![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমাদের স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন,
"একাত্তরে অন্যান্য রাজাকাররা যে অপরাধ করেছে, তাদের চেয়ে সাঈদী একটা অপরাধ বেশি করেছে। সে খুন, ধর্ষণ, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে মানুষকে ইসলাম ধর্মে কনভার্ট হতে বাধ্য করেছে। তার মতে এটা ইসলাম প্রচার হতে পারে, কিন্তু এটা আসলে আমাদের মুসলিমদের জন্য অপমান ছাড়া আর কিছু না। হুজুর (সাঃ) ও যুদ্ধ করেছেন অমুসলিমদের বিরুদ্ধে, কিন্তু কাউকে জোরপূর্বক মুসলমান হতে বাধ্য করেননি। সাঈদী মাওলানা নাম নিয়ে যা করেছেন সেটা কোনভাবেই ইসলাম প্রচার না, এটা 'জামায়াতে ইসলাম' প্রচার।"
গত কয়দিন জামাতীরা নাস্তিকবিরোধী আন্দোলনের নামে মসজিদে আগুন দিয়েছে। আজকে তারা হামলা করেছে মন্দিরে। এমনকি পুলিশ ফাঁড়িতে ঢুকে সাপের মত পিটিয়ে তিনজন পুলিশকে সেখানেই মেরে ফেলেছে। কেন? মসজিদে কি নাস্তিক ছিল? মন্দিরে কি নাস্তিক ছিল? পুলিশরা কি নাস্তিক ছিল? না, ছিল না। নাস্তিক ইস্যু ছিল আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা জামাতী চাল। এই চাল দিয়ে তারা কিছু মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে, কিন্তু লক্ষ্য থেকে আমাদের বিচ্যুত করতে পারেনাই। লাভের মধ্যে লাভ হয়েছে আন্দোলনের weak link কিছু সংশয়বাদী ঝরে পড়েছে, এরা থাকলে পরে আমাদেরই সমস্যা হতো। ঠিক একইভাবে এখন জামাতীদের নতুন চাল দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করা। ইতোমধ্যেই নোয়াখালীতে দু'টো মন্দিরে আগুন দেওয়া হয়েছে, চট্টগ্রামে চট্টেশ্বরী মন্দিরে হামলার চেষ্টা করা হয়েছে। আমি আমার এক বন্ধু এবং এক বড় ভাইয়ের স্ট্যাটাস এখানে তুলে দিচ্ছি যারা দুইজনই সনাতন ধর্মাবলম্বী।
Pusan Chakraborty
amar moto kichu hindu ache jara India re chude na.......ma baper sathe jhogra kore okhane na jaoar jonno......jara bole India help na korle o amar ei desh sadhin hoto.....jara Islamk shantir dhormo vabe......jader odhikangsho bondhu muslim......jara eid a panjabi poira bondhur basay semai khaite jay......jara pujay ekshate mondope ghure........aj chokher pani atkaite partesi na.......ki jobab dimu bap-mare.....India preosi ba India probasi relative der......jani na.....sudhu nije re khub choto mone hoitase ekjon Bangladeshi hisabe........konodin nije re ei karone choto hote hobe vabi nai......aj khub kosto hosche...............bare bare bal chokta vija jaitase.....
Pradip Roy
now in a critical condition. khalar gramer barite achi. duroborti kono ek hindu barir khor er gaday agun diche. ekhon public lathi hate pahara dicche. ailey e mair. kono map nai. r je kuttarbaccha koibo sibir re manobota dekhaite tader just f**k off.
