![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে
কবি আমি কবিতা লেখি,
বুঝাতে পারি না অর্থ।
বিড়ালেড় মত হাঁচড়ে মরি।
মাটি খুঁড়লে হয় গর্ত!
যে দিন পাকিস্তানি রা,
করে দিয়েছিল যাদু!
সে দিন আমি যুদ্ধ করেছি
পোঁটলায় বেঁধে ছাতু।
করিনি ভয় করেছি জয়
আমার দেশের মাটি।
বাড়ি এসে দেখি হারিয়ে গিয়েছ,
আমার ঘরের টাঁটি!
টিন ছিল ঠিক চুলা ছিল ঠিক।
ছিলনা শুধু আগুন!
কারণ তখন আমার ভুয়ে,
ধরেনি একটা ও বেগুন।
যুদ্ধ করতে দেয়নি কমান্ড!
তারা সবায় বড় বেমান।
মাটির গুলি বানিয়েছি নিজ হাতে।
সব শত্রুদের ঘায়েল করেছি।
গুলেল ছিল আমার সাথে।
আমার গুলেলের ছিঁড়েছে রাবার,
চামড়া হয়েছে ফুটা।
যুধ আমায় চালিয়ে যেতে হবে!
তায় হাতে তুলে নিয়েছি ঘুঁটা।
যেতে হবে রাড়ি পার হয়ে খাড়ি।
তার পরে যায় না বলা।
লেংটি না মেরে লুঙ্গি নিলাম মাথায়।
পানি ছিল এক গলা!
©somewhere in net ltd.