নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়িতা রহমান

জয়িতা রহমান › বিস্তারিত পোস্টঃ

জয়েন্টে ব্যাথার অন্যতম কারনঃ অষ্টিও আর্থাইটিস

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭


অষ্টিও আর্থাইটিসে কষ্ট পান অনেকেই। অষ্টিও আর্থ্রাইটিস শব্দটির সঙ্গে ব্যথা-বেদনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অষ্টিও আর্থ্রাইটিস। এটি হচ্ছে এক ধরনের ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। শরীরের বিভিন্ন জয়েন্টে হাড়ের শেষ প্রান্তে যে কার্টিলেজ থাকে তা একটা কুশনের মতো কাজ করে। ক্রমাগত মুভমেন্টের ফলে জয়েন্টের হাড়ের মধ্যে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে সম্ভাব্য ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কার্টিলেজ। নানা কারণে ক্ষয় হতে হতে এই কার্টিলেজের টোটাল ক্ষতি হয়। এর ফলে অষ্টিও আর্থাইটিস হয়, জয়েন্টে ব্যথা হয় ও মবিলিটি কমতে থাকে। জয়েন্ট মার্জিনে নতুন হাড় তৈরি হয়।

কোথায় হয়ঃ হাঁটু, কোমর, হাত ও পায়ের আঙ্গুল, স্পাইন, কনুই, রিষ্ট, এংকেল প্রভৃতি স্হানে সচরাচর অষ্টিও আর্থ্রাইটিস হয়।

কাদের বেশি হয়ঃ
– যাদের শরীর মোটা এবং ভারী

–৪০ বছর বয়সের পর

–বংশগতভাবে অর্থাৎ কারো পরিবারে এই রোগ থাকলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি

কেন হয়ঃ
*বয়সের কারণে :বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত ব্যবহারে কার্টিলেজের ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এই প্রটেক্টিভ কভার হারিয়ে যাওয়ার কারণে জয়েন্টের দুদিকে হাড়ের ঘর্ষণে ব্যথা হয়।

*স্হুলতার কারণে: স্হুলতার ফলে শরীরের ওয়েট বিয়ারিং জয়েন্ট অর্থাৎ যে জয়েন্টে শরীরের ভার বহন করে-সেগুলোর ওপর চাপ বাড়তে থাকে। বেশি শারীরিক ওজনের কারণে হাঁটুতে অষ্টিও আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

*ন্যান্য কারণ উল্লিখিত দুটি কারণের পাশাপাশি আরো কিছু কারণে অষ্টিও আর্থাইটিস হতে পারে। যেমনঃ

–বার বার জয়েন্টে আঘাত লাগা বা অপারেশন করা

–জয়েন্টে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি

–জয়েন্টে ইনফেকশন হওয়া

–ডায়াবেটিস থাকা

–অতিরিক্ত ইউরিক এসিড ও বাত থাকা

উপসর্গঃ
-বিশ্রামের সময় অথবা হাঁটাচলা করার সময় ব্যথা

-হাঁটু, হাত ও পায়ের আঙ্গুলের জয়েন্ট ফুলে যাওয়া

-ডিফরমিটি বা বিকৃতি (যেমনঃ হাঁটু বাইরের দিকে বেঁকে যাওয়া)

-খুঁড়িয়ে চলা –মুভমেন্টের সময় শব্দ হওয়া

-মুভমেন্ট কমে যাওয়া

ডায়াগনসিস
–জয়েন্টের এক্সরে-জয়েন্টের মাঝের স্পেস কমে যায়, জয়েন্টের মার্জিনে নতুন হাঁড় পাওয়া যায়। অনেক সময় জয়েন্ট থেকে স্পাইরাল নিডলের সাহায্যে ফ্লুয়িড বের করে এনালাইসিস করা হয়, এতে বাত বা ইনফেকশনের কারণে ব্যথা হচ্ছে কিনা, তা বোঝা যায়।

–অন্যান্য রক্তের পরীক্ষা

–এম আর আই

চিকিৎসাঃ -ব্যায়াম -ফিজিওথেরাপি বা আল্ট্রাসাউন্ড থেরাপি -খুব বেশি ব্যথা হলে পরিপুর্ণ বিশ্রাম

-শারীরিকভাবে স্হুল রোগীর ক্ষেত্রে ওজন কমানো

-বিপরীত হাতে লাঠিতে ভর করে হাঁটা

–হাঁটু মুড়ে উবু হয়ে বসা যাবে না, উঁচু স্হানে বসতে হবে

-হাই কমোড ব্যবহার করতে হবে

–ডাক্তারের পরামর্শে সঠিক নিয়মে ব্যথার ওষুধ খেতে হবে

-কার্টিলেজ প্রটেকশনের ওষুধ (যেমনঃ গ্লুকোজ অ্যামাইন ও ড্রাইটিন সালফেট)

–অটোলোগাস কন্ডোসাইট ট্রাসপ্ল্যানটেশন, যা কিনা আর্টিকুলার কার্টিলেজের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে পারে। আর্থোস্কোপিক ওয়াশঃ আর্থোস্কোপি করে জয়েন্ট স্মুথ করা হয়।

এছাড়াও গুরুতর অষ্টিও আর্থ্রাইটিসের জন্য টোটাল হিপ বা টোটাল নি রিপ্লেসমেন্ট করা যায়।

@সান্ত্বনা বিশ্বাস

(সংগৃহীত)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লিখেছেন, দরকারী পোস্ট। ওসব না হওয়ার কি জন্য কি করতে হবে তা কাইন্ডলী লিখুন, কাজে লাগবে আমাদের।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

জয়িতা রহমান বলেছেন: লিখেছি তো, আবার পড়ুন। ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

শাহ আজিজ বলেছেন: গুরুতর কারনের একটি উল্লেখ করেছেন , ডায়াবেটিক কিন্তু থাইরয়েড গ্লান্ডের কথা বলেননি। আমি ভুক্তভোগী তাই মনোযোগ দিয়ে পড়লাম। গত সপ্তাহে ডঃ দেবী শেঠি ও গ্রুপের বর্ণনায় উঠে এসেছে থাইরয়েড সার্জারি এবং তাতে স্থুলতা কমা এবং ইনসুলিন নির্ভরতা কমিয়ে আনার কথা তারা বলেছেন। থাইরয়েডের কারনে দ্রুত অস্থি ক্ষয় হয় এবং নানা জটিলতা সৃষ্টি হয় । আমার প্রফাইলে গেলে শেঠীর পেজ ও ভিডিও পাওয়া যাবে যাতে অনেকেই উপকার পাবেন। আমি ভিকটিম বলে অনাহুত চর্চা করলাম ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

জয়িতা রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.