সনাতন ধর্মাবলম্বীদের পেইজ থেকে শেয়ার করা একটা পোস্টে একটা লেখা পড়েছিলাম একটু আগেই যেখানে লেখা ছিল "এদেশে রাজনৈতিক, সামাজিক যেকোন সংকটে প্রথম আঘাতটা আসে আমাদের হিন্দুদের উপরই।"
আমার এই লেখাটা যারাই পড়ছেন (যে ধর্মেরই হোন না কেন) , তাদের একটা অনুরোধ করবো সোজা একটা জিনিস বুঝার জন্য। এগুলো আর কিছু না, দাঙ্গা লাগানোর জন্য জামাতের অপচেষ্টা ছাড়া। আজকে তারা যখন মন্দিরে হামলা করেছে, তখন মানুষ বুঝেছে এরা জামাতী, সাঈদীর ফাঁসীর ক্ষোভ মন্দিরের উপর ঝাড়ছে। কিন্তু কালকে যখন জুম্মার নামাজের পর মসজিদ থেকে মিছিল নিয়ে এই জামাতীগুলো বের হয়ে কোন মন্দির, গীর্জা বা প্যাগোডাতে হামলা চালাবে তখন এর দায়ভার এসে পড়বে দেশের সব মুসলমানের উপর। দেশে ঠিক সেই মুহুর্তেই দাঙ্গা বেঁধে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা দিবে। জামাতী ইসলামের অনুসারি কিছু ব্রেইনওয়াশড নামেমাত্র মুসলমান ছাড়া কোন সাধারণ মুসলমান কখনোই কোন মন্দির, গীর্জা কিংবা প্যাগোডায় হামলা চালাবে না। আমি, আপনি শহুরে শিক্ষিত মানুষ, আমরা হয়তো বুঝবো এর পিছনে কারা আছে। কিন্তু প্রত্যন্ত কোন গ্রামাঞ্চলে যদি কাল এরকম একটা ঘটনা ঘটে, পরেরদিনই আন্তর্জাতিক মিডিয়ায় খবর চলে আসবে 'RIOT IN BANGLADESH' শিরোনামে, যেটা রাজাকারবিরোধী ট্রাইবুনালের উপর থেকে জনগণ ও মিডীয়ার চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক ভাইটাল একটা অস্ত্র। এটা হতে দিবেন না প্লীজ। জামাতীদের ফাঁদে পা দিবেন না। নিজের মাথা খাটান। হ্যাঁ, নিজের সম্প্রদায় কিংবা গোষ্ঠীর উপর আঘাত আসলে সবারই মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু এখন আবেগ না, মাথা খাটিয়ে কাজ করার সময়।
আরেকটা ব্যাপার না বললেই নয়। একটু আগেই আমার এক বন্ধু খুব সুন্দর একটা কথা লিখেছে,
"Jamat ekta political org. Er onek supporter ase. Amio chai war criminal der bichar hok. But ajke je 50 er beshi manush mara gelo, er dayvar ke nebe? Hok tara jamat er supporter, bt tara ki manush na?"
আমার এই বন্ধুটার সাথে আমি গত ৫বছর দিনরাত একসাথে ছিলাম বলেই বেশ ভালভাবে জানি সে ছাগু না বরং কট্টোর জামাতবিরোধী এবং তার স্ট্যাটাসটা স্রেফ তার মানবতাবোধ থেকেই শেয়ার করেছে।
আপনার মধ্যেও যদি এরকম সিমপ্যাথী কাজ করে জামাতীদের প্রতি, তাদের কিছু প্রশ্ন করব। যারা বুঝেও বুঝতে চায় না কিংবা না বুঝে সাঈদী-প্রেমে মশগুল হয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বপালনরত তিনজন পুলিশকে পিটিয়ে মেরে ফেলে পরে পুলিশের গুলিতে মারা যায়, 'মাওলানা'কে বাঁচানোর রাজনীতিতে ভুলে মসজিদে আগুন দেয়, এক সাঈদীর ফাঁসীর প্রতিবাদে মন্দিরে আগুন দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ডেকে আনে এবং সেইসাথে দেশের হাজার-হাজার মানুষের জীবন বিপন্ন করে (এমনকি আপনার ঘরে থাকা বৃদ্ধ-মহিলা-শিশুরাও দাঙ্গার কারণে অসহায়ভাবে প্রাণ হারানোর সম্ভাবনা তৈরি করে) তাদের কি আপনি মানুষ বলবেন? আমি জামাতী মুসলমান না, তাই মৃত মানুষের নামে বাজে কথা বলবো না। বরং যারা প্রোপাগান্ডায় বিশ্বাস করে কিংবা ভুল বুঝে ভুল রাস্তায় গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন, তাদের রুহের মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব।
তাই দিনশেষে পরিস্থিতি বুঝার চেষ্টা করুন। রাজাকার সাঈদীর ফাঁসীর রায় আমাদের বিজয় না, এতা আমাদের ন্যায্য পাওনা ছিল। তাই এটা নিয়ে আনন্দে সামনের কঠিন সময়ের কথা ভুলে গেলে ভুল করবেন। টেম্পার হারাবেন না, ভুল পথে যাবেন না। এখনো অনেক রাস্তা বাকী।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৩৫
joos বলেছেন: হয়তো পড়েছে, কিন্তু বুঝে পড়েনি। আমাদের অনেকেই কোরআন শরীফ অর্থ না বুঝেই খতম দেই, এমনকি আমি নিজেও।
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৩৭
মিজভী বাপ্পা বলেছেন: ভাইরে দেখুন হিন্দু বলেই যে আমরা ভারত প্রেমী/পন্থি হয়ে গেলাম তা কিন্তু নয়।যুদ্ধের সময় ভারত ও বাংলাদেশকে তেমন সহায়তা করতে আগ্রহ দেখায় নি।পরে রাশিয়ার চাপে পরে সাহায্য করেছে।আর ভারত যা সাহায্য করেছে তার চেয়ে বেশী নিয়েছে।
একজন হিন্দু হিসেবে কখনই নিজেকে এটা ভাবি না আমি ভারতীয়,বরং এটাই ভাবি বাংলাদেশে জন্মেছি এটাই আমার জন্মভূমি এটাই আমার মা।জন্ম যখন এদেশে হয়েছে মরি যেন এই দেশে!!!
