নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনী_দা _ফাজিল

জনী_দা _ফাজিল › বিস্তারিত পোস্টঃ

–––• ধর্ষণ চলতেই থাকবে, যদি নিউজগুলো হয় এমন •–––

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

☞ সাতকানিয়ায় অষ্টাদশী তরুনী ধর্ষিত।

['অষ্টাদশী তরুনী'শব্দটি এমনিতে শুনলে পুরুষের মাথা ঘুরে]

☞ কুমিল্লায় রাতভর কলেজছাত্রী ধর্ষিত।

['রাতভর ধর্ষণ'উত্তেজনাকর সংবাদ]

☞ মিরপুরে কলেজছাত্রীর ধর্ষনের পনো ভিডিও উদ্ধার।

['ধর্ষনের পনো ভিডিও'!! ধর্ষিতার নাম লিখে গুগলে সার্চ মারা শুরু]

☞ মধ্যরাতে গৃহবধু প্রাকৃতিক ডাক সারতে গিয়ে ধর্ষিত।

[গৃহবধু আবার মধ্যরাতে প্রাকৃতিক ডাক সারা !!]

☞ ধর্ষিতাকে ধর্ষকের সাথে বিয়ে।

[ধর্ষকের জন্য সবচে আনন্দের সংবাদ; একবার ধর্ষণে আজীবন ধর্ষণের বৈধতা]



–––• নিউজ এবং সামাজিক তৎপরতা যদি এমন হতো •–––



★ ধর্ষক মানিক/পরিমলের ছবিসহ সম্পূর্ণ বর্ণনা এবং ধর্ষক হয় উঠা।

[কোন ভাবেই নির্যাতিতা মেয়ের পরিচয় কোন মিডিয়ায় আসবে না । সম্পূর্ণ হাইলাইটস হবে ধর্ষকের উপর]

★ ১৭ মাসের বালিকার ধর্ষকের শিশ্ন কেটে কুড়িগঙ্গায় নিক্ষেপ।

[ধর্ষণ আগ্রাসী পুরুষতন্ত্র কেঁপে উঠবে]

★ ধর্ষিতাকে'মহাননারী'হিসেবে সামাজিক স্বীকৃতি, ধর্ষককে সমাজ ছাড়া।

[ধর্ষিতার জন্য খুব আশাবাদের সংবাদ; নতুনভাবে বাঁচতে পারবে]

★ ধর্ষককে ৫০০ দোররা/ জুতাপেটা।

[ধর্ষণ প্রতিরোধে দরকার সামাজিক শাস্তি]

★ প্রভাবশালী ধর্ষকের ছবিসহ ৫০০০ পোস্টার; ১০০০০ লিফলেট প্রচার করল গ্রামবাসী।।

[প্রভাবশালী ধর্ষকেরা নাড়া খাবে]



(সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

অবাধ্য সৈনিক বলেছেন: সহমত :|

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০০

ফার্ুক পারভেজ বলেছেন: তুলে আনা অসংগতিগুলো এবং করনীয় গুলো গঠনমূলক।

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

শাওন৮৯০ বলেছেন: আপনার লেখাটা শেয়ার করতে চাই, জদি আপনি চান ???

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০০

জনী_দা _ফাজিল বলেছেন: সহমত

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

অরন্য জীবন বলেছেন: এমন ভাবে খবর প্রকাশ করে যেন মিডিয়া পুরো জাতিকেই ধর্ষন করে।

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৯

মদন বলেছেন: +++++++++++++++

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৫

মেংগো পিপোল বলেছেন: ভালো সংগ্রহ। ধর্ষকের বিচার হওয়া জরূরী।

৭| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

বাতায়ন এ আমরা কজন বলেছেন:
ধর্ষকের বিচার সরাসরি মৃত্যুদন্ড, অন্য কিছু নয়।

কারন সেও খুনী।
সে একজনের ভেতরের সত্তাকে খুন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.