নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়ে জন্ম তাই চায়না পরাজয়ের সনদ আমার জিবদ্দশায় ও তার মরণে

হাসাস হোসেন

জয়ে জন্ম চায়না পরাজয়ের সনদ আমার জীবদ্দশা ও তার মরণে

হাসাস হোসেন › বিস্তারিত পোস্টঃ

জন বাংলা জন বঙ্গবন্ধু

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে এদেশের হাল ধরেছেন। তার একার পক্ষে কতটুকু এদেশের উন্নয়ন ঘটেছে সকল বাঙালী দেখেছেন ও তা দৃশ্যমান। তার একার পক্ষে যদি এতো সুন্দর বৃহৎ উন্নয়ন বাস্তবায়িত হয় তাহলে আমরা সকলে যদি একত্রিত হয়ে তার উন্নয়নের হাত সুগম করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সুনাগরিকের দায়িত্ব পালন করাথ্যে সহযোগীতা করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সোনার বাংলা বেশিদুরে নয়। আমরা আমাদের সংসদিয় আসনের অভিভাবোক হারিয়েছি, রাজনকে হারিয়েছি, মালিক ভুলের কারণে শ্রমিক ভাই হড়িয়েছি, পর্যাপ্ত চিকিৎসা না থাকার কারণে আরও অনেক প্রতিবেশী হারিয়েছি, হাজারো লোকের ভিড়ে টিকিট চেকারকে ট্রেন বেঁচতে দেখে নিজের ঈমান হারিয়েছি, মুজিব কোর্ট পড়া সুবিধা ভোগী নেতাদের দৌরত্ব দেখে সাধারণ খেটে খাওয়া মেহনতি প্রতিবেশিদের ক্ষোভ দেখে মানবতা হাড়িয়েছি। আরও জানা অজানা কত কিছু এ সমাজ ও এ পরিবেশ হারিয়েছে! আর কতো হারাবো? হারানোর ভিড়ে এ দেহ এ মণ ক্লান্ত। তাই আসুন আমরা দুর্ণিতী, মাদক ও অসামাজিক কাজ থেকে নিজেকে বিরত রেখে সুনাগরিক এর দায়িত্ব ও কর্তব্য পালন করি।

নিজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.