নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনী_দা _ফাজিল

জনী_দা _ফাজিল › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী বর্ষাকে অনন্তের মারধর! থানায় জিডি........আধুনিক হিরো তো ......

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তারই ছবির নায়িকা এবং স্ত্রী বর্ষা।

পরিবারের সঙ্গে একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে শুক্রবার রাতে বর্ষাকে শারিরীক নির্যাতন করার পরই মোহাম্মদপুর থানায় এসে অনন্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন আফিয়া নুসরাত বর্ষা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা পুলিশও।



যোগাযোগ করা হলে ওসি আজিজুল হক বাংলানিউজকে বলেন, ‘‘ শুক্রবার রাত ১২টার দিকে অনন্তের বিরুদ্ধে তার স্ত্রী বর্ষা থানায় এসে জিডি করেন।’’



জিডিতে মারধরের কথা উল্লেখ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা তাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিভিন্ন ঝামেলার কথা উল্লেখ রয়েছে।’’



তবে সূত্রটি জানিয়েছে, জিডিতে বর্ষা উল্লেখ করেছেন, অভিনেতা অনন্ত বিভিন্ন সময়ে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করেন।



মোহাম্মদপুর থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, বর্ষা থানায় আসার কিছুক্ষণ পরই তার স্বামী অনন্ত থানায় এসে জিডি প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু বর্ষা জিডি প্রত্যাহার করতে অসম্মতি জানান। তবে রাত সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে থানা থেকে বের হন।



২০১১ সালের ২৩ সেপ্টেম্বরে অনন্ত-বর্ষার বিয়ে হয়। বর্ষা অনন্তের একাধিক ছবিতে অভিনয় করেছেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

এন ইউ এমিল বলেছেন: লিংটিং কিচ্ছু নাই কেন?

২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: লিংক................


Click This Link

৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

পাপাই বলেছেন: সামনে বোধহয় এই জুটির বড় বাজেটের ছবি মুক্তি পাবে তাই আবার প্রচারের লাইম লাইটে আসার একটা প্রচেস্টা।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

জনী_দা _ফাজিল বলেছেন: জলিল সাহেব মানুষ টা ৯৯% ভালো , শুধু বউরে মাঝে মাঝে একটু মাইর ধইর করে

৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার ভচরে লয়া অপপ্রচার মানতে পার্লাম না =p~ =p~ :P

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

জনী_দা _ফাজিল বলেছেন: জলিল সাহেব মানুষ টা ৯৯% ভালো , শুধু বউরে মাঝে মাঝে একটু মাইর ধইর করে

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

ডার্ক ম্যান সুজা বলেছেন: Ononto: 01834543646,01834270172

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.