নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন আমরা বাংলায় কথা বলি

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

জারনো

[email protected]

জারনো › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান !! সুন্দর মুখের বা চেহারার মানুষ তুলনামূলক ভাবে অহংকারী ও স্বার্থপর হয়ঃ কখনে চরম নিষ্ঠুর

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৫



প্রবাদ আছে সুন্দর মুখের জয় সর্বত্র। এ প্রবাদ হয়তো অনেক ক্ষেত্রেই সত্যি। কারণ, সুন্দর মুখ সহজেই অন্যদের প্রভাবিত করে। তবে স্কটিশ গবেষকেরা সুন্দর নারী ও পুরুষের ওপর খুব বেশি নির্ভর করতে বারণ করেছেন। কারণ, গবেষণায় তথ্য মিলেছে যে অনেক ক্ষেত্রেই তারা যেমন অহংকারী তেমনি স্বার্থপরও হতে পারে কোন কোন ক্ষেত্রে নিষ্ঠুরও হয়। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ গবেষণা করেন।

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ইকোনমিকস অ্যান্ড হিউম্যান বায়োলজি সাময়িকীতে। চলতি মাসের শেষের দিকে জার্মানিতে নোবেল বিজয়ীদের একটি অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরা হবে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ২৯২ জন ব্যক্তির ওপর গবেষণাটি চালান। দীর্ঘ সময় ধরে এসব ব্যক্তিকে পর্যবেক্ষণ করা হয়।



বিভিন্ন বিষয়ে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের পরীক্ষা করা হয়। এতে বৈষয়িক লাভ-ক্ষতি ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁদের মানসিকতা প্রকাশিত হয়। এর ভিত্তিতে কে কোন ধরনের মানসিকতার, তা ধরা পড়ে। এরপর অংশগ্রহণকারীদের চোখ, নাক, মুখ, কানসহ মুখমণ্ডলের ১৫টি অংশ আলাদা-আলাদাভাবে বিশ্লেষণ করে সবচেয়ে নিখুঁত মুখের মানুষকে চিহ্নিত করা হয়।

এতে দেখা গেছে, যাঁদের মুখশ্রী সব মিলিয়ে সুন্দর নয় এবং স্বাস্থ্য ভালো নয়, শৈশবে তাঁরা অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন। পুষ্টির অভাব, শারীরিক অসুস্থতা, ধূমপান ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব তাঁদের চেহারায় প্রভাব ফেলেছে। তাঁদের মধ্যে কেউ কেউ হতদরিদ্র অবস্থা থেকে ধনকুবের হয়েছেন ঠিকই, কিন্তু চেহারার দৈন্য ঘোচেনি।

অন্যদিকে সুন্দর চেহারার যেসব মানুষের নাক, মুখ, চোখ ইত্যাদি নিখুঁত, তাঁরা অনেকেই অন্যদের চেয়ে বেশি স্বাবলম্বী। এ ক্ষেত্রে তাঁদের চেহারার ইতিবাচক ভূমিকা লক্ষণীয়। তবে গবেষণায় দেখা গেছে, সুদর্শন পুরুষ ও সুন্দরী নারীরা অনেকে অন্যদের সহযোগিতা করতে চান না। কখনো বা প্রদর্শন করে চরম নিষ্ঠুরতা । খবরঃ ডেইলি মেইল।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৪

মেঘলীন আনন্দ বলেছেন: অসম্পূর্ণ আর বিভ্রান্তিকর পোস্ট।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৪৫

জারনো বলেছেন:
দেশ ও জাতির স্বার্থে বিশেষ করে সুন্দর মুখের জন্য এখনই এই বিভ্রান্তিকর ও অস্মপূর্ণ প্রতিবেদনের জন্য স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কড়া প্রতিবাদ জানানো উচিৎ।

২| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৮

কাঠুরিয়া. বলেছেন:
আরেক তু খোলা মেলা ছুবি দিতাইন
তাইলে পুষ্ট টা ভালু বুজতাম...

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৪৮

জারনো বলেছেন:
কাঠুরিয়ার মনটা কাঠ হেয়ে গেছে। পবিত্র এই মাসে কেন এমন বদ ইচ্ছা।

৩| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২০

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: কালো গুলান একটু বেশীই হয়..................

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫০

জারনো বলেছেন:
কালো যদি মন্দ তবে
চুল পাকিলে কান্দ কেন?

