নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়সাহা

জয়সাহা › বিস্তারিত পোস্টঃ

অপুর পোষা মুরগি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

চুদ্দ তম প্রেমের পর্নো তম ডেটে যাইতেছে
অপু। ডেটের বালিকা বিলাসী।
যাইহোক জায়গা ঠিক করা লইয়া দৌড়ঝাপ
করতে গিয়া প্রায় উষ্ঠায়াশি খানা চটি
(চপ্পল) ক্ষয় করিয়াছে অপু চক্করবর্তী।
অবশেষে ঠিক করা যায়গায় আইসা যথাসময়ে
পৌছিল।
কি জানি ভাবিয়া ছ্যাকানব্বইখানা মুড়ি
গুনিয়া গুনিয়া কিনিল বিলাসী। হয়তো সেই
ছ্যাকানব্বইটা মুড়ি সে ছ্যাকানব্বই মিনিটে
শেষ করবে ডেট করে করে।
যাইহোক শেষমেষ একটা উদাম জায়গায়
পাতা তিনজের চেয়ারে বইল ওরা দুইজন।
অপুর মুখে চান্দের হাসি, বিলাসী লজ্জায়
খুশি খুশি।
তা দুজনের মাঝে কথা চলছে পুরাই কমিউটার
এক্সপ্রেস বেগে,
- আচ্ছা অপু তুমি কি পছন্দ কর??
- আমি আমার পুষি কক নিয়ে খেলতে পছন্দ
করি।
- মা মা মা নে নে কি বলছ!
- কেন তোমার কি কোনো পুষি নেই
বিলাসী??
- কি যাতা বলছ এইসব!!!
- কেন যাতা বলছ কেন!! একজনের কি কোনো
পোষা প্রানী থাকতে পারে না। আমার
পোষা মুরগাটা সিঙ্গেল । সে পাশের বাসার
ফটিক নামের এক পোলার মুরগির সাথে প্রেম
করত । শালা গাগু মাল মুরগিটারে খাইয়া
ফালাইছে। সেই থেইকা আমার মোরগাটা
একলা হইয়া গেসে। তুমি যখন রাগ কর আমি ওর
লগে টাইম পাস করি। ওয় আমার মন বোজে।
( বিলাসী এক নিশ্বাস নিয়া হাফ ছাড়ে, অপু
বোঝতে পারে না বিলাসী কি মনে নিছে।
তবে এতটুকু শিওর যে সব কিছু ঠিক হয়ে
গেছে। )
টপ টপ করে বৃষ্টি পড়ছে। দুজনেই বৃষ্টিতে
ভিজছে।
বৃষ্টি নামের এক মেতের প্রতি অপুর এককালে
এলার্জী ছিল। তাই সে জোড়সে ইয়াচ্ছি
ইয়াচ্ছি দিয়া যাচ্ছে। বিলাসীর হাতের
মুড়ির ঠোঙ্গাটাও বৃষ্টিতে ভিজছে।
.
বাইরে অবিরাম বৃষ্টি চলছে। কাচের
জানালার পাশে বইসা বাইরে তাকায় আছে
অপুর মোরগাটা। অস্বাভাবিক হলেও পাগল
অপু মোরগাটারে তারে বেডরুমে পালাই শুরু
করছে। আজ বেডরুমের কাচের জানালার
ফ্রেমে এই ইতর প্রানীটি বসে কেমন যেন
ঝিমুচ্ছে। বদ্ধঘর তার জায়গা নয়। এই প্রতিকূল
পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না
নিজেকে। একসময় এই মনের সমস্যা গুলা খোজ
নিবার একটা স্বজাতী প্রাণী ছিল।
আজ সেটি হারিয়ে গেছে .....

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.