আর আপনাকে একটা প্রশ্ন করি,আপনারা যারা মুসলমান ধর্মালম্বী আছেন তারা কি সবাই সৌদী আরব পন্থি নাকি???কারণ অনেক কথায় কথায় আমাদের বলে ভারত পন্থি।আরে ভারত আমাদের কোন স্বর্গে তুলছে যে ওর পা চাঁটা গোলাম হয়ে থাকব!!!
আর যে কোন সহিংসতায় সংখ্যালঘুদের উপর আঘাত করে।নোয়াখালি তে মন্দিরে আগুন দিয়েছে।যুদ্ধের সময় আমাদের মত সংখ্যালঘুদের উপর বেশী অত্যাচার হয়েছে!!!আর ঈশ্বর তারই আজ সুবিচার করেছে!!!
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
joos বলেছেন: আপনি মনেহয় কোন কারণে ভুল বুঝেছেন। আবার একবার পড়ে দেখুন। আর আমি এখানে যাদের কথা উদ্ধৃত করেছি সেগুলো বিন্দুমাত্র এডিট না করেই তুলে দিয়েছি।
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৪৫
নায়করাজ বলেছেন: খুবই ভালো কথা বলেছেন। আপনার এই পোস্টটা সবাই কপি করে রাখা উচিত।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
joos বলেছেন: কপি করাই যথেষ্ট না, আপনার আশেপাশে সবাইকে সচেতন করুন এ ব্যাপারে।
৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: ৭১ এর রাজাকার আর আজকের নব্য ছাগু-কারো কোন ক্ষমা নাই
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০০
joos বলেছেন: দেশবিরোধী কাউকেই ক্ষমা করা ঠিক হবে না। এরা সুযোগ পাওয়ামাত্র পিঠে ছুরি মারবে।
৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখকের সাথে সহমত এবং ধন্যবাদ।
আমাদের উচিৎ হবে ধৈর্য ধারণ করা এবং এসব ভুল ভ্রান্তি থেকে দূরে থাকা। কারণ বহু মানুষ বিভ্রান্ত, এমনকি বিদেশ থেকে আমার বড় ভাই কল করে আমায় বলে, 'তুই কিন্তু শাহবাগে যাস না।'
কেন যাব না?
'আরে, অইখানে মানুষজনরে টাকা দিয়া নিয়া আসছে, সারাদিন লাফ ঝাপ পারলেই টাকা, আর সেই টাকা দিয়া রাতে বইসা বইসা গাজা খায়। সবটি নাস্তিক, আল্লা -নবি মানে না। আমি ফেসবুকে দেখছি তো।'
তাহলে বলুন! আমি তো জানি কি হচ্ছে, কে রটাচ্ছে এসব, কিন্তু দূরে থেকে আমার ভাইও বিভ্রান্ত! এজন্য আমাদের শুধু জানলেই হবে না, জানাতে হবে।
লেখককে আবারো ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২
joos বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
সাউন্ডবক্স বলেছেন: হো। আওয়ামীলীগের এত বর কলিজা ও নাই ইচ্ছা ও নাই। কারন আওনেগো মত ধইঞ্চা পলিটিক্স আমিল্গ
করে না ।
হুদাই শাহাবাগ গিয়া গ্যন গ্যন কইরা আর লাভ নাই আপ্নেগো।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২
joos বলেছেন: ভাঙ্গা সাউন্ডবক্সে সাঈদীর ওয়াজ হুনতাছি মনেহয়???
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২৫
শাহীন ভূইঁয়া বলেছেন: Jamati hok ar bnp hok ora koransharif kakhono poreni. Koraner marmo bojhena ora........ora chai shudu paki.....dic