নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠাসা মানুষের সারাদিন

joos

অনুভূতির চূড়ান্ত সীমায় না পৌঁছালে কিছু লিখতে পারিনা

joos › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আমাকে আর টানে না

২৮ শে মে, ২০১৪ রাত ৮:০৫

দুপুরে সিলেটের আকাশ কালো করে বৃষ্টি নামলো। নাহ, বৃষ্টিতে ভিজার ইচ্ছা আমাকে আর টানে না, উল্টা বৃষ্টি দেখে মেজাজ খারাপ হয়। কেন হয়, আজকের আগে বুঝি নাই, অথবা কেন এমন হয় কখনো ভাবিও নাই।



শেষ বৃষ্টিতে ভিজেছি গতবছরের মে মাসের কোন এক দুপুরে। ঢাকার রাস্তায় কারো জন্য অপেক্ষা করে। সেইবারই শেষ। তার সাথে আর ওইদিনের মত কথাও হয়নাই আর। বৃষ্টিতে ভেজা মাটির গন্ধটাও নাকে লাগেনাই এরপর থেকে, রাস্তায় নেমে পাগলামীও করা হয়নাই।



কি কি কারণে আমাদের গল্পটার শুভ সমাপ্তি তো দুরের কথা, কখনো কাগজে-কলমে লেখাও শুরু হবে না, সেটা আমার থেকে ভাল আর কেউ জানে না। আমি হোপলেস রোমান্টিক টাইপের না যে একজনের উপর দোষ চাপায় দিয়ে স্বান্তনা খুঁজবো, ভাল থাকার চেষ্টা করবো। আর কোনদিকে না হলেও এই একটা সাইডে আমি রিয়েলিস্টিক থাকতে চাই। কিন্তু সেটা যে থাকতে পারিনা সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যখন দেখা যায় আমি আর আগের মত নাই, বিন্দুমাত্র না বদলানোর প্রাণপণ চেষ্টা করেও একবছর পর আস্তে আস্তে নিজের পরিবর্তনগুলো নিজের কাছে ক্লিয়ার হওয়া শুরু করে। অবচেতনভাবে নিজেকে অল্প-অল্প করে ভেঙ্গে ফেলে পিছনে ফিরে যখন সেই ভাঙ্গা টুকরোগুলো দেখি তখন নিজেকে পরাজিত মনে হয়, যেখানে জয়-পরাজয়ের কোন প্রশ্নই উঠেনি কখনো!। নিজের সবচেয়ে প্রিয় জায়গাটায় সবচেয়ে কাংক্ষিত মানুষটাকে দেখার অসাধারণ সুন্দর অনুভুতিটা একবছরের মধ্যেই সবচেয়ে কঠিন শাস্তি মনে হওয়া শুরু করেছে। যে মানুষটা এখন পর্যন্ত জীবনে সবচেয়ে বড় অর্জন হতে পারতো, তার মুখটাই এখন “face of refusal” হয়ে তাড়া করে বেড়ায়। তাকে হাসতে দেখলে মাথায় এখন আর কোনকিছুই কাজ করেনা। দুই-তিনঘন্টা নিজের ভিতরে পুড়তে থাকি এটা ভেবে যে সে কেন ভাল থাকবে? তার মনে কি একবারের জন্যও প্রশ্নটা আসে না যে আমি কেন নিজেকে শুধু তার কাছ থেকে না, বরং আস্তে আস্তে সবকিছু থেকে সরিয়ে নিচ্ছি? নিজের হাতের ধমনীটা কেটে ফেলতে ইচ্ছা করে সে সময়।



না, আমি এত বোকা না যে যে মানুষটা আমার কথা ভেবে এক মুহুর্তও নষ্ট করেনা, তার জন্য নিজেকে মেরে ফেলবো বা ধংস করে দিবো। একচুয়ালি, যারা এরকমটা করে তাদের মানসিক বিকাশের স্বল্পতা আমাকে অবাক করে। আবার এটাও ঠিক যে আমার নিজের মানসিক বিকাশও কীটপতঙ্গের চেয়ে খুব বেশি উপরের স্তরের না। একটা গুবরে পোকার চেয়ে সামান্যতম বেশি বুদ্ধিমান হলে বারবার জেনেশুনে আগুনে লাফ দিতে এগিয়ে যেতাম না, বা আগুনের কথা ভেবে এতদিন ধরে নিজেকে ভিতরে ভিতরে জ্বালাতাম না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:৩৯

আবতহী বলেছেন: ভাললাগা জানালাম:-)

২| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:৩৮

নিয়নের আলো বলেছেন: লেখা পড়ে গল্প বা নিছক লাইনের গুচ্ছ মনে হল না, কিন্তু যদি "জীবন থেকে নেয়া" হয় তাহলে হতাশ হওয়া ছাড়া পাঠক হিসেবে আমার আর কিছু করার নাই।

তারচেয়ে আপাতত আমার এক স্কুলফ্রেন্ডের কথা বলি, আমি আর ও ছিলাম মুদ্রার এপিঠ ওপিঠ, স্কুলের দিনগুলো ওকে ছাড়া ভাবা আমার পক্ষে অসম্ভব ছিল, আমাদের দুজনেরই মনে হত আমরা দুজনই দুজনকে অনেক ভাল বুঝি, আসলেও তাই ছিল, ক্লাশ টেনের ছাত্র হয়েও আমাদের পাগলামি ছিল কিছু, প্রতিদিন স্কুলে দেখা হলেও আমরা হরহামেশাই ইয়া লম্বা লম্বা চিঠি বিনিময় করতাম, আশেপাশে নতুন কোন পরালেখার প্রতিদন্ধি আবিস্কার হলে দুজন একসাথে ক্রোধে ফেটে পড়তাম, অন্য বন্ধুদের সাথে স্কুল পালিয়ে ক্লাশের পর ক্লাশ বিসর্জন দিতা্ম, এরপরে পাশ করে শহরে চলে আসার যোগাযোগের খানেকটা বিরতি--- আবার আগের মত--মাঝে মাঝে আবার বিরতি--আবার। উহু হ্যা আমাদের পাগলামি এখনো আগের মত আছে-- ফেসবুকের চ্যাটবক্সে এখনো পুরনো চিঠির আদলে লম্বা লম্বা চিঠির আদান প্রদান আগের মতই আছে, ভালসময়ে-খারাপ সময়ে ধরে আমি এখনো বন্ধুকে ধরে কান্নায় ভেঙ্গে পড়তে পারি নিশ্চিন্তে, কিন্তু বন্ধুর ভীষণরকম পাগলাটে সময়গুলাতে নিজেকে কখনই রাখতে পারিনা, কিভাবে পারব? সে সব চেপে যায়, নিজের কথা বলতে গিয়েও থেমে যায়, কি যেন ভাবে? আমি নিজে নিজে রাগি, উত্তেজিত হই কিন্তু কিছু বলিনা- ভাবি, আমি মনে হয় উপযুক্ত পাত্র নই।

ব্যাক্তি মাত্রই ব্যক্তির চিন্তার এবং কর্মের স্বাধীনতা থাকবে, লেখক নিজেই ঠিক করবেন লেখকের ব্যাক্তি জীবনের প্রকাশ কারসাথে বা কিভাবে করবেন? কিন্তু অই যে , যদি কেউ আপনাকে ধরে নিশ্চিন্তে ভেঙ্গে পড়তে পারে, আপনার কাছে কিছু না হোক সেটা যে করছে তার কাছে অনেক কিছুর অর্থ বহন করে।

যদি অতিরঞ্জিত হয়ে যায়, মাফ করবেন, আমি ব্যক্তিগত জীবনে একজন হতাশাবাদি মানুষ, সবকিছু থেকে নিজেকে কিভাবে হতাশ করা যায় তা টেনে হিঁচড়ে বের করার চেস্টা করি। এখানেও তাই করলাম।

আসলে গল্পে লিখা এইরকম দিন বা এইরকম চিন্তা নিজের কাছে খুব পরিচিত ঠেকল, ভাব্লাম আমিই ভুল করে লিখলাম বুঝি- তাই এত কথা.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.