![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অচেনা আমি
ছবি : পথশিশু , স্থান: গুলশান-১ থেকে গুলশান শুটিং ক্লাবে যাবার পথে।
ছুটির দিনে এদিক সেদিক ঘুরে বেড়ানো আমার স্বভাব হয়ে গিয়েছিলো, কারনে অকারনে ঘুরে বেড়াতাম যখন তখন, কখনও একা কখনও কারও সাথে। আনমনে হয়েই উদ্দেশ্যহীন পথ চলতাম , কখনও কখনও থমকে যেতাম ভাবনায়।
বিশেষ কারনে আমার সকল ভাবনাই প্রায় অপ্রকাশিত রয়ে যায়, এই বিষয়ে বলবো অন্য কোন দিন।
ছবিটা বেশ পুরানো ! ছবির বয়স, বছর দুয়েক এর বেশী হবে । আমাকে ছবিটা প্রায় ভাবিয়ে তুলেছে গত দিনগুলিতে , ক্রমাগত ভাবনাতে অনেক দূর নিয়ে গেছে আমাকে। আমি আমাকে নতুন করে আবিষ্কার করেছিলাম ছবিটার শিশুদের ভাবনায়। পথশিশুদের নিয়ে কাজ করছি, এই ছবির অনুপ্রেরনায় । ব্যাস্ত শহরে জীবনে পথশিশুদের দু-চার পয়সা দান করার মতো মানুষ অনেক আছে, কিন্তু ওদের জন্য ভাবেন ওদের নিয়ে কাজ করেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
জীবনের জন্য কিছু করার প্রত্যয়ে , থমকে গেছি চলার শুরুতেই।
তবে এখানেই থেকে যাওয়া নয়, যেতে হবে বহু দূর ।
ছবি: পথশিশু, বেঁচে থাকার প্রয়োজনে।
পথশিশুদের নিয়ে কাজ করেন এমন কেউ থাকলে কমেন্ট করার অনুরোধ রইলো । মানবতার কাজে পথ চলব একসাথে ।
©somewhere in net ltd.