![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬ তারিখের T-20 খেলা কি একাই দেখব না অন্যদের ও দেখতে দেওয়া উচিৎ। তবে এজন্য কি করতে হবে? হয় লাইনে দাড়িয়ে টিকেট কিনতে হবে অথবা বেশী টাকা দিয়ে কিনতে হবে।
সুযোগ একটা পেয়েছি টা হল বেশি টাকা দিয়া কিনা। ১০০ টাকার টিকেট ৫০০ করে, কি আর করব বলেন। খেলা তো দেখতে হবে এবং হবেই। আমরা যে ১৫ জন যাচ্ছি।
আমার সাথে কেউ কি আছেন রাজি? ?
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
রাফসান বড়ুয়া বলেছেন: একটি কৌতুক মনে পড়ল__
একবার জনৈক ক্রিকেটার তার সঙ্গীর ফোন ধরলেন। ওপাশ থেকে কেউ একজন বললেন সে ওমক কে চায়। তখন ওই ক্রিকেটার বলল ও তো এইমাএ ব্যাট করতে নামল। ওপাশ থেকে বলল, ও তাহলে আপনি বলবেন যে আমি ফোন করেছিলাম। আরে .....না.... না...... আপনি লাইনে থাকেন। ও এক্ষুনি ফিরে আসবে, তাৎক্ষনিক জবাব ক্রিকেটার এর।
বাংলাদেশ টিম যে এ ধাপ থেকে বের হয়ে আসছে, সেটাই আসল কথা। অভিনন্দন বি টিম !!!