নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠাসা মানুষের সারাদিন

joos

অনুভূতির চূড়ান্ত সীমায় না পৌঁছালে কিছু লিখতে পারিনা

joos › বিস্তারিত পোস্টঃ

শুধু 'চুদুরবুদুর' না, 'চুতমারানি' শব্দটারেও সংসদে বৈধতা দেওয়া হোক :P

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

চুদুরবুদুর যেরকম একটি নিরীহ আঞ্চলিক শব্দ, চুতমারানি-ও তাই। তাহলে চুদুরবুদুর সংসদে বৈধতা পেলে 'চুতমারানি' কি দোষ করল?!? যারা 'চুতমারানি' শব্দটি সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবী তুলছেন, তাদের দাবীর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের ভাষাজ্ঞানের অভাবের তীব্র ভর্ৎসনা করছি। X((



'চুতমারানি' শব্দটিকে যারা অশ্লীল বলছেন, তাদের বলবো শব্দটির গঠন বিশ্লেষণ করে দেখতে। 'চুতমারানি' শব্দটি ভাংলে আমরা দু'টি অর্থবহ শব্দ পাই যে দুইটি শব্দের সমন্বয়ে চুতমারানি শব্দটি গঠিত হয়েছে-

১। চুতঃ যার অর্থ 'আম'

২। মারানিঃ উৎস- মারানো (পেষা, ভর্তা করা কিংবা ঝাড়া), অর্থাৎ যিনি কোনকিছু পেষা, ভর্তা করা কিংবা ঝাড়ার কাজে নিয়োজিত তাকেই মারানি বলে।





উপরোক্ত বিশ্লেষণেই জলবৎ তরলং পরিষ্কার যে চুতমারানি শব্দটি দ্বারা আম-ভর্তাকারী ব্যাক্তিবর্গকে নির্দেশ করা হইয়াছে। আর এই গরমের দিনে কার না ভাল লাগে মরিচ-গুড়া, মশলা মাখানো আমের ভর্তা খেতে? তো সংসদে বসে রস-কষহীন আলোচনার মাঝে কোন সংসদ সদস্য যদি মনের ভুলে কোন আমের ভর্তা বিক্রেতাকে স্মরণ করে, তবে এটা কি দোষের কিছু? বরং যারা এই শব্দটিকে অশ্লীল দাবী করেছেন তাহারা আসলে চুতমারানি বলতে কি বুঝেছেন তাহা এই অধমের বোধগম্য হচ্ছে না। আমি যতদুর জানি, পেশা হিসেবে চুতমারানি অসচ্ছল হলেও বেশ সম্মানজনক পেশা। গরমের মৌসুমে পেশাদার চুতমারানিদের চাহিদা থাকে তুঙ্গে। ছেলে-মেয়ে নির্বিশেষে এ সময় চুতমারানিদের পিছনে লাইন ধরতে দেখা যায়! এরকম একটি সম্মানজনক মহিমান্বিত ও সর্বোপরি সৎ পেশাকে কিভাবে মাননীয় সংসদ দদস্যরা অশ্লীল বুঝিলেন তাহা এই অধমের মাথায় খেলিতেছে না। তাই এই অধম সোজা-সরলমনে 'চুতমারানি' শব্দটিকে সংসদে বৈধতা প্রদান করিবার দাবী জানাইতেছে।



B-)B-););) ইহা একটি চুদুরবুদুর-মূলক পোস্ট। সিরিয়াসলি নিবেন না ;);)B-)B-)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভাই আরেকটাতো মিস কইরা গেলেন....

যেই কবি লিখলো তারে কিছু কেউ কয় না....

যে আবৃত্তি করল তারে চৌদ্ধ পুরুষ নিয়া টানাটানি....

যত দোষ নন্দ ঘোষ আর না বলে এই ইসূ্রতে বলুন
যত দোষ হেলাল হাফিজ ;)

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

joos বলেছেন: ছন্দ মিলাইতে পারেননাই।

ছন্দ মিলায় সুন্দর করে বলতে পারতেন,
"যত নষ্টের বীজ, কবি হেলাল হাফিজ"

২| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রাজ হাসান বলেছেন: ভাইরে চুত মানে নতুন শিখলাম।

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭

joos বলেছেন: আগে 'চুত' মানে কি জানতেন??? :|| :|| :||

৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মুকুল সালাহউদ্দীন বলেছেন: দারুণ রসাত্বক, হাস্য ও রম্য পোষ্ট,

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭

joos বলেছেন: মজা লন মিয়া?!?!? /:) /:) /:) /:) /:)

৪| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বিডি আমিনুর বলেছেন: বর্তমানে চুতমারানিদের ইনকাম ভালা । B-) B-) B-)

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮

joos বলেছেন: তা আর বলতে? !:#P !:#P !:#P

৫| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মেকগাইভার বলেছেন: সংসদের সবাইরে চুতমারানি খাওয়াইতে ইচ্ছা করে.... :-B :-B :P লবন মরিচ দিয়া

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

joos বলেছেন: আপনার কথায় ভুল আছে। 'চুতমারানি' দিয়ে একজন ব্যাক্তিকে বুঝানো হচ্ছে যিনি চুত মারেন। আপনি যেই খাদ্যটা খাওয়াতে চাচ্ছেন তার নাম বোধহয় হবে "মারিত চুত" :-B :-B :-B

৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

নিয়নের আলো বলেছেন: ব্যাপক লাগল,বিশ্লেষণ পছন্দ হইসে।

তোর হিউমারসেন্স দেইহা হিংসা লাগতাসে।

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭

joos বলেছেন: মজা লস বেটা? X( X( X(

৭| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

joos বলেছেন: আগেই কইছিলাম এইটা সিরিয়াস আলাপের জায়গা না। সিরিয়াস আলাপের উস্কানি দেওয়ায় 'নয়ামুখ' এর কমেন্ট বিনা নোটিশের ডিলিট মারলাম (লাইক আ বস) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.