![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বলার কিছু ছিল না।
দুর্বার অরণ্য শিকারি জীবন
শিকারের কাঁচা মাংস প্রতিদিন
তেল-মশলা অবান্তর সংযোজন
উদোম দেহ কাঁচা মাংস।
নর-নারী, যুবক-বণিতা
নারী বক্ষ -নর বক্ষ
কাম-নিস্কাম সমার্থ
পোষাক সাপেক্ষে নগ্নতা আবিষ্কার
মনোজগত শ্লীল-অশ্লীল
জনম নগ্ন
আবেদনহীন।
সভ্যতা-আবিষ্কার
আগুন গতি চাকা
কয়লা হয় মানুষ-নগ্ন হয় মানুষ।
নগররাষ্ট্র থেকে নাসা
অগুনতি শোণিত স্রোত।
ইতিহাস বলে সভ্যতা,
ইতিহাস বলে প্রগতি।
ইনকা থেকে ইনডাস-গ্রীক থেকে রোমান
সত্য ওবামা সত্য লাদেন, সত্য হিটলার সত্য ট্রুম্যান।
তাজরিন থেকে স্মার্ট
কয়লা আর পুঁজি
দিল্লী থেকে মানিকগঞ্জ
শুধুই রক্তাক্ত যোনি।
সংজ্ঞার সংজ্ঞায়ন সংজ্ঞাহীন
শক্তিমানের জয়গান সভ্যতা-অসভ্যতা ।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++