![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারের ফাঁসি চাই, মুক্তিযুদ্ধাদের সম্মান নাই, এইতো চলছে দেশে ।
শাহবাগের ঝামেলা দূর হওয়া উচিৎ , এই যানজট আর সহ্য হয় না
যেখানে কাদের সিদ্দিকিকে রাজাকার বলা হয় আর কেও প্রতিবাদ করে না তখন শাহবাগের এই ঝামেলার কি দরকার?
এই শাহবাগ কে কেন্দ্র করে বামপন্থি গ্রুপ গুলু মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, যা কারো কাম্য নয়।
এইখানে কোন লিডার নাই যা আছে টা হল চামচামি , যেমন, শহরের মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ ভাব নেয় আর A.K Khondhokar, দাড়িয়ে থাকে পিছনে, এই গুলু কি দেখতে ভাল লাগে।
এই যানজট থেকে মুক্তি চাই, সবার স্বাধীন ভাবে চলার অধিকার আছে। আমরা মুক্তি চাই , আর মুক্তিযোদ্ধাদের সম্মান আর আসনে দেখতে চাই।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
সজিব ইসলাম বলেছেন: এর মাধ্যমে কমুরা ফায়দা লুটার চেস্টা করছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
রাইসুল বাঙ্গালী বলেছেন: তোমার কথা শূনার সময় নাই। শাহবাগের কথা শোন। একটাই কথা একটাই দাবী। আর কোনো কথা নেই, কোনো কথা থাকতেও পারে না। একটাই পথ একটাই শপথ।
এখানে জ্ঞানগরিমা প্রদর্শন, বিদ্যাদান, বিশ্লেষণ, যুক্তিপ্রদর্শন, সমস্যাসংকট ব্যাখ্যা করা, তথ্যউপাত্ত উপস্থাপন, অতি আশা, আশংকা, ভবিষ্যতবাণী করা, সবকিছুই নিষেধ। এখন একটাই কথা একটাই দাবী। একটাই পথ একটাই শপথ। অন্য কিছু দেখার পড়ার বুঝার টাইমও নাই দরকারও নাই। ফুটেন।
ক্ষমতাসীন, ক্ষমতাবান, পদবীধারী, নেতানেত্রী, আলেম-ওলামা, জ্ঞানীগুণি, ওস্তাদ গুরু কাউকেই আপাতত যথাযথ সম্মান প্রদর্শন করা যাচ্ছে না, সরি, এখন টাইম নাই; এখন একটাই কথা একটাই দাবী। একটাই পথ একটাই শপথ। কারো যদি বেশি সমস্যা হয় মনে করেন, সিনেমা দেখতাছি, চুপচাপ দেখতে থাকেন।
যারা ভিতু, দুর্বল, হতাশ,সংশয়বাদি তারা দূরে বসে ধ্যান কর, অনুভব করার চেষ্টা কর। ভাল লাগবে। চাপ সহ্য করতে না পারলে আরো দূরে যাও। ভালমন্দ খাওয়া দাওয়া কর, হেভ্ভি করে ঘুম দেও।
যারা ছাগু তারা খা হাগু। এখান থেকে যা। বাংলা থেকে যা। যদি পারিস তওবা কর, অনুশোচনায় পুড়ে মর। আর কিছু করার তোর কোনো সুযোগ নাই। তোদের কথা এখন আর কেউ শূনছে না। লাথ্থি।
আর যারা জনতার সেবক, সরকার, প্রশাসন, করপোরেশন, সেবা প্রতিষ্ঠান তারা এখানে সার্ভিস দেন; কেননা আপামর জনতা এখন এখানেই।
আমরা জানি শুধু লড়তে্ই হবে, জিততেই হবে। আমরা জানি লক্ষে মোদের যেতেই হবে। সারা বাংলা এখন শাহবাগ। যেখানেই বাঙালি সেখানেই শাহবাগ। আমি বাঙালি, তুমি বাঙালি । জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।
রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই। রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই। রাজাকারের ফাঁসি চাই, আর কোনো দাবী নাই। জামাতশিবিরের বিনাশ চাই, আর কোনো কথা নাই।
জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।জামাত শিবির রাজাকার. এই মূহুর্তে বাংলা ছাড়।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
কাফের বলেছেন: ছাগু শুয়োর
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
জনী_দা _ফাজিল বলেছেন: মাথা খারাপ হয়ে গ্যাসে?
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
কালো ঘোড়ার আরোহী বলেছেন: ছাগুমুক্ত ব্লগ চাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
নায়করাজ বলেছেন: ছাগুমুক্ত ব্লগ চাই।
জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link