নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবার মাথা ঘুলঘুল।

আমি একজন সাধারন মানুষ, কিন্তু এইসব দেখে মাথা ঘুলঘুল করে সবসমই।

ঘুলঘুল

মাথা ঘুলঘুল সবসমই।

ঘুলঘুল › বিস্তারিত পোস্টঃ

প্রতিষ্ঠান\'র জন্য একটি সুন্দর নাম চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

পৃথিবীর সকল প্রানী পরিবেশের অংশ এবং এর প্রতক্ষ্য সুফল ভোগকারী। পরিবেশ বিপর্যস্ত হলে মানুষ সহ সকল প্রানীকুল ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনৈতিক কমকান্ড ব্যাহত হবে। তাই পরিবেশ রক্ষার জন্য আমরা একটা প্রতিষ্ঠান করার কথা ভাবছি।
যার প্রধান কাজ হবেঃ শিল্পবর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত কার।

আপনাদের কাছে আবেদন একটি সুন্দর নাম বলবেন প্রতিষ্ঠান এর জন্য।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো কাজ মহৎ উদ্যোগ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২

ঘুলঘুল বলেছেন: ধন্যবাদ ভাই একটা নাম সাজেষ্ট করেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিষ্ঠানটি কি প্রকৃতির তার উপরে নাম সিলেকশন বহুলাংশে নির্ভর করে।
যদি খাবারের দোকান হয় তাহলে আপনি 'অবাক জলপান' রাখতে পারেন।
অন্য ক্ষেত্রে-
'অন্য ভুবন'
'দিনান্তিকা'
'দিগঙ্গনা'
প্রভৃতি নামগুলো বিবেচনা করে দেখতে পারেন...

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই তা হয়ত হতে পারে ,

" Clean Environmental Engineering & Re-Cycling plant " অথবা "Clean Environmental & Re-Cycling Engineering "

বলার জন্য বললাম । যদি এটি অপছন্দ হয় দয়া করে এড়িয়ে যান।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এ শুভ উদ্যোগকে স্বাগত এবং সাধুবাদ জানাই।
প্রস্তাবিত নামঃ
১। প্রাণীর বন্ধু পরিবেশ
২। শোধন
৩। স্বচ্ছ বিশোধন

কেমন লাগলো নির্দ্বিধায় জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.