![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে যাচ্ছি দোস্ত
এক্কেবারে নেটওয়ার্কের বাইরে" - মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে কে হারিয়ে পৃথিবীর এই ছোট গল্প রচনা করেছিল অতিরিক্ত সাহসী ভীষণ ঘারত্যাড়া ছেলে #সাব্বির । নোয়াখালীর ছেলেরা এমনই হয় ।
বুকে বুলেট নিয়েছে, তবুও ভাষা চাড়েনাই ভাষা শহীদ #সালাম,
বাংলাদেশের পতাকা তোলার কেউ ছিল না , প্রথম পতাকা তুলেছে আ স ম আব্দুর রব ,
ভাইকে খুজতে মিরপুর বধ্যভুমিতে গিয়ে ফিরে আসেনি জহির
রায়হানের, কিংবা দেশের বীরদের প্রধান রুহুল আমিন... ১৯৫২ - ১৯৭১ এই হল বাংলাদেশ এর নোয়াখালী
এভারেস্ট কিছুঈ না, প্রমান
করেছে নিশাত মজুমদার ।
- আর কিছু বলব ???
সাঞ্জানা, তোমার মিথ্যা অভিনয় শুধু আমি মনে রেখাচি , ফেরদৌসি মজুমদার কিংবা মাফুজ এর অভিনয় সারা জীবন বাংলার মানুষ মনে রাখবে ??
আর কিছু বলব ???
না থাক !!
বর্তমান যুগ ইন্টারনেটর, সার্চ দিয়ে দেখ বাংলাদেশ এর জন্য নোয়াখালী এর মানুষ কি করেছে ।
বাংলাদেশ কতটা সমৃদ্ধ করেছে নোয়াখালীর মানুষ
তারপর বলবে নোয়াখালীর মানুষ খারাপ ।
এবার বল? আর কত করলে বলবে, বাংলাদেশ এর অপর নাম নোয়াখালী ??
এর পরও যদি বল "
ছিঃ ছিঃ তুমি নোয়াখাল্লিয়া "
তাহলে বলব, বাঙালি হয়ে জম্ম নিলেও নোয়াখাইল্লাদের মত মানুষ হতে পারনি
২| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই আপনার যৌক্তিক বিশ্লেষনে মুগ্ধ হইলাম।
৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
কাজের কথা বলেছেন: এতকিছুর পরও যদি নোয়াখালীর কাউকে জিজ্ঞাসা করা করা হয় " তোমার বাড়ি কি নোয়াখালী?"
অধিকাংশ লোক উত্তর দেয় " না, লক্ষীপুর"
এমন কেন?
৪| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
@কাজের কথা
নোয়াখালী ও লক্ষীপুর এখন আলাদা জেলা। আগে একসাথে ছিল। লক্ষীপুরের মানুষ তাই নিজেদের লক্ষীপুরের বলতেই সাচ্ছন্দবোধ করে।
নোয়াখাইল্লা জিন্দাবাদ!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: