![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিশ্বাসের তাঁতে আজ আবার বুনতে চাই জীবনের দগ্ধ মুসলিন "
আজ হঠাৎ আমার পুরানো বন্ধু বাকী বিল্লার সাথে দেখা হল।অনেক দিন পর তাকে দেখে আমি বিষ্মিত হই। আমার বিষ্মিত হওয়ার কারন হল দেখা হওয়ার স্থান।এখানে তাকে এভাবে দেখব এ আমি আশা করিনি। আমার মেডিক্যাল কলেজ জীবনে আমি তাকে চিনতাম ছাএ শিবিরের একজন সাথী হিসেবে। সময়ের পরিক্রমায় তার সাথে আমার অত্যন্ত ঘনিন্ঠ সম্পরক গড়ে উঠে। তার সাথে আমার সম্পরক ছিল পুরোপুরিই ব্যক্তিগত এর সাথে কোন রাজনৈতিক বা অন্যকোন উদ্দেশ্য ছিল না।যাই হোক তার বিষয়ে অন্য কোন দিন ডিটেলস বলব।সে ২য় বষে পড়ার সময় মেডিক্যাল ছেড়ে ঢাকায় চলে যায় নরথ-সাউথ ইউনিভারসিটিতে পড়ার জন্য। তারপর মাঝে মাঝে কথা হতো ফোনে। কিন্তু তার সাথে আমার এবার দেখা হল প্রায় ৪ বৎসর পর আলুপট্টির মোড়ে গনজাগরন চত্বরে। আমি তাকে জিজ্ঞাসা করতেই সে আমাকে যা বলল তাতে আমি বেশ আবাক হই।সে বলে দোস্ত আমি তারুন্যের টানে সকল বন্ধন ছিড়ে এ জনতার কাতারে দাড়িয়েছি।
বলে বন্ধু হয়ত এর জন্য আমার অনেক ক্ষতি হতে পারে তারপরও ভালবাসার টানে পালিয়ে পালিয়ে আসি। দেশের প্রতি আমারও যে দায়িত্ব আছে তা আমি বুঝতে শিখেছি। তার এ পরিবরতনে আমি তার বন্ধু হিসাবে নিজেকে গরবিত মনে করি। দেশের সকল শিবির দের শুভবুদ্ধির উদয় হোক..........
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
jotejoy বলেছেন: ছবি কেন সশরীরেই হাজির করব
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
jotejoy বলেছেন: আমি গরু পালি তার মানে এই না যে আমি গরুর মাংস খাই।
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
jotejoy বলেছেন: ছবি কেন সশরীরেই হাজির করব।
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪২
তন্দ্রামোহ বলেছেন: কোথায় হাজির করবেন? শাহবাগ থেকে একজনের ছবি দিয়ে বলবেন এটা শিবির করতো। হা: হা: হা: ভ্রষ্টতা বাদ দিয়ে সঠিক লিখা লিখুন। নয়তো পড়বেন আস্তাকুড়ে?
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
jotejoy বলেছেন: সবাইকে নিজের মত ভাবতে নেই। মানুষের চিন্তা চেতনা সব সময় এক থাকে না। ভালকে স্বাগত জানানো উচিত।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
jotejoy বলেছেন: কি তন্দ্রামোহ আপনার মোহ কেটেছে।
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৫
আসিফ ইমতিয়াল বলেছেন: ভাই,আপনে রাজশাহী তে থাকেন না!!!!!!
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২৭
jotejoy বলেছেন: জ্বী ভাই????
৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২৭
jotejoy বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩১
তন্দ্রামোহ বলেছেন: আপনার বন্ধুর ছবি সহ দিন নয়তো আপনার গাঞ্জিকাসেবন করতে করতে বানানো গল্প দেখে আশে-পাশের সবাই অট্টহাসিতে ফেটে পড়বে।