নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনী_দা _ফাজিল

জনী_দা _ফাজিল › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন থেকে যা শিখিলাম (আজাইরা পোস্ট)

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২০

1. তামিম প্রতিদিন ডানো দুধ খায়। ....ডানোর বিজ্ঞাপন।

2. মেয়েদের গোসল করার তরিকা। (নেভার মাইন্ড)...স্যান্ডেলিনা,লাক্স ইত্যাদি সাবানের বিজ্ঞাপনে।

3. যুবক বয়সে ছেলেদের অনেক কিছু পটাতে হয়।.. ইভটিজিং মার্কা এড। ...ফেয়ার এন্ড লাভলি।

4. বেহায়া-দরিদ্রের মতো অর্ধেক কাপড় পড়ে মেয়েদের ফালাফালি।...লাক্সের হীরের লকেট।

5. বন্ধুদের সাথে আজাইরা প্যাচাল। এয়ারটেলের ফালতুস্ট এডগুলো।

6. এক টাচে আলাদিনের চেরাগ পাওয়া। দরিদ্র বিবি ক্যাটরিনার এসির এড।

7. রাতের বেলায় ঘুম মেরে প্রেমিকার সাথে অবৈধ প্রেম করা। (বাংলা লিংক)

8.....আরো কত কী?



কিন্ত সত্যিই আমি মানুষ হওয়ার কিছু শিখেছি,রবির ‘ছোট্ট একটি কাজ’ বিজ্ঞাপন থেকে প্রেরণা,জিপির ‘বাবা তুমি কই থেকে’ সমোবেদনা।..........এরকম শিক্ষণীয় বিজ্ঞাপন কী আমরা তৈরী করতে পারি না?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

scorpio6541 বলেছেন: "কিন্ত সত্যিই আমি মানুষ হওয়ার কিছু শিখেছি,রবির ‘ছোট্ট একটি কাজ’ বিজ্ঞাপন থেকে প্রেরণা,জিপির ‘বাবা তুমি কই থেকে’ সমোবেদনা।..........এরকম শিক্ষণীয় বিজ্ঞাপন কী আমরা তৈরী করতে পারি না?"

অবশ্যই পারি। শুধু খাসলত টা বদলাইতে হইব।

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

স্বপ্নসমুদ্র বলেছেন: কথা সঠিক। লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু গুঞ্জানি। খাসালত বদলাইতেই হবে।

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৬

আর কতো বলেছেন: এবং দেখেছি দেশপ্রেমিক হওয়ার স্বপ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.