![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অচেনা আমি
আমি বাতাসে মিশে থাকা ধুলিকনা,
আমি হাওয়ায় ভাসা সাদা মেঘ।
আমি সুতো ছেড়া ঘুড়ি,
আমি নীড় হারা পাখি।
তুমি হঠাৎ বৃষ্টির শীতল জল,
তুমি হাল ছাড়া নৌকার তল।
তুমি সাগরের উত্তাল ঢেউ,
তুমিই আমায় ছায়ে জানেনা কেঊ ।
আমি লক্ষ মানুষের ,
ভিড়ে হারানো মুখ ।
আমি তোমার মনের কোনে,
এক চিলতে ক্ষনিক সুখ।
তুমি শত জনমের ঘুরে বেড়ানো
মুক্ত স্বাধীন স্বত্বা ।
আমি আমার ভাবনায়,
তোমার পূর্ণতা।
আমি দূর পাহাড়ের গাঢ় সবুজ।
আমি মায়ের কোলে ঘুমন্ত অবুঝ।
আমি খাবারের খোজে ঘুড়ে বেরানো পিপিলিকা।
আমিই তোমার-তোমারই আমি সর্বদা।
*jrsikder
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
জে আর সিকদার বলেছেন: ছবিটা ?
২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
ওমেরা বলেছেন: জী না কবিতা !!
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪
জে আর সিকদার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার লেখার অপেক্ষায় রইলাম। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২
ওমেরা বলেছেন: সুন্দর !!!