![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইজরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এই সাহসি ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মুসলিম ছিলেন। ইন্না লিল্লাহে আয়া ইন্না ইলাইহে রাজেউন। ইজরায়েলি সৈন্যদের আধুনিক অস্ত্রের বিরুদ্ধে তার হাতে বানান সাধারন হাতিয়ারের এই অসম যুদ্ধ ছিল অস্তিত্ব রক্ষার। ইজরায়েলিরা মুসলিম বলে তাদের হত্যা করলেও এই মানুষটার বা তার সহযোদ্ধাদের কাছে যুদ্ধের বিষয়টা কখনওই ধর্ম রক্ষার বিষয় ছিল না।
ইজরায়েলি সৈন্যদের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলছে নিজ ফসলের জমি, নিরাপদ বাসস্থান, নিশ্চিত চিকিৎসা, জীবনের নিরাপত্বা এবং শিক্ষার পরিবেশ রক্ষার। তাদের স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র ফিরে পাবার। যা জন্য ফিলিস্তিনিরা গত ৭০ বছর ধরে সংগ্রাম করে ধিরে ধিরে ক্ষয় হয়ে যাচ্ছে। এরা সে রকম যোদ্ধা যারা নিজের জীবনের চিন্তা না করে তাদের সন্তানের, সন্তানের সন্তানদের জন্য, মোট কথা ভবিষতদের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
ঠিক এমনই একটা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে। জীবনের চিন্তা না করে ঠিক এভাবেই নির্দিধায় প্রান দিয়েছিল হাজারও মানুষ। দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের জন্য, আমাদের ভবিষতদের জন্য। খুব অল্প সময়ের হলেও রক্ত ঝরেছে হাজারে লাখে। আর সম্ভ্রম হারানোর কথা লিখে সেই সব মায়েদের আর লজ্জা দিতে চাইনা।
দুঃখের কথা হচ্ছে কিছু মানুষ এখন প্রকাশ্যে তা অস্বীকার করে। তারা ৭১ -এর সেই যুদ্ধ সাথে আফগান ইজরায়েলের যুদ্ধের তুলনা দেয়। কেউ কেউ বলে কয়জন মাত্র মরছে তার জন্য প্রতি বছর এত কান্নাকাটি কিসের। তারা দেখার চেষ্টা করে না তখন দেশে মানুষই বা কত ছিল। আর যত ছিল সবগুলো মারা গেলে হয়তে তাদের শান্তি হতো। তারা এইসমস্ত বীর ফিলিস্তিনিদের দেখছে রক্তের ভাই হিসেবে, ধর্মের ভাই হিসেবে ঠিক আছে। কিন্তু তাদের বাবারা এই মাটির জন্য যে রক্ত দিয়েছে, প্রান দিয়েছিল তা তার গননায় নেয় না।
জানি না তাদের বাবা ছিল কি-না। থাকলে সে রক্তের মর্যাদা দিতে কেন তাদের এত আপত্তি। তারা হয়তো চায় ইজরায়েল-ফিলিস্তিনের মত যোদ্ধ বাংলাদেশেও একটা লাগুক, প্রান ভয়ে আতঙ্কিত থাকুক দেশের প্রতিটি সাধারন পুরুষ নারী শিশু। তাদের প্রচেষ্টা সফল হয়ে দেবেনা এদেশের মানুষ সেই ৭১ -রেও দেয় নি এবারও প্রতিহত করবে।
আবার দেশের জন্য, দেশের মানুষের জন্য, সন্তানদের জন্য, সন্তানদের ভবিষতের জন্য রক্ত দেবে জীবন দেবে আবারও শহীদ হবে। তাই শ্রদ্ধা জানাই সেই সব মানুষের প্রতি যারা এখনও কালের স্বাক্ষি হয়ে বেঁচে আছে, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যারা শিক্ষ দিয়ে গেছে যুদ্ধ শুধু সর্বনাশ ডেকে আনতে পারে একটি দেশ ও জাতীর উপর, শান্তি নয়।
১৬/০৫/১৮ - আজাদ জয়।
©somewhere in net ltd.