্যবাদ,আজীব ০০৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.