৪| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সব ক্ষেত্রে হয়না। কিছু কিছু হয় সেটা ঠিক।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৩

জারনো বলেছেন:
ব্যাতিক্রম সবখানেই আছে তাতো সকলেরই জানা। তা ছাড়া শিরোনামে বলা হয়েছে তুলনামূলক ভাবে। আশা করি ক্লিয়ার

৫| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৩

পাস্ট পারফেক্ট বলেছেন: হোক না, সমস্যা কি? এমন সুন্দর পাইলে অনেক বিষয়ে ছাড় দেওয়া যায়।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৬

জারনো বলেছেন:
তাতো বটেই, তবে কিছু কিছু ক্ষেত্রে তারা নিষ্ঠুর ও হয়। সেই কথাটা মাথায় রাখবেন

৬| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৬

ফটো পাগল বলেছেন: Maximum right.

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০০

জারনো বলেছেন:
MINIMUM WRONG

৭| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০১

মিঠাপুর বলেছেন:
আমি কালো :(( :(( :(( :(( :((

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৭

জারনো বলেছেন:
কালা ! তোর তরে কদম তলে বসে থাকি।
বসে বসে ক্ষয়ে গেলো আমার কাজল পাড়া
দুটি আখি !!

৮| ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২৪

লীনা জািম্বল বলেছেন: সবাই সুন্দরের পূজারি
তবে সুন্দরী কেউ অসুন্দরের র্চচা করলে তা কুৎসিত হয় ।

১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০২

জারনো বলেছেন:

তাই সুন্দর ও সুন্দরীদের প্রতি নিবেদন অনুগ্রহ করে সুন্দরকে এমন ভাবে উপস্থাপন করবেন না যাতে সুন্দরের প্রকৃত আবেদন ক্ষুন্ন হয়। দয়া করে নিষ্ঠুর হবেন না।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,
সে কি মোর অপরাধ।

৯| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:০০

মেঘলীন আনন্দ বলেছেন: লেখকঃ আপনার এই পোস্টটাতে নিশ্চয়ই পুরো প্রতিবেদনটা আনেন নাই। যার কারনে কিছু অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়েন। আপনার চোখেও ধরা পড়বে ইনশাল্লাহ!
তবে আপনার এই পোস্টটাতে নতুনত্ব তো রয়েছেই। আমি পাঠক হিসেবে ইতিবাচক সমালোচনা করার অধিকার রাখি বলে আমার ধারনা। কাজেই বিষয়টিকে ব্যক্তিগত ভাবে না নেওয়ার অনুরোধ জানালাম। ভালো থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৪২

জারনো বলেছেন:
একদল গবেষকদের গবেষণা নিয়ে ব্যক্তিগত বিষয় ভাববার কোন অবকাশ নেই। গবেষকদের গবেষণার পুরো বিষয়টা কি এত্তটুকুন পোস্টে আনা সম্ভব ? অসঙ্গতি আছে কি নাই তা ব্যাপার নয়। মোটামুটি একটা ধারণা দেওয়া গেছে এটাই বা কম কিসে!! আপনি সমালোচনা করতেই পারেন কোন ব্যাপার না তবে অনুরোধ থাকবে আপনিও আরও কয়েকবার পড়ে দেখবেন খুব একটা অসঙ্গতি ঠেকবে না। ভালো থাকবেন

১০| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৩

মেঘলীন আনন্দ বলেছেন: vice versa... যাউগগা , লেখা লিখসেন যিনি... একমাত্র সত্য তিনিই।

২১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১০

জারনো বলেছেন:
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
অগ্রীম ঈদের শুভেচ্ছা। অনেক কষ্ট করছেন।
তা বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন তো?

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নিষ্ঠুরতা নয়, স্বার্থপরতা ও অহংটাই বরং বেশী। ব্যাক্তিগত অভিজ্ঞতা অনেকটা তাই বলে.........

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪০

জারনো বলেছেন:
যা দেখিনি নিজ নয়নে
বিশ্বাস করিবন না তা
গুরুর বচনে।

তবে আপনার অভিজ্ঞতা অবশ্যই স্বীকার্য

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪২

সেচ্ছাসেবক বলেছেন: "গবেষকেরা সুন্দর নারী ও পুরুষের ওপর খুব বেশি নির্ভর করতে বারণ করেছেন।"-- হ্যায় হ্যায় ইডা কিতা হইলো ... দুষক ফাইলাম ... আমি ওবা না গো ভাইডি। এই মুখ হামি দেহাইতাম করে ? কিডা মোরে সাদি করবেক ইখান ? :#> X( :|| ;) B:-) :-P :-< |-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪১

জারনো বলেছেন:
এই জন্য সুন্দর চেহারার নারীরা সুন্দর চেহারার পুরুষের সাথে
সম্পর্ক গড়ে তুলবেন। দুজনের মিলিত হলে বিষ ক্ষয় হবে।
সুখী হবে দাম্পত্য